নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

বাপে খায় বিড়ি পোলার নাম হ্যারি (প্রথম পর্ব)

০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৭

-ঐ হেলাইলা তোরে না কালকে কামে আইতে কইলাম গায়ে কি চর্বি জমছে নাকি। কাম না করলে খাবি কি? কিরে কথা কসনা কেন?



নাম হেলালউদ্দিন। বয়স ২৮। পেশা মানুষের বাড়িতে যোগালি দেওয়া। এক দিন কাম করে তো পরের দিন টাকা দিয়া মৌজ মারে। জুয়া, যাত্রা, নেশা সব কাজে এক্সপার্ট। বৌ আছিল স্বামীর স্বভাব চরিত্র ভালো না দেইখা অনেক দিন আগে বাপের বাড়িতে চইলা গেছে। হেলাইলার কোন বিকার নাই বৌ থাকলে কি আর না থাকলে কি। একদিন কাম করবো পরে মৌজ মারবো এই নীতিতে হেলাইলা বিশ্বাসী



-কিরে তোর কি হইছে কথা কি কান দিয়া ঢুকে না, না আজকে মাল বেশী টানছস।



রফিক ভাই কথা কম কউতো। যামু না কামে আমি আর কাম করুম না হইছে। এবার যাও তুমি।



-কাম না করলে কি খাবি? সংসারে বুড়া বাপটারে আর কত না খাওাইয়া কষ্ট দিবি?



তোমার যদি আমার বাপের জন্য এতো বেশী কষ্ট লাগে তুমি যাও হেরে খাওাইয়া দিয়া আও। বেশী বকর বকর কইরো না।



-তোর মতন সন্তান যেন কোন বাপের না হয়। কুলাঙ্গার।



এমনিতে মন খারাপ কালকে রাত্রে সব টাকা জুয়াতে হারছে। মাল ও খাইতে পারে নাই। যে বন্ধুরে এতদিন মাল খাওাইয়ছে ঐ বন্ধু ও কালকে নিজে নিজে মাল খাইছে একবার ডাক ও দেই নাই। সব শালারে দেইখা লমু, দিন একদিন আমারও হইবো তহন দেখুম তোমরা কি করো।



বৃদ্ধ আফাজুদ্দিন বয়স হইছে অনেক। শরীরটা কয়েকদিন ধইরা ভালো যাইতেছেনা কাশি আগের থেকে অনেক বাইরা গেছে। কবিরাজ কইছিলো বয়সতো অনেক হইছে আফাজ ভাই এবার বিড়ি খাওয়া বন্ধ কইরা দাও। নাইলে মইরা যাবা। আমার বাইচ্চা থাইকা হইবো কি? যা সম্পত্তি আছিল পোলাটা বিক্রি কইরা দিছে। এমন একটা পোলা পয়দা হইছে কোন কামের না বাপরে ঠিকমতো দেখেনা, খাবার দেয় না ঠিকমতন। পোলা এমন হইবো জানলে কিছুই দিতামনা।



রফিক ভাই কাম আছে। একটা কাম দাও।



-তোরে কাম দিমু তুই না আর কাম করবিনা দুইদিন আগে কি কইলি। মনে নাই। আমি কেন এই গ্রামের কেউ তোরে আর কাম দিবো না। যা ভাগ।



তোমাগো কামের খেতা পুরি আমি শহরে যামুগা। কাজের আবার অভাব আছে নাকি। করলাম না গ্রামের কাম। যা টাকা দাও এই টাকায় আমার বিড়ির খরচাও উঠেনা।



-আরে যা যা তোর মতো কামচোরারে শহরে কাম দিবো কে। ঐখানে বাবুগিরি দেখাবি যা দেখা। এখন আমার সামনে দিয়ে সর।



রফিকের কথা শুইন্না হেলালের মাথা গরম হইয়া গেলো। এতো বড় অপমান আর গ্রামে থাকা যাইবোনা। যে ভাবা ঐ কাম এক কাপড়ে বাস স্ট্যান্ড এ আইসা পড়লো আইসাই শহরের বাসে উইঠা পড়লো। ঢাকায় গিয়া এবার দেখাইতে হইবো। অনেক হইছে আর না। আমারে চিনেনা।



-ভাই কই যাইবেন?



ঢাকা যামু।



-১০০ টাকা দেন



ভাই আমার কাছে মাত্র ৬০ টাকা আছে।



-টাকা নাই তাইলে সিটে বইছস কেন। ছাঁদে যা। ঐ ওস্তাদ বাস থামাও। টাকা নাই উনি বাবুগিরি দেখায়। সিটে বইসা যাইবো। যা ছাঁদে যা।



অপমানে গা খানা জলতাছে হেলালের এতগুলা মানুষের সামনে দিয়া তারে বাস দিয়া নামাই দিলো। ছাদের উপর উঠাইয়া দিলো। নিজেরে খুব অক্ষম মনে হইতাছে হেলালের। সব টাকা নিয়া নিছে কন্ডাক্টারে ঢাকায় গিয়া থাকবো কই কি খাইবো এই কথা ভাবতে গা অবশ হইয়া যাইতেছে।



-ভাই মন খারাপ নাকি। আরে মিয়া মন খারাপ কইরেননা। মন খারাপ করলে বড় হইবার পারবেন না। লন একখান বিড়ি খান। মন ভালো হইয়া যাইবো।



হেলাল বিড়িটা নিলো।



-ঢাকায় কই যাইবেন। কি কাম করেন?



জানিনা ভাই, ঢাকায় কেউ থাকেনা। কই যামু কি করমু কিছু জানিনা।



-হুম, চিন্তা কইরেন না ভাই আছেনা, আমার লগে লন একটা গতি হইয়া যাইবো।



(চলবে)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: চলুক! দেখি কি গতি হয় হ্যা-রি র ;)

০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভৃগু ভাই ঢাকায় আসলে তো একটা না একটা গতি হইবই। :P

২| ০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

মাহবুবুর রহমান (মাহা) বলেছেন: চালিয়ে যান ভাই

০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ মাহা ভাই।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১১

পথহারা নাবিক বলেছেন: দেখি কই গিয়া শেষ হয়!!

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: নাবিক ভাই কি আমার উপর রাগ করছেন নাকি। কোন কমেন্ট দেননা। মায়ানমার থেকে আসলেন কবে ভাই।

ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৩

পথহারা নাবিক বলেছেন: না ভাই রাগ করি নাই!! কেনো রাগ করবো!! আমার বার্মা নিয়া লেখা ব্লগ পড়ছেন!! পইড়েন!! লেখাত খুব একটা ভালো না তবে সামর্থ্য মতো লেকার চেষ্টা করছি!

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: প্রতিটা পর্ব পড়ছি ভাই। ভালে লাগছে। চিন্তা করছি নেক্সট মান্থে ইন্ডিয়া না গিয়া বার্মা যামু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.