![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
আমার বর্তমান অবস্থা হয়েছে সদ্য স্কুলে যাওয়া বাচ্চাদের মতো, স্কুলে যাওয়া সদ্য বাচ্চাগুলি যখন লেখা শিখতে শুরু করে বা ড্রয়িং করতে পারে, তখন স্কুলের দেয়ালে, বাসার দেয়ালে, বাবার ডায়েরিতে, বড় ভাই থাকলে তার খাতাতে, এমনকি বাথরুমে ও যখন যেখানে পারে স্কুলে শিখা তার বিদ্যাটা জাহির করতেই হবে।
সদ্য স্কুলে যাওয়া বাচ্চাদের বাসাগুলিতে আপনি প্রবেশ করলে বুজতে পারবেন যে এখানে একজন মহান বাচ্চা লেখক বা একজন গুণী শিল্পী থাকে। দেয়ালে হয়তো দেখতে পারবেন ডোরিমন এর একটা কার্টুন আকা বা একটা গাছ এঁকেছে কোথাও আবার বাড়ির ছবি আকা, কোথাও আবার পেন্সিল দিয়ে শুধু আঁকিবুঁকি করা মনে হবে এই আঁকিবুঁকি তে কি এক বিশাল অর্থ আছে। আর সমস্ত ঘর জুড়ে কাচা হাতে এ-বি-সি-ক-খ-গ-১-২-৩ এসবতো আছেই ।
আসলে এটা এমন একটা বয়স বাচ্চারা যা দেখে যা মনে আসে তাই বাচ্চাগুলো আঁকার অথবা লিখার চেষ্টা করে। এক কথায় এটাই তাদের মনের ভাব প্রকাশ করা।
তা এই মুহূর্তে আমার অবস্থাটা ঠিক স্কুলে যাওয়া বাচ্চাদের মতন অবস্থায় এসে দাঁড়িয়েছে। আমার অবস্থা হয়েছে বাচ্চাগুলোর মতন ইচ্ছে করছে সব সময় লিখতে, কোন কিছু মাথায় আসলে ল্যাপটপ নিয়ে বসে যাই, রাস্তা দিয়ে যাচ্ছি কিছু একটা দেখলাম ভাবলাম ওইটা নিয়ে লিখবো,আজকে সারাদিন বাসায় বসে ছিলাম এতো চেষ্টা করলাম কোনো একটা বিষয় নিয়ে লেখার বা অনুবাদের কোনো কিছু নিয়েই লিখতেই পারলাম না।
অনেক কষ্ট করে শেষ পর্যন্ত এই ফালতু পোস্টটি মাথা থেকে বের হল।
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৪
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: শোভন ভাই চেষ্টা করছি।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
লিখতে থাকুন।