![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
এতো খোঁজাখুঁজি করিয়া বিশ্বব্যাপী সব পেপারে হেডিং এর পর হেডিং দিয়া টিভিতে লাইভ কাভারেজের বন্যাতে ভাসাইয়া অবশেষে নাসার স্যাটেলাইট মদন ২ নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ- ৩৭০ সনাক্ত করিতে সমর্থ হইয়াছেন।
কিছুক্ষণ আগে নাসার প্রধান বৈজ্ঞানিক ডঃ আরনল্ড বুশ ক্লুনি প্রেস ব্রিফিং করিয়া বলিছেন মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ- ৩৭০ ধ্বংসাবশেষ বাংলাদেশের রাজধানী ঢাকার প্রধান নদী বুড়িগঙ্গার তলদেশে অবস্থান করছে। নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইনসের ব্ল্যাক বক্স থেকে তাদের স্যাটেলাইট মদন ২ তে একটি সংকেত আসিয়াছে। অতি শিগ্রই তারা উদ্ধারের জন্য তাদের স্পেশাল টিম বলদ ০০৭ পাঠাইতেছেন।
সাংবাদিকদের আরো প্রশ্নের জবাবে ডঃ আরনল্ড বুশ ক্লুনি বলেন প্লেন দুর্ঘটনার অনেক রহস্য তারা বের করিতে সমর্থ হয়েছেন। তাদের ধারনা প্লেন চলাকালীন বৈমানিক দ্বয় কিঞ্চিৎ ফিলিংসে ছিলেন আবার সেসময় আবহাওয়াও ছিল খারাপ তাই তার পথ ভুল করিয়া বাংলাদেশের উপর আসিয়া পড়েন।
নাসার প্রধান বিজ্ঞানী আরো বলেন, যখন তারা বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে উড়ছিলেন তখন এর কালো পানি দেখিয়া বৈমানিকদ্বয় অবাক হইয়া যান। তারা জীবনে এতো ফ্লাই করেছেন নদীর কাঁদা ঘোলাটে পানি দেখেছেন সমুদ্রের নীল পানি দেখেছেন কিন্তু কালো পানি কোথাও দেখেননি। তাই তারা আগ্রহ বশত কালো পানি দেখার জন্য প্লেনকে অনেক নিচ দিয়ে উড়ানোর চেষ্টা করছিলেন। কিন্তু বুড়িগঙ্গা নদীর পানির গন্ধে উভয় বৈমানিক সংজ্ঞাহীন হইয়া পড়েন এবং প্লেন দুর্ঘটনার শিকার হয়।
বিদ্রঃ এটি একটি স্যাটায়ার লেখা। আমি এটি তাদের উদ্দেশ্য করে লিখেছি যারা এখনো প্লেন খোঁজার নামে সময় কালক্ষেপণ করছেন এবং হারিয়ে যাওয়া যাত্রী পরিবারকে শুধু মিছে আশ্বাস দিয়ে যাচ্ছেন। আর দ্বিতীয়টি হল আমাদের বুড়িগঙ্গা নদী দূষণ নিয়ে। কাউকে আঘাত করে লেখা আমার উদ্দেশ্য নহে। আশা করি আপনারা আমার লেখাটি ভালোভাবে গ্রহন করবেন।
০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৬
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বালক ভাই ধন্যবাদ।
২| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৩
দালাল০০৭০০৭ বলেছেন: Na jokes korlia parten
০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৭
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: দালাল ভাই হার্ট করে থাকলে ক্ষমা করে দিবেন। আমার উদ্দেশ্য ছিলো অন্য কিছুর দিকে।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৬
গাজী সুবন বলেছেন: অতি শিগ্রই
তারা উদ্ধারের জন্য তাদের স্পেশাল টিম বলদ
০০৭ পাঠাইতেছেন।,,,,, ভাই আপনার কল্পনা শক্তির প্রশংসা করতে হয়
০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৯
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: গাজী সুবন@ ধন্যবাদ ভাই। এতদিন হয়ে গেলো আমাদের এই পৃথিবী নাকি এতো আধুনিক কিন্তু সাধারণ একটা প্লেন এর রহস্য বের করতে পারলো না। ব্যাপারটা বড়ই অদ্ভুত।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪১
সুমন ঘোষ বলেছেন: এত বড়ো দুর্ঘটনা টি কে নিয়ে তামাশা করার আপনার মানসিকতা কোথা থেকে উদয় হল ভাইজান ? স্বজনকে যারা হারিয়েছেন তাদের অবস্থা টি ভেবে এই তামাশা না করলেই পারতেন । আপনার উদ্দেশ্য কোন দিকে ছিল বুঝলাম না । মোটেই ভালো লাগলো না ।
০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: প্রিয় সুমন ভাই, আমার মূলত এটা লেখার উদ্দেশ্য আমার নদী দূষণ নিয়ে। আমি তো প্রথমে বলেছি এটা স্যাটায়ার । যদি খারাপ লাগে আমি পোস্ট ডিলেট করে দিবো।
এতো দিন হয়ে গেলো এতো উন্নত পৃথিবী এতো উন্নত টেকনোলজি অথচ তারা একটা সাধারণ প্লেন খুঁজে বের করতে করতে পারলো না।
