নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

আমি ঘুমাইতে চাই

১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:১০

নির্জন নগরী। চারিদিকে কবরের নীরবতা বিরাজ করছে। বাসায় একমাত্র আমি জেগে আছি আর কেনইবা জেগে আছি তা নিজেই জানিনা। ঘুমানোর ব্যার্থ চেষ্টা করছি, একবার বিছানাতে তারপর ঘুমাতে আসলাম সোফাতে এরপর একবারে ফ্লোরে তারপরও ঘুম আসেনা।



ফ্লোর থেকে উঠলাম, কিছু একটা লেখার জন্য ডেস্কটপ অন করলাম দেখি সামুতে ঢুকতে পারছিনা। কি সমস্যা নিজেও জানিনা। তারপর অন্য কিছু ওয়েবে সাইটে বিচরন করলাম দেখি ভালো লাগছেনা। টেবিলের উপর পা তুলে দিয়ে টিভি অন করলাম। চ্যানেল একটার পর একটা পরিবর্তন হচ্ছে কিন্তু মন খুব অস্থির। টিভিও ভালো লাগছে না ধুত্তরি। টিভি বন্ধ করে দিলাম। আবারো সামু ওপেন করার চেষ্টা হচ্ছেনা হচ্ছেনা।



দিলাম বন্ধ করে কম্পিউটার, ঘুমাতে হবে আমাকে। আমি একটু ঘুম চাই। আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। বিছানা-সোফা-ফ্লোর কাজ হচ্ছে না সবখানে এপাশ ওপাশ করছি ঘুম আসছেনা। মহাবিপদ।



আবার উঠলাম এবার অন করলাম ল্যাপটপ। ব্রডব্যান্ড লাইন রেখে এবার মডেমটা ঢুকালাম। আহা হোম সুইট হোম। আমি সামুতে ঢুকতে পারলাম অবশেষে তাও এই মডেমের সাহায্যে।

কিন্তু কি লিখবো মাথা কাজ করছেনা। একটা অনুবাদ করেছিলাম এখনো ৭৫% বাকি। অনুবাদটা নিয়ে বসলাম। দুই লাইন লেখার পরে ধুর কালকে লিখবো আজকে না। অনেক রাত হয়েছে এবার না হয় একটু ঘুমানোর চেষ্টা করি।



আবারো সেই বিছানা-সোফা-ফ্লোর সবখানে গড়াগড়ি করলাম তাও কাজ হচ্ছে না। পাগল হয়ে যাচ্ছি নাকি? শেষ একটা ঔষধ আছে ঘুমের। গোসল করলে নাকি তাড়াতাড়ি ঘুম আসে।দিলাম গোসল। আহা কি শান্তি। এইতো একটু ঘুম আসা শুরু হয়েছে। আয় ঘুম আয়।



বিশাল জোরে বেজে উঠলো আমার নোকিয়া ফোনটি কথায় আছেনা সস্তা জিনিষ বাজে বেশী। ঘুমের ঘোর থেকে লাফ মেরে উঠলাম বুকখানা ধড়ফড় করছে। কে দিয়েছে এতো রাত্রে ফোন। কেউ কোন বিপদে পরেনিতো। ভয়ে ভয়ে মোবাইল ফোন হাতে নিলাম। অপরিচিত নাম্বার আরো ভয় পেয়ে গেলাম। কোন দুঃসংবাদ নাকি। এতো রাত্রে ফোন।



মামা কেমন আছস? মহা চিন্তায় পড়লাম আমার তো কোন ভাগিনা নেই এই ভাগিনা আবার জুটলো কই থেকে তাও রাত্রি ৪ টার সময়ের ভাগিনা। কে ভাই? আরে বেটা আমি জেমস।



মান্দা** পো তোর সাথে তো রাত্র ১০টা পর্যন্ত আড্ডা দিলাম। তুই আবার ফোন করলি কেন।



মামা ঘুম আসেনা। কি করুম? আর বাল বৌ খালি নাক ডাকে।



আবে হালা তাওতো তোর নাক ডাকানি ওয়ালা বৌ আছে আমার তো কেউ নাই। তুই আমারে কল দিলি কেন।



মামা মাইন্ড করছস। বিশ্বাস কর ভাই প্রতিদিন এই নাক ডাকার জন্য ঘুমাইতে পারিনা।



বেচারা আমিতো এমনিতে ঘুমাইতে পারিনা। আর হালায় তো বৌ এর নাক ডাকার জ্বালায় ঘুমাইতে পারেনা। মনে মনে একটু হাসলাম ভাগ্যিস এখনো বিয়ে করি নাই। মামা এক কাম কর বাসা থেকে বের হতে পারবি, চল কোথায় গিয়ে বসি চা অথবা কিছু খাই। খিধা লেগেছে অনেক।



না মামা বাহির হইতে পারুম না। বৌ টের পাইলে খবর আছে।



********* এর পর তুই যদি কোনদিন রাত্রে আমারে ফোন দেস খবর আছে। দিলাম ফোন কেটে।



ভাই ও ভাইয়েরা কেউ কি আছেন একটু বলবেন কি করিলে আমি এখন ঘুমাইতে পারিবো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫১

ঢাকাবাসী বলেছেন: নাক ডাকেনা এমন একটি বউ নিয়ে আসুন।

১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ঢাকাবাসী ভাই একটা জোগাড় করে দেন। বুড়ো হয়ে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.