নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

ঘুরে আসুন মৌচাক আর মগবাজার

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৫

বন্ধুরা, বাংলাদেশের অতি সুন্দর একটি পর্যটন স্পট হল মৌচাক ও মগবাজার। দেশের এই দৃষ্টিনন্দন ধুলোবালিতে ঘেরা যানজটে ভরা জায়গাখানি আর কোথাও নয়। আমাদের রাজধানী ঢাকাতেই।



আসুন আমরা জেনে নেই কিভাবে আমরা মৌচাক বা মগবাজার ভ্রমনে যেতে পারি আর সাথে আমাদের কি কি জিনিষ নেওয়া অতীব জরুরী।



মৌচাক আর মগবাজার সবচেয়ে যাওয়ার সোজা রাস্তা হল আপনি ঢাকা শহরের যেখানে থাকুন না কেন, প্রথমে আপনাকে বাংলা মোটরে নামতে হবে। আপনি যদি পায়ে হেঁটে যেতে চান অথবা বাসে যেতে চান অথবা রিক্সা করে যেতে চান সব ব্যাবস্থাই আছে এখানে।



ভ্রমনের সময় আপনার কি কি জিনিষ অবশ্যই নিতে হবে তার একটা তালিকা দেওয়া হল।



১ ফার্স্ট এইড বক্স

২ পর্যাপ্ত পরিমানে পানি।

৩ অক্সিজেনের বোতল।

৪ মাস্ক (না থাকলে আপনি জিম ক্যারির মাস্ক সিডিটিও নিতে পারেন)

৫ রান্না বান্নার উপকরণ অথবা সকালে রওনা দিলে দুপুরের খাবার আর রাত্রের খাবার এক সাথে নিলেও হবে।

৬ জীবন বীমা করে নিলে ভালো হয়।

৭ পারিবারিক ডাক্তারের সাথে ২৪ ঘন্টা যোগাযোগের ব্যাবস্থা।



যাত্রাপথে দুইবার বুকে ফুঁ দিয়ে নিবেন। যাত্রা শুরুতে পথের দুপাশে অসংখ্য বাসা চোখে পড়বে কিন্তু ইহা মূল আকর্ষণ নহে। মূল আকর্ষণ রাস্তার মধ্যে এখানে তৈরি হচ্ছে বিশাল এক ফ্লাই ওভার আরো দেখতে পাবেন রাস্তার দুইদিকে কাঁদা পানির সমারোহ ইচ্ছে করলে আপনি এখান থেকে মাছ ধরতে পারবেন। আর চারদিকের এতো ধুলোবালি দেখিয়া আপনার মতিভ্রম ও হতে পারে মনে করতে পারেন সাহারা মরুভূমিতে এসে পরলেন নাতো।



আর যারা অদূর ভবিষ্যৎ এ চাঁদে যেতে আগ্রহী তারা এখনি তাদের টুর অপারেটরকে বলে প্রোগ্রাম বাতিল করে দিন। কারন যাত্রাপথে রাস্তায় যে হারে খানাখন্দে ভরা আপনি চাঁদ যাত্রা এইখানেই বসে উপভোগ করিতে পারিবেন।



বর্তমানে এটি খুব একটি নামি টুরিস্ট স্পট হওয়ার কারনে অধিক লোকের ভিড় সাথে আবার অধিক গাড়ির সমারোহ। তাই আপনার জ্যামেই দীর্ঘক্ষণ পাড় করিতে হইবে।



চারিদিকের এতো সুন্দর দৃষ্টিনন্দন জিনিষ দেখিয়া আপনি এমনিতেই উল্লসিত হইয়া উঠিবেন।



অতঃপর আপনি আপনাকে হাঁসপাতালের খাটে আবিষ্কার করিবেন।

মন্তব্য ১১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: হাহাহা =p~ =p~ =p~ =p~

মগবাজারের জ্যামে সেদিন ২ ঘন্টা বসে থাকতে হইছে

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: দি ফ্লাইং ডাচম্যান @ ভাই আপনার পা দুইটা আগাই দেন মাফ চাই আর মনে করতে চাইনা। আমার অফিস রামপুরাতে আর বাসা পান্থপথে। আমি প্রতিদিন মতিঝিল হয়ে রামপুরা যাই এই ঝামেলা এড়ানোর জন্য।

২| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪১

নিজাম বলেছেন: অতীব দুঃখের কথা।

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: নজ+আম@ ভাই এসে পরেন না, দেশের এতো সুন্দর দৃষ্টিনন্দন একটা স্পট দেখা থেকে আপনি কেনইবা বঞ্চিত হবেন।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৪

করিম কাকা বলেছেন: ভাই এম্বুলেন্সে করে যাত্র করলে কেমন হয়???

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কাকা উপায় নাই যেসময় এ্যাম্বুলেন্স ছাড়বে তখন আজিমপুরে যেতে হবে।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৭

সাইবার অভিযত্রী বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: :P :P :P :P :P

৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৮

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাই।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৮

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।

৭| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার জায়গা। বাংলাদেশে এমন পরিকল্পিত ভ্রমন স্পট খুবই কমই আছে। হাতের কাছেই আছে হাসপাতাল, বাংলাদেশ নেভীর চিফ সেখানে বাস করেন ভ্রমনকারীদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করার জন্য। ভ্রমন করতে গিয়ে হঠাৎ বিয়ে করে ফেলতে ইচ্ছা করলে আছে বিখ্যাত কাজি অফিস এবং কমিউনিটি সেন্টার। এমনকি কেএফসি পর্যন্ত আছে। পাশেই আছে হাতির ঝিল, তারপাশে আছে এফডিসি। এমন ভ্রমন স্পট বাংলাদেশে আর কই!

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কাল্পনিক ভালোবাসা@ আহা ভাই তাহলে তো আমার আর ওইখান থেকে না বের হলেও চলবে। ঢাকার মধ্যে আরেকটি শহর।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৭

গারো হিল বলেছেন: আমার বাসা হচ্ছে সোবাহানবাগে । খিলগায়ে একজনের সাথে আমার রিলেশন ছিলো । দেখা করতে যেতাম দুই ঘন্টা টাইম হাতে রেখে । তারপরও লেট হয়ে যেতো :( এভাবে লেইট লেইট লেইট......শেষ পর্যন্ত রিলেশন ব্রেকআপ :(

সত্য ঘটনা

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: গারো হিল ভাই @ সহানুভূতি জানানো ছাড়া আর কিছু করার নাই। সত্যি কষ্ট পেলাম।

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আপনার বাসা আমার বাসা কাছাকাছি। সম্ভবত ৫ মিনিটের হাঁটা পথ।

৯| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৯

সাইবার অভিযত্রী বলেছেন: গারো হিল ভাই কলাবাগানের কাউর সাথে রিলেশন করেন !

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সাইবার ভাই@ ভাইরে আর কষ্ট দিয়েন না।

১০| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৪

গারো হিল বলেছেন: ক্যানরে ভাই ;) ;) ;) @সাইবার অভিযত্রী

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই আমার বাসা থেকে সব কিছু কাছে আমারে দেন একটা।

১১| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৬

হেডস্যার বলেছেন: :D :D

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১২| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গারো হিল বলেছেন: আমার বাসা হচ্ছে সোবাহানবাগে । খিলগায়ে একজনের সাথে আমার রিলেশন ছিলো । দেখা করতে যেতাম দুই ঘন্টা টাইম হাতে রেখে । তারপরও লেট হয়ে যেতো :( এভাবে লেইট লেইট লেইট......শেষ পর্যন্ত রিলেশন ব্রেকআপ


হাহাহাহাহাহাহহা! ভাইরে ভাই! হাস্তে হাস্তে পেট ব্যাথা হইয়া গেল!!!!!

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: গারো হিল @ ভাই একবারে আসল কথা বইলা দিছে। =p~

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @গারো হিলঃ আরে ভাই আপনাদের এলাকায় তো আমরা আগে প্রায় যেতাম। ঘরের কাছে কুয়া রেখে আপনি এত দুর কেন গেলেন??

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: গারো হিল ভাই কই পাইতেছি না কেন। ভাইকি লজ্জা পাইলো নাকি।

১৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৫

এ্যাপেলটন বলেছেন: .....সেই যে কলকাতার এক দাদা এদেশে বেড়াতে এসে যখনই মেয়েদের সাথে কথা বলতো তখনই চড়/ থাপ্পর খেতো ....কারন সে শুরুই করতো ... আপু আপনাদের ঢাকা জায়গাটা আমার ভিষন ভালো লাগে :) .....এখন আমার অবস্থা হইছে মেয়েদের মত :) ....

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: এ্যাপেলটন @ =p~ =p~ =p~ ভাই দারুন বলেছেন।

১৬| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১০

শহুরে কাউয়া বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( X( X( :(( :(( :(( :((

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আপা আপনাকেও মৌচাক মগবাজার ভ্রমনে স্বাগতম জানানো হল। =p~

১৭| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৯

ভ্রাম্যমাণ জলদস্যু বলেছেন: সেই দিন রিক্সা থেকে পরে জামা প্যান্ট সব নষ্ট হইসে । কিন্তু আমি কতিপক্ষকে ধন্যবাদ জানাই ঢাকার ভিতর এমন একটি পর্যটন স্পট বানানোর জন্য ।

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভ্রাম্যমাণ জলদস্যু ভাই আমারও একি অবস্থা। প্যান্ট ছিঁড়ে গেছে। ওই রাস্তায় প্যান্ট ছিঁড়া কেউ দেখলে মনে করবেন আমি। আম্মা বলে বাবা এটা পরিস না। আমি কই কিযে কউ এটাই এখন লেটেস্ট ফ্যাশন।

১৮| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২২

আনোয়ার কামাল বলেছেন: ভালো লিখেছেন।

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ কামাল ভাই।

১৯| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৪

শহুরে কাউয়া বলেছেন: :(( :(( :(( :(( :(( :((

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: :P :P

২০| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৩

টেকনিসিয়ান বলেছেন: সবুর করো ........ এসব জায়গায় শুধু Y ফাই নহে প্রয়োজনে A টু Z ফাই এর ব্যবস্থা করে জনগনের বোর কমানোর ব্যবস্থা করা হবে।

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: টেকনিসিয়ান ভাই আগে ভাই ধুলাবালি কমান।

২১| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৮

উড়োজাহাজ বলেছেন: সাথে একটু নুন নিয়ে যেতে বলে দিলে ভাল হয়। কারণ শুধু ধূলো-বালি খেতে ভাল লাগবে না। একটু নুন মিশিয়ে নিয়ে সু-স্বাদু হবে।

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: উড়োজাহাজ ভাই @ নেক্সট নিয়ে যাবো। মাথায় রাখলাম।

২২| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: হাহা। পর্যটন স্পট বলেই সারাদিন বসে থাকি, বাসের ভিতর ঘেমে ঘেমে

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: রিয়াদ ভাই আমি আমার অফিসের রুট পরিবর্তন করছি শুধু এটার কারনে। এখন সময় লাগে বেশী তাও লাগুক। আমি ভাই শান্তি চাই।

২৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১১

গারো হিল বলেছেন: @কাল্পনিক_ভালোবাসা

টাকলু নাকি বেলতলায় একবারই যায় । কলাবাগান এর মাইয়া দেখলি দৌড়ের উপর থাকি ;) কলাবাগান এক বন্ধুর বাসায় ২-৩দিন গেছি । তার বইন আমার নাম্বার তার ভাইয়ের মুপাইল থাইক্কা নিয়া ফোন দিতো !:#P আমি বুইঝালাইছি এইটাতো আমার বন্ধুর বইন...একদিন জিগাইলাম বইল্লা দিলো তার ভাইয়ের মুপাইল থাইক্কা নাম্বার নিয়া আমার লগে লাইন লাগাইছে :#) একদিন ফুন দিয়া কয় বাসা পুরা খালি তুমি ৫টা নিয়া চইল্লা আসো !:#P ঘামতে ঘামতে বল্লাম তুমি টেনশন নিয়ো না আমি চইল্লা আমু সময় মতো :#) একটু আগে আসলে সমস্যা :P বল্লো কোন সমস্যা নাই ভালা জিনিস আইন্নো ;) এক বন্ধুরে ফোন দিলাম কইথাইক্কা কেমনে কিনুম :-P সব বইল্লা দিলু....মাইয়ারে ফোন দিলাম কয় আমার এক বান্ধুবীও আইবো আরও বাড়ায়া নিয়া আইসো B-)) বলে ৮টা বা বেশি টাকা থাকলে ১০টা দিয়া আইসো :!> একটা নাম বল্লো খাইরুন না কি যেনো.. বল্লাম বুঝি না এইডা আবার কি...কয় ইয়াবার ছদ্দনাম :( :( :(


এর পর থেকে কলাবাগান নাম শুনলে আমার গলা কেমন শুকায় যায় :(

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: গারো হিল@ ভুলেও আর ওমুখো হবেন না। এর চেয়ে আমাদের মৌচাক আর মগবাজার অনেক ভালো।

২৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৫

গারো হিল বলেছেন: @লেখক

নারে ভাই আছি ;)

আফনে তো মিয়া আমার প্রতিবশী :)

লাগবো নাকি যার কথা উপরে বল্লাম :P

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: নারে ভাই একা একা বেশ ভালো আছি। বিপদ দিয়েন না মাথার উপর। =p~ =p~ =p~ =p~

২৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২১

গারো হিল বলেছেন: @কাল্পনিক_ভালোবাসা
আমার বাসার পাশেই ইয়া বিশাল ছাত্রী হোস্টেল ;) আশে পাশে আসতেন মনে হইতাছে :P

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: গারো হিল ভাই কি স্থানীয় নাকি।

২৬| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৩

গারো হিল বলেছেন: @লেখক

হ ভাইজান একলা থাকাই ভালো :) কোন ক্যাচাল নাই....শান্তি আর শান্তি :#)

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: অনেক শান্তি ভাই। শান্তিতে শান্তিতে ৩৫ টি বসন্ত পার করে দিলাম।

২৭| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৫

ইব্রাহীমলিজা বলেছেন: খুবই চমৎকার জায়গা X(( X(( X(( X(( X(( |-) |-) |-)

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ইব্রাহীমলিজা ভাই ভ্রমনের জন্য আমন্ত্রন রইলো।

২৮| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৭

গারো হিল বলেছেন: যাক একটা বিয়ে খাচ্ছি তাহলে !:#P এখন ভাইজান দুকলা হয়ে যান একলা থেকে :)

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: লেখক বলেছেন: গারো হিল ভাই দেখি আমারে বিপদের বুদ্ধি দেন। কি যে আরামে আছি। আহা একা একা অনেক আরাম।

২৯| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৬

গারো হিল বলেছেন: ভাবী খুজতে হইলে আওয়াজ দিয়েন :) পান্থপথেই আছে ;)

১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কন কি? আপনি মিয়া লোক খুব খারাপ। আমারে দোটানায় ফালাইয়া দিলেন। কি যে করি?

৩০| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
গারো হিল এর ব্যান চাই ! ;)

১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মুন ভাই কেমন আছেন।

৩১| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

হাসান মাহবুব বলেছেন: এত সুন্দর জায়গা, একবার গেলে আর সহজে ফিরে আসা যায় না! /:)

১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: খুব কঠিন জায়গা। একবার গেলে দ্বিতীয়বার যাইতে মন চায়না।

৩২| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

ইমরাজ কবির মুন বলেছেন:
সিংগেল আছি, আই মিন বেশ ভাল আছি ||

১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সিঙ্গেল আছেন অনেক ভালো আছেন ভাই। ঝামেলামুক্ত জীবন।

৩৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২০

সাদা মনের মানুষ বলেছেন: অভিজ্ঞতা আছে, তবে খুব বেশী না :-B

১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কামাল ভাই এর চেয়েও কঠিন অভিজ্ঞতা আছে। পরে একদিন দিবো।

৩৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

গারো হিল বলেছেন: @ইমরাজ কবির মুন

কি মিয়া আমার ব্যান চান কেরলাইগ্গা /:)
একটা ভাল কাজ করবার লাগছি আর আফনে মিয়া :#)

১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মুন ভাইয়ের জন্য একটা পাত্রি খুঁজেন।

৩৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

গারো হিল বলেছেন: দোটানায় ক্যান ;)

তাহলে বড় ভাই কাইলকা থন নাইম্মা পড়তাছি কিন্তু মাঠে !:#P

১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাইয়রে ভালো টেনশনে ফালাই দিলেন। টেনশন আর টেনশন।

৩৬| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
গত সপ্তাহেই এই সুন্দর জায়গায় ঘন্টা দুয়েক ছিলাম :)

১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় ভাই @ আমি ঐ পথে আর যাইনা। মতিঝিল ঘুরে যাই দেরি হয় অনেক তারপরও ভুলেও ঐ পথে সহজে ঢুকিনা।

৩৭| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

গারো হিল বলেছেন: টেনশন নাই ভাবী আসলে সব টেনশন ফকফকা হয়ে যাবে :#)

১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ৩৫ প্লাস বুড়োকে কে মেয়ে দিবে। আমি তো এখন আঙ্কেল টম।

৩৮| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমার এক ফ্রেন্ডের বাসা বনশ্রীতে। যেতে হলে শুক্রাবাদ থেকে পল্টন হয়ে যাই। আর হাটার ইচ্ছে থাকলে হাতিরঝিল হেঁটে যাই।
গত সপ্তাহে এক কাজে বিটিভির দিকে যেতে গিয়ে বুঝলাম, মৌচাক-মগবাজার পথ কি জিনিস! আর না।

১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমার বাসা পান্থপথে। আমার অফিস ও ওইদিকে , আমি মাঝে মাঝে পল্টন থেকে বন্ধু পরিবহন অথবা এলিফ্যান্ট রোড থেকে তরঙ্গ।

বাসা থেকে শুক্রাবাদ কাছে কিন্তু ল্যাব এইড আর সিটি কলেজের জ্যামের কারনে মাঝে মধ্যে কাওরানবাজার থেকে বাসে উঠি।

৩৯| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমি থাকি শুক্রাবাদ। বত্রিশের গোড়ায়। বেকার অবস্থায় কিছু জ্যামে পড়া, জ্যামে ঘুমানো ভালো :) এজন্য ল্যাব এইডের ঘুম টা মিস করি না।

১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমার শুক্রাবাদ মূলত যাওয়া হয় বাজারের জন্য। আমার বাসা পান্থপথে। ভাই বাসে সিরিয়াস ঘুম ধরে বাট বাসায় আর অফিসে নেট থেকে উঠতে মন চায়না।

৪০| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: আমার বাসা এই দুইটি বিখ্যাত টুরিষ্ট স্পটের কাছেই। ঈদের সময় ৫/১০ মিনিট আর অন্য সময়ের কথাতো আপনিই বলে দিলেন।।
কিন্তু যাদের মনোযোগ দেবার কথা তারা কি বুঝবেন?? :-P :-P

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই আগে এতোটা জ্যাম ছিলোনা। ফ্ল্যাই ওভার বানানোর জন্য সমস্যা হচ্ছে এমনি রাস্তা ছোট। এছাড়া রাস্তা ভেঙে গেছে, যাতায়তে প্রচণ্ড অসুবিধা হয়। আর এপার থেকে ওপার যেতে ২ কি ৩ ঘণ্টা সময় লাগে।

ফ্লাই ওভারের কাজ শেষ হয়ে গেলো আশা করি ঠিক হয়ে যাবে। তবে কাজ তাড়াতাড়ি শেষ করা দরকার।

৪১| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০১

রহমান সাম্য বলেছেন: ভাই.।.।.।। দুঃখের কথাটা বলেই দিলেন। প্রতিদিন এই পথ দিয়ে ক্যাম্পাসে যেতে হয় X(( X(( :-< |-) :(( :((

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: রহমান ভাই ইস্ট ওয়েস্ট নাকি না স্ট্যামফোর্ড?

৪২| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: =p~ =p~ =p~

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৪৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৪

মামুন রশিদ বলেছেন: দাগায়া রাখলাম! নেক্সট ঢাকা গেলে আগে এই স্পটে ট্যুর রাখমু । চান্দে যাওয়ার হ্যাপা এখানে সেরে নিতে চাই ;)

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই জীবন বীমা করাইতে ভুইলেন না কিন্তু?

৪৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২

ইমরাজ কবির মুন বলেছেন:
গারো হিল @ Daddy, Daddy CooL ! |-)

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: না গারো ভাই ভালো মানুষ।

৪৫| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৯

গারো হিল বলেছেন: ভাই দেখেন তো মুন ভাই আমারে কি যেনো আলায় বালাায় বলে :(( :(( :((

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মুন ভাইকে একটা প্রেমের ব্যাবস্থা করে দেন। সব ঠিক হয়ে যাবে।

৪৬| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :P :P

১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: =p~ =p~ =p~ কয়েকদিন পর কেউ পাপ করলে তার শাস্তি হবে যে তুই মৌচাক মগবাজার থেকে ঘুরে আস।

৪৭| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৩

নীল আকাশ ২০১৩ বলেছেন: আপনার যাতায়াত যদি পান্থপথ আর রামপুরার মধ্যে হয়, কোন দুঃখে আপনি মতিঝিল হয়ে যান, বুঝতে পারলাম না। সেনাবাহিনী দিয়ে এত পয়সা খরচ করে হাতিরঝিল প্রজেক্ট তাহলে কোন কাজে আসল?

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ওরে আমার নীল আকাশ ভাই দাঁড়ান বেবাক কথা আপনারে কইতাছি
প্রথমত হাতিরঝিল দিয়ে গেলে গাড়ি অথবা সিনজি লাগবে এই টাকা দিবে কে অনেকসময় রিক্সা ও চলতে দেয়না। আর চললেও অনেক ভাড়া আমার জায়গামত যেতে যেতে ১০০ টাকার উপর খরচ পড়বে। আমি কাওরানবাজার থেকে বাসে উঠি পল্টন, পল্টন থেকে রামপুরা, রামপুরা থেকে বনশ্রী। আমার সর্বমোট খরচ হয় আপনার ২৩ টাকা। আর সময় ও অনেক কম লাগে এবার বলেন ভাই কোন অপশন আমার জন্য বেটার। গাড়ি থাকলে আমি হাতিরঝিলের উপর দিয়েই যেতাম।

৪৮| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৭

জমরাজ বলেছেন: :D B-) :-B

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: জমরাজ ভাই আমার উপর নজর দিয়েন না। =p~

৪৯| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৮

অগ্নিপাখি বলেছেন: ভাই গতকালই ওইখানে কাজ ছিল। বাসায় আসতে গিয়ে জান প্রায় বের হয় হয় অবস্থা।
সেই দুঃসহ স্মৃতি আর মনে করায়েন না ভাই।
:( :( :( :(

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: অগ্নিপাখি ভাই ঢাকা শহরের মধ্যে মিনি নরক বলতে পারেন আপনি ঐ জায়গাটিকে।

৫০| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৭

সুমন জেবা বলেছেন: ভাই ..আমার বাসা মগবাজার ওয়ারলেস এ ছিল,গত ২৮ তারিখ শ্যামলি আসছি ।
নিজের জন্য না ভাই-
বেগম সাহেবার লাইগা..কারন ওর অফিস আগ্ঁার'গঁা ।
প্্রতিদিন এই চন্দ্র অভিযান শেষে অফিস থাইকা ফেরার পর ঘড় গরম কইরা রাখত ..

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সুমন জেবা ভাই @ ওয়ারলেস তো আরো ভয়ানক জায়গা এক দিকের রাস্তায় স্কুলের জ্যাম উল্টা দিকে আবার মগবাজার রেল গেটের রাস্তায় ঢোকার জ্যাম। শ্যামলী ভাই অনেক শান্তির জায়গা। ভালো জায়গাতে বাসা নিয়েছেন।

৫১| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩০

সুমন জেবা বলেছেন: @ দেওয়ান ভাই_
দোয়া করবেন ..

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সবসময়, যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভাই।

৫২| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০১

হামিদ আহসান বলেছেন: আমি আইতাছি পরিদর্শনে। এম্বুলেন্স রেডি রাইখেন

১৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আরে হামিদ ভাই আশেপাশে অনে হাঁসপাতাল আছে সমস্যা নাই। আপনি আইসা পরেন।

৫৩| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৭

আমি ইহতিব বলেছেন: গত শুক্রবারে Celebration এ একটা দাওয়াত খেতে গিয়েছিলাম। বাসায় আসর পর দেখি খুব সুন্দর করে ধুলার ফাউন্ডেশন পড়ে আছে সারা গায়ে :(

এই যন্ত্রণা যে কবে শেষ হবে !!!

১৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমি ইহতিব @ আমাকে প্রতিদিন হাঁড়িপাতিল ধোঁয়ার জন্য একটা জিনিষ বিক্রি করেনা। ঐটা দিয়ে গা ঢলতে হয়।

৫৪| ১৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৯

নাবিক মানব বলেছেন: চাকরী করার সুবাদে অনেক দিন এই টুরিস্ট স্পট দিয়ে বাসায় ফিরতাম, মাঝে মাঝে বাস থেকে নেমে হেটে বাসায় চলে গিয়েছি বিরক্ত হয়ে।

১৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: নাবিক মানব ভাই আমিও হেঁটে চলে যাই। তবে এখন রুট পরিবর্তন করে ফেলেছি।

৫৫| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৬

হিলিয়াম এইচই বলেছেন: হিহিহি!!!! আমি প্রতিদিনই মগবাজার যাই। নিজেকে সুপার ম্যান মনে হয়!!!

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হিলিয়াম ভাই@ আজকে বাধ্য হয়ে রাত্রে আসা। কপাল ভালো বলতে হবে কোন জ্যাম ছিলো না।

৫৬| ১৮ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:২১

বিদ্রোহী বাঙালি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌। এই জায়গায় বহুত বার ট্যুর ইতিমধ্যেই সম্পন্ন করে ফেলেছি। নেক্সট স্পটের নাম বইলা ফালান রথি। :P
ভারী মজা পেলাম আপনার পোস্ট পড়ে। অনেক অভিজ্ঞতা আছে এই জায়গার ওপর। সে সব আর এখন না বলাই ভালো।

১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বিদ্রোহী বাঙালী ভাই @ নেক্সট স্পট আছে এখখান তাও ১৫ বছর আগের কাহিনী। ঐ রাস্তা এখন ঠিক হয়ে হাইওয়ে হয়ে গেছে। তবে আমরা যেসমর ঐ রাস্তায় গিয়েছিলাম মনে পড়লে এখনো শরীর ব্যাথা করে।

৫৭| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪

ক্ষুদ্রছাপ বলেছেন: ব্যাপুক বিনুদুন ফাইসি পুস্ট আর খমেন্ট দুইডাতেই.... আর ঠ্যুর ও দিয়ালছি.........

১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: জনাব অবশেষে আপনার পদধূলি পরিলো। ধন্যবাদ আপনাকে।

৫৮| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৯

কাল্পনিক আমি বলেছেন: মগবাজার বলেন আর মৌচাক বলেন এটা কোন দিন ঠিক হবে বলে মনে হয় না। আমি কাড় সাথে মগবাজার বা মৌচাক এ দেখা করার কথা থাকলে আমি তাকে কাওরান বাজার আসতে বলি। আমার যেতে ইচ্ছা করে না।
ধন্যবাদ আপনার এই সুন্দর লেখার জন্য।

০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কাল্পনিক ভাই আমার কিছু আত্মীয়র বাসা ঐদিকে। আমি এই ভঙ্গুর রাস্তার কারনে তাদের ঐখানে যাওয়া বন্ধ করে দিয়েছি।

আর সবচেয়ে বড় কথা এইযে যে প্রতিষ্ঠান গুলা এই কাজের দায়িত্ব নিয়েছিলো তারা কিন্তু নির্দিষ্ট সময়ের পরেও তাদের দেওয়া কাজ শেষ করে উঠতে পারেনি। এরকম আনাড়ি প্রতিষ্ঠানকে কেন কাজ দেওয়া হয় না বুজতে পারিনা। এদের কে জরিমানা করা উচিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.