i swear কারো অনুভুতিতে আঘাত আনা আমার কাম্য নহে। আমিও তো ঐ প্লেনে থাকতে পারতাম।
ভুল বুজবেন না ভাই। যদি ভালো না লাগে আমি ডিলেট করে দিবো আমার এই পোস্ট।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৫
দাদা- বলেছেন: এত বড়ো দুর্ঘটনা টি কে নিয়ে তামাশা করার আপনার আপনার ঘোর অন্যায় । প্রিয় স্বজনকে যারা হারিয়েছেন তাদের অবস্থা টি ভেবে এই তামাশা না করলেই পারতেন । যার হারায় সেই জানে । দুর্ঘটনা নিয়ে রন্গ তামাশা খুবই নিকৃষ্ট মনের পরিচয় বহন করে । আপনার মহৎ উদ্দেশ্য কোন দিকে ছিল বুঝলাম না ।
মোটেই ভালো লাগলো না ।
০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৩
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: দাদা ভাই প্রথমে শুভেচ্ছা নিবেন। এটি একটি স্যাটায়ার লেখা। এখানে আমি তাদের কে ব্যাঙ্গ করেছি যারা এখনো প্লেন খুঁজে পাচ্ছেন না সময়ের পর সময় অপচয় করে যাচ্ছেন আর নিখোঁজ দের পরিবারদের এখনে দোটানার মধ্যে রেখেছেন।
আর দ্বিতীয় আমি হাইলাইট করেছি আমাদের বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ে। এটা সম্পূর্ণ একটি স্যাটায়ার লেখা ভাই।
আপনি দয়া করে আর একবার পড়েন যদি ভালো না লাগে মনে হয় আমি আপনাকে অথবা আপনাদের কে হার্ট করছি , আমাকে শুধু লিখে জানাবেন আমি ডিলেট করে দিবো।
ভালো থাবেন দাদা ভাই।
৬| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৬
মোমেরমানুষ৭১ বলেছেন: দূর্ঘটনার কয়েকদিন পর কে জন যিনি গবেষনা করে বের করলেন প্লেনটি বরিশালে ল্যান্ড করতে পারে.....।
আপনারেও দেখি তাদের কাতারে....
০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১২
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মোমের মানুষ ভাই কেমন আছেন। আসলে ভাই এটা সম্পর্কে কোন সঠিক খবর পাচ্ছিলাম না তাই এটি লিখলাম । অন্যকে হেয় করা আমার উদ্দেশ্য না। ব্লগিং করবো সবার সাথে সম্পর্ক ভালো থাকবে। কাউকে খোঁচাবো না কাউকে অপমান করবো না। সবার বিপদে আমি আছি। সবাই আমার ভাই। আমি ভাই অতি সাধারণ।
দয়া করে ভাইকে ভুল বুজবেননা।
৭| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৯
রোদেলা দুপুর বলেছেন: সাধ্যমত সব ধরণের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না পাওয়া গেলে এইটা কি তাদের দোষ??? আর আপনি যেভাবে বললেন একটা সাধারন বিমান তাহলে আর দেরি করছেন কেন নিজেই খুঁজে বের করে দিন।
০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৭
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: রোদেলা দুপুর ভাই রাগ করবেন না। এটা একটা স্যাটায়ার। আমি কাউকে হার্ট করতে এটা লিখিনি। এতো আধুনিক পৃথিবী এত আধুনিক টেকনোলজি তারপরও তারা এটা উদ্ধার করতে পারছেনা। আমাকে কেন দোষারোপ করছেন ভাই। আমার লেখাটা আবার একটু পড়েন।
০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৮
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভুল হয়ে থাকলে ভাইকে মাফ করে দেন। আমি ব্লগে মারামারি বা ঝগড়া করতে আসিনা। আসি আপনাদের মতো ভাই অথবা বোনদের সাথে সময় কাঠানোর জন্য।
৮| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১১
রাখালছেলে বলেছেন: আসলেই কি ঘটল প্লেনটার কপালে কে জানে । হয়ত পৃথিবীর বুকে আরেকটা রহস্যময় ঘটনা ঘটল যার কোন ব্যাখ্যা নাই ।
০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২২
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: রাখাল ভাই। সত্যি এটা একটা অমীমাংসিত রহস্য রয়ে গেলো। আমরা যে এখনো আধুনিক না তা এর মাধ্যমে প্রমান পাওয়া গেলো। এতো বড় একটা প্লেন এতো বড় বড় উন্নত দেশ তারাও যেখানে ব্যার্থ।
চিন্তা করেন এক পেপারে একদিন এক খবর আসছে। কেউ সঠিক কিছু বলতে পারছেনা। পরিবার গুলোর অবস্থা কি হচ্ছে।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩২
সংগ্রামী বালক বলেছেন: ভাই,হাসাইলেন।