![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
১ বিটলস
ইংলিশ রক ব্যান্ড বিটলস প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে ইংল্যান্ডের লিভারপুলে। তাদের দলের সদস্যরা হল জন লেনন, পল ম্যাককার্টনি, রিঙ্গো স্টার এবং জর্জ হ্যারিসন। তাদের প্রথম অ্যালবাম বের হয় ১৯৬২ সালে এবং ১৯৭০ সালে তাদের দল ভেঙে যায়। ধারনা করা হয় এ পর্যন্ত তাদের ৬০০ মিলিয়নের উপর রেকর্ড বিক্রি হয়েছে।
২ এলভিস প্রিসলি
এলভিস অ্যারন প্রিসলি সারা পৃথিবীতে যার পরিচয় দ্য কিং অফ রক এন রোল নামেই। জন্ম ১৯৩৫ সালে এবং মৃত্যু ১৯৭৭ সালে। তিনি মূলত রক, পপ, ব্লুস, কান্ট্রি ধরনের গান করতেন। ধারনা করা হয় তার বিক্রিত রেকর্ডের সংখ্যা ৬০০ থেকে ৫০০ মিলিয়নের মধ্যে।
৩ মাইকেল জ্যাকসন
মাইকেল জোসেফ জ্যাকসন সংক্ষেপে মাইকেল জ্যাকসন। বলা হয়ে থাকে সর্বকালের সেরা আর্টিস্ট সেরা পারফর্মার। তার মতো এতো ব্যাপক বিশাল জনপ্রিয়তা আজ পর্যন্ত কোন শিল্পী অর্জন করতে পারেনি। তাকে ভূষিত করা হয় কিং অফ পপ নামে। জন্ম ১৯৫৮ সনে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং মৃত্যু ২০০৯ সনে। ছোটবেলা থেকেই প্রতিভার অধিকারী ছিলেন, তারা ভাই বোন মিলে একটি ব্যান্ড দল গঠন করেছিলেন যার নাম ছিল "জ্যাকসন ফাইভ"। ধারনা করা হয়ে থাকে তার বিক্রীত রেকর্ডের সংখ্যা ৪০০ থেকে ৩৫০ মিলিয়নের মধ্যে।
৪ ম্যাডোনা
আমেরিকান সিঙ্গার, অভিনেত্রী, ব্যাবসায়ী। জন্ম ১৯৫৮ সালে আমেরিকার মিশিগানে। গায়িকা হিসাবে যেমন সফল তেমন অনেক বিতর্কেরও সৃষ্টিকারী তিনি। তিনি মূলত ড্যান্স, ইলেকট্রনিক,পপ ঘরানার গান করে থাকেন। তার বিক্রীত রেকর্ডের পরিমান ধারনা করা হয়ে থাকে ৩০০ থেকে ২৭৫ মিলিয়নের মধ্যে।
৫ এলটন জন
ইংলিশ সিঙ্গার, সং রাইটার, কম্পোজার এলটন জনের জন্ম ১৯৪৭ সালে ইংল্যান্ডে। তিনি মূলত রক, গ্লাম রক, সফট রক টাইপের গান করে থাকেন। তার বিক্রীত রেকর্ডের সংখ্যা ৩০০ থেকে ২৫০ মিলিয়নের মধ্যে।
৬ লেড জেপেলীন
লেড জেপেলীন পৃথিবীর সেরা দলগুলোর একটি। তারা মূলত ইংলিশ ব্যান্ড। অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া একটি দল। দলটির সৃষ্টি হয়েছিলো ১৯৬৮ সালে এবং ১৯৮০ সালে তা ভেঙে যায়। এরপরেও তারা কয়েকবার রিইউনিয়ন করেছে। লেড জেপেলীন মূলত হার্ড রক, হেভী মেটাল টাইপের গান করতো। ধারনা করা হয় তাদের বিক্রীত রেকর্ডের সংখ্যা ৩০০ থেকে ২০০ মিলিয়নের মধ্যে।
৭ পিংক ফ্লয়েড
ব্রিটিশ এই দলটির সৃষ্টি ১৯৬৫ তে এবং তা ভেঙে যায় ১৯৯৫ তে। আমার প্রিয় ব্যান্ড দলগুলোর মধ্যে একটি। তারা হয় মুলত প্রোগ্রেসিভ বা সাইকোডেলিক রক ঘরানার গান করে থাকেন। তাদের দলে আছে পৃথিবী বিখ্যাত অনেক শিল্পী এবং অন্যান্য দল এবং গানের চেয়ে তারা আলাদা ধাঁচের গান গেয়ে থাকেন। ২০০৫ দলটির একবার রিইউনিয়ন হয়েছিলো। ধারনা করা হয় তাদের বিক্রত রেকর্ডের সংখ্যা ২৫০ থেকে ২০০ মিলিয়নের মধ্যে।
৮ মারিয়া ক্যারি
আমেরিকান এই শিল্পীর জন্ম ১৯৬৯ কি ১৯৭০ হবে। তিনি একাধারে গায়িকা, অভিনেত্রী। তিনি মূলত হিপ হোপ, পপ, সোল এই ঘরানার গান গেয়ে থাকেন। ১৯৮৮ সালে তিনি সঙ্গীত জগতে পদার্পণ করেন এবং এখনো সুনামের সহিত গান গেয়ে যাচ্ছেন। ধারনা করা হয় তার এ পর্যন্ত ২০০ থেকে ১৭৫ মিলিয়ন মধ্যে রেকর্ড বিক্রি হয়েছে।
৯ সেলিন ডিওন
ক্যানাডিয়ান সিঙ্গার সেলিন ডিওন এর কথা মনে পড়লে আমাদের টাইটানিক এর সেই বিখ্যাত গানটি মনে পরে যায়। এই শিল্পীর জন্ম ১৯৬৮ সালের ক্যানাডার কুইবেক এ। তার মিষ্টি এবং অসম্ভব শক্তিশালী ভোকালের জন্য তিনি পৃথিবী বিখ্যাত। তিনি ১৯৮০ সাল থেকে পপ, ড্যান্স, রক, অ্যাডাল্ট কনটেম্পোরারি ঘরানার গান গেয়ে থাকেন। তার বিক্রীত রেকর্ডের সংখ্যা ২০০ থেকে ১৭৫ মিলিয়নের মধ্যে।
১০ হুইটনি হাউস্টন
হুইটনি হাউস্টন আমেরিকান এই প্রতিভাবান শিল্পীর জন্ম ১৯৬৩ সনে এবং মৃত্যু ২০১২ সনে। তিনি সঙ্গিতের জগতে পদার্পণ করেন ১৯৭৭ সনে। তিনি মূলত রিদম এন্ড ব্লুস, পপ, সোল ঘরানার শিল্পী ছিলেন। ধারনা করা হয় তার বিক্রীত রেকর্ডের সংখ্যা ২০০ থেকে ১৭০ মিলিয়নের মধ্যে।
১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় নাম আছে ভাই @ আমি। সবার উপরে নাম থাকবেতো তাই ইচ্ছা করে নাম দেয়নি আমারটা। আমি নিজেকে এতো প্রচার করা পছন্দ করিনা ভাই। আড়ালে , নিবৃতে থাকতে পছন্দ করি। আমার সর্বমোট বিক্রীত রেকর্ডের সংখ্যা ২ বিলিয়ন। কাউকে বইলেন না প্লিজ।
২| ১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: নিজের ঢোল নিজের পিটাইতে হয়।
আপনার বিক্রিত রেকর্ড নিয়া একটা ব্যাফুক পোস্ট দিতে হবে।
১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৯
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হতেও পারে ভাই কারন তার গান গ্রাম গঞ্জে প্রত্যান্ত অঞ্চলে অনেক চলে। ইত্যাদি তে আসার আগে তার গানের অনেক রেকর্ড বের হয়েছিলো। ইত্যাদিতে আসার পর সে লাইম লাইটে আসলো। আমার মনে হয় হিসেব করলে তারও অনেক রেকর্ড বিক্রি হয়ে থাকতে পারে। কিছু মনে করবেন না ভাই। আমি কোন দলীয় দৃষ্টিকোণ থেকে বলছি না। শুধু নিজস্ব মতামত ব্যাক্ত করলাম।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মমতাজ খালার নাম নাই দেইখ্যা হতাশ হইছি।
কেননা উনি সর্বাধিক এ্যালবাম ও গান গাওয়ার রেকর্ড উনার দখলে।
১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪১
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: রঙ্গ ভাই অনেক কিছু সংরক্ষণ করতে হয়। আমাদের দেশের অনেক কিছু হারিয়ে গেছে। যেমন ছবি বলেন গান বলেন।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: কয়েকজন তালিকায় থাকার জন্য যোগ্য, বাকিরা সময়ের স্রোতে হারিয়ে যাবে।
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৭
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: প্রোফেসর শঙ্কু ভাই @ দিনে দিনে লোক বাড়বে শিল্পীও বারতে থাকবে। এমন ও সময় আসবে সামনে দেখা যাবে এক শিল্পীর প্রথম অ্যালবামই ৫০০ মিলিয়ন কপি বিক্রি হয়ে গেছে। হয়তো তখন পৃথিবীর জনসংখ্যা থাকবে ৫০০০ কোটি। কোন কিছু অসম্ভব নহে ভ্রাতা। আমাদের দেহ তখন মাটির সাথে মিলিয়ে যাবে। হারিয়ে যাবো আমরা। অতীত থেকে আরো অতীতে।
৫| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ।
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৭
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কান্ডারি অথর্ব @ ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বাংলাদেশী কেউ নাই?
সুন্দর পোস্ট।