![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
অরণ্যর হলুদ রঙ কি
গত বছরেরটাই?
আর অদম্য সমুদ্র-পাখিগুলোর একই কালো ঝাঁক
কি ওড়ে বার বার?
আর যেখানে স্থানের শেষ
সেটাই কি মৃত্যু নাকি অনন্ত?
বেষ্টনীর উপর কিসের ভার বেশি
বিষণ্ণতা নাকি স্মৃতি-সম্ভারের?
সংগ্রহীত
পাবলো নেরুদা (প্রশ্নপুস্তক)
২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৬
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: খুঁজে পাচ্ছিনা একটু সাহায্য করবেন
২| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫১
উদদিন বলেছেন: আমার ধারনা "স্মৃতি" !
৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৮
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হতে পারে
৩| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অরণ্যর হলুদ রঙ গত বছরেরটাই। আর অদম্য সমুদ্র-পাখিগুলোর একই কালো বার বার ওড়ে। আর যেখানে স্থানের শেষ সেটাই মৃত্যু, যার নাম অনন্ত। বেষ্টনীর উপর বিষণ্ণতার ভার খুব বেশি, কিন্তু স্মৃতি-সম্ভারের ভার তার চেয়েও অনেক বেশি?
নেরুদা হয়তো এভাবেই ভেবেছিলেন।
৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৭
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই নেরুদার তুলনা শুধু নেরুদাই।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫০
অন্ধবিন্দু বলেছেন:
নেরুদা সাহেব পরাবাস্তববাদ কষতেন দারুণ !
তাঁর ভাবনায় অভিব্যঞ্জিত হতেই হয় ...
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৮
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: নেরুদা নেরুদা হৃদয়ে অন্তরে সবখানে।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০১
আরজু মুন জারিন বলেছেন: আর অদম্য সমুদ্র-পাখিগুