![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
বাপে খায় বিড়ি পোলার নাম হ্যারি (প্রথম পর্ব)
তা ভাই আপনার নামটা জানা হইলো না।
- আমার নাম জমির
ঢাকায় গেলে কাম দিবার পারবেন। আমার চেনাশুনা কেউ নাই যে কাম দিবো।
- কইলাম না ভাইয়ের সাথে যখন একবার পরিচয় হইছে কাম আমি দিমু এবং আজকেই আমরা কাম শুরু করুম। তা আপনার নামটা কি?
হেলাল। ঢাকায় আইতে আইতে সন্ধ্যা ৭ টা বাইজ্জা গেলো। এতো লোক ঢাকায় গিজগিজ করে এইর জন্য হেলালের ঢাকায় আসতে মন চায়না। বাড়ির কথা বার বার মনে পরতাছে ইচ্ছা করতাছে আবার পরের বাসে বাড়িতে যাইতে। কিন্তু কইলেই তো আর হইবোনা। পকেটে এখন বিষ খাওয়ার পয়সা নাই। জমির এখন শেষ ভরসা।
- লও ভাই আগে কিছু খাইয়া লই সারাদিন তো কিছু খাই নাই।
খাবারের কথা শুইন্না হেলালের পেট ক্ষুধায় নাড়া দিয়া উঠলো। আসলে সত্যিতো সারাদিন কিছু পেটে পরে নাই। আর টাকা বা কই যে খাইবো। রাস্তার পাশের এক ঝুপড়ি দেওয়া হোটেল এ ধুকাইলো জমির। অর্ডার দিলো ভাত লগে ডিম আর আলু ভর্তা। হেলাল গ্রোগ্রাসে খাওয়া শেষ করলো। খাবার শেষে জমিরের কাছ থেকে একটা বিড়ি নিয়া টানা শুরু করলো।
- হেলাল ভাই কাম কিন্তু আজকে থেকে শুরু করতে হইবো। আমাগো বেশীরভাগ কাম রাত্রে। লও আবার বাসে উঠতে হইবো।
হেলাল মনে মনে ভয় পাইতাছে কি কাম যে রাত্রে করা লাগবো। ভয়ে আর চিন্তায় অস্থির হইয়া গেলো।
- হেলাল ভাই নামো এবার বাস থেইক্কা নামো, আইসা পড়ছি আমাগো কামের জায়গাতে। এইডারে কয় কাওরান বাজার।
হেলাল চারিদিকের পরিবেশ দেখে অবাক এতো বড় বড় বিল্ডিং। এতো লোক এই জায়গায় কি কাম করবো।
-ওস্তাদ ভালো আছেন।
-কিরে জমির দেশে গেলে দেখি আসবার নাম করস না। কখন আসলি। লগে এটা কে?
-ওস্তাদ আমার গ্রামের পোলা একটা কামের জন্য আইছে ওই ওস্তাদরে সালাম দে। একটা কাম দিয়া দেননা। খুব অভাবে আছে।
-কাম ঠিকঠাক করতে পারলে আজকে থেকে লাগাইয়া দে। রাত্রে আম আসতেছে ১০ ট্রাক।
-আচ্ছা ওস্তাদ। হেলাল ভাই লও কইলাম না কাম নিয়া কোন টেনশন কইরো না ভাই থাকতে ভাইয়ের কোন কামের অভাব হইবোনা। লও আপাতত কোনখানে গিয়া বসি, আজকে মেলা রাইত পর্যন্ত কাম করবার হইবো। আর একটা কথা কই শোনো ভাই থাকা লইয়া চিন্তা কইরো না আমার লগে ঘুমাবা তবে প্রতি মাসে মাহাজনরে কিছু টাকা দেওয়া লাগবো।
মাহাজানরে কিসের টাকা দিমু ভাই?
-আরে ভাই তুমি মাহাজনের গুদামে ঘুমাবা মাহাজানরে টাকা দিবানা এইটা কিছু হইলো। ঢাকা খুব খারাপ জায়গা হেলাল ভাই এহানে বাঁচতে হইলেও টাকা লাগে আবার মরলেও টাকা লাগে। টাকা হইলো সব এখানে। বুজছো।
সবকিছু তো বুঝে হেলাল তবে এইটা ভালো বুজছে ঢাকায় আর গ্রামের মতো আরাম করা যাইবোনা। এহানে কাম না করলে কেউ খাইওাবোনা। বাচতে হইলে কিছু কইরা খাইতে হইবো। বাড়ির কথা আর বাসের কথা মনে কইরা হেলালের মাথা গরম হইয়া গেলো। এই অপমান হেলাল জীবনেও ভুলবোনা। যেদিন অনেক টাকা হইবো ঐদিন বাড়িতে যাইবো এছাড়া আর জিবনেও বাড়িমুখি হইবোনা।
-ওহ হেলাল ভাই কি চিন্তা করো। মন খারাপ নাকি বৌ বাচ্চার কথা মনে পড়ছে। চিন্তা কইরো না কামের মধ্যে ঢুকলে কারো কথা মনে থাকবো না।
নারে ভাই বিয়া এখনো করি নাই চিন্তা কার লইগা করুম। এহানে বৌ এর কথা কউন যাইবোনা।
-তাইলেতো ভাই তুমি অনেক সুখী মানুষ। কেউ নাই আশেপাশে। আমার কথা কইয়োনা দুইটা মাইয়া দুইটাই আবার স্কুলে যায় মা বাবা দুইজনেই বাইচ্চা আছে। একদিন না কাম করতে পারলে না খাইয়া মরবো।
জমিরের কথা হেলালের কান দিয়া ঢুকতাছেনা। পাশে কারা জানি লুডু খেলতাছে অনেক লোক ভিড় কইরা খেলা দেখতাছে হেলালের সব মনোযোগ ঐ খেলাতে।
-ওইদিকে মনোযোগ দিয়োনা ভাই, যা কামাবা সব শেষ ওরা জুয়া খেলতাছে। তোমার কি এসব বাজে অভ্যাস আছে নাকি থাকলে বাদ দিয়া দাও।
ছিঃ ছিঃ কি যে কন ভাই আমার এসব অভ্যাস নাই। বংশীয় পোলা আমি । একসময় সব আছিলো নদীতে সব কিছু নিয়া গেছে। এসব বাজে কামের অভ্যাস নাই।
-না থাকাই ভালো। কত ভালো ভালো পোলারে দেখলাম নষ্ট হইয়া যাইতে এই জুয়া খেইল্লা। যা কামায় সব শেষ। বাড়িতে কিছু পাঠায়না। ঈদ কোরবানিতেও বাড়ি যায়না। কি কপাল।
(চলবে)
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৩
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই আমি একবার নতুন। ব্লগে আইডি ৫ বছরের পূরানো কিন্তু লেখা হইনি এতদিন এক সাংবাদিক বন্ধুর কথায় আমার ব্লগে আসা। চেষ্টা করে যাচ্ছি ভাই আপনাদের সহযোগিতা পেলে আরো ভালো করবো।
ভালো থাকবেন একজন ঘূণপোকা ভাই।
২| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৪
সংবাদ সংযোগ বলেছেন: ভালোইতো
ভালো লাগলো
বলা যায় অসাধারণ
উপহার সরূপ কিছু সংবাদের লিংক দিলাম
সময় পেলে পড়বেন আশা করি....
মিউজিক ভিডিওর নামে রমমরা দেহ ব্যবসা! [ভিডিওসহ] http://lnkd.in/bPnAAKw
ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা http://lnkd.in/bY3GaYg
তরুণীকে গণধর্ষণের ছবি মোবাইলে http://lnkd.in/bHjt5sU
মোটা কণের জন্য বাড়তি যৌতুক! http://lnkd.in/bTrMTDw
মিথি-আরিফের বাসা ছিল বন্ধুদের ডেটিং স্পট http://lnkd.in/bcSm--G
পহেলা বৈশাখে ইত্যাদি'র নতুন চমক! http://lnkd.in/b4q5xCA
'বিজেপি ক্ষমতায় এলে তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হবে' http://lnkd.in/bpQpFG2
মহিলার ৬ অন্তর্বাস থেকে ২.১৪ কেজি সোনা আটক http://lnkd.in/bx-a5pq
সর্বত্র বাংলা চালুর নির্দেশনা : ছয় সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ http://lnkd.in/bPZBnXu
মা হবেন সানি লিওন! http://lnkd.in/bqQbCkm
অভিনব কৌশলে ঢাকায় চলছে রমরমা যৌন ব্যবসা (ভিডিওসহ)!- See more at: http://lnkd.in/b3eCPbb
অতিরিক্ত মোবাইল ব্যবহার আনতে পারে বন্ধ্যাত্ব! http://lnkd.in/bMPFXQj
স্বার্থের রাজনীতিতে দেশের সর্বনাশ http://lnkd.in/bGRZ2pG
নায়ক রাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি http://lnkd.in/buRr6RU
বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে ১৩ দিন! http://lnkd.in/bwaa2PJ
ভারপ্রাপ্ত সিইসিকে হত্যার হুমকি http://lnkd.in/bgfyhrN
বিডিবিএল এ ৩ কোটি টাকার নিয়োগ বাণিজ্যের প্রস্তুতি http://lnkd.in/bM2D3NS
স্বার্থের রাজনীতিতে দেশের সর্বনাশ http://lnkd.in/bGRZ2pG
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৫
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: অমা অনেক বড় লিস্ট। দেখি লিভিং টুগেদার আর পহেলা বৈশাখ নিয়ে কিছু লেখা লিখতে পারি নাকি। ভালো থাকবেন ভাই।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৫
পথহারা নাবিক বলেছেন: ভালো লাগলো!!
০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৪
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ নাবিক ভাই।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১২
একজন ঘূণপোকা বলেছেন: প্রথম পর্বের কাছে যাচ্ছি।
এই পর্ব ভালো লেগেছে