নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

সমাবর্তন

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৯

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন

আমার পকেট থেকে ৩০টি হাজার টাকা কর্তন

বাড়ছে আফসোস

এখনো হচ্ছেনা বিশ্বাস

ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস

দীর্ঘায়িত হচ্ছে নিঃশ্বাস।



ধার করে করা সমাবর্তন

কি করে করবো শোধ

পাওনাদারের টাকা

এই চিন্তায় আসছে না ঘুম

ঘূর্ণায়মান মস্তিস্কের চাকা।



সামনে মাসে দিতে হবে শোধ

সম্পূর্ণ টাকা

নাহলে সম্পর্ক থাকিবেনা

বলে দিয়েছেন আপন কাকা।



সম্পর্কের চেয়ে অর্থ বড়

আবারো হল প্রমান।

যেভাবে হোক দিতে হবে টাকা

বাচাতে হবে সন্মান।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৫

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ এটা একটা সুন্দর ক্ষুদ্র কবিতা।

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই আর একটু বড় করছি দেখেনতো কেমন হইছে।

২| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৩

এহসান সাবির বলেছেন: কবিতায় একদম বাস্তব কথা লিখেছেন

অটঃ

১ম ছবির লাল দাগ, উনার ব্লগে কিভাবে ঢুকবেন, ২য় ছবিতে আপনাদের মধ্যখানে উনিই হলেন ১ম ছবির লাল দাগ ওরফে ভুত।



২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ইয়েস ডিয়ার ব্রাদার। এখন বুজতে পারছি। ধন্যবাদ। প্রথমে একটু আউলিয়ে গিয়েছিলাম। নাউ আই গট ইট।

৩| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৭

এহসান সাবির বলেছেন: ভুত আপনাকে অনুসরন করেছে ;)

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সাবির ভাই উনার প্রোফাইলে ঢুকলাম। কিছু নাই , তবে উনি সামুর প্রথম থেকে। হয়তো এডমিন হবেন।

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভূতে ধরলে লাভ নাই, আপনি ওঝা আছেন না। ভুত না নামাইয়া দিলে আপনারেও ধরবো।

৪| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো হয়েছে :)

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: তনিমা আপা এতদিন কই আছিলেন।

৫| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১৩

খেলাঘর বলেছেন:


প্রাইভেট ইউনিভার্সিটি চলতে দেয়া ঠিক নয়।

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাইডি, প্রতিবছর এতো পোলাপাইন পাশ করে। যদি প্রাইভেট ইউনিভার্সিটি না থাকে তাইলে এরা পড়াশুনা কই করবো তাইলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.