![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
আক্ষেপের শহর এই ঢাকা,
কত স্বপ্ন কত আশা ,
অন্তঃসারশূন্য ঢাকাবাসীর,
হৃদয়টাই ফাঁকা।
ঢাকায় নাকি টাকার খেলা ,
এই শহরের বাতাসে,
উড়ছে নাকি টাকা,
কেউবা হয় আমির।
আবার কেউবা হয় পথের ফকির।
নাই কোন বন্ধন এ শহরে,
কে বাবা কে মা,
যে যার মতন আছে,
নিজের মতো করে।
স্বার্থপরের দল বোঝাই,
এই শহরে,
যে যার কাজ হাসিল করে,
নিজের মতন করে।
০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৫
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন:
২| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫০
অর্বাচীণ স্বজন বলেছেন: তার পরও প্রিয় এই চিরচেনা নগরী।
০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৬
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বিগত যৌবনা রুপ লাবণ্য সব ধুলোয় মিশে গেছে।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৭
মনিরুল হাসান বলেছেন: একটা সুর দিয়ে গান গাইলে মনে হয় ভালোই শোনাবে।
০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৭
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হাসান ভাই সুর মাথায় আসেনা। আছে নাকি মাথায় কোন সুর তাইলে একটা বহাই দেন। আমি হমু গীতিকার আপনি হইবেন সুরকার।
৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৪
আজীব ০০৭ বলেছেন: স্বার্থপরের দল বোঝাই,
এই শহরে,
যে যার কাজ হাসিল করে,
নিজের মতন করে।
ভালো লিখেছেন......................।
০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১০
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ আজীব ০০৭ ভাই।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৬
উদাস কিশোর বলেছেন: বেশ বেশ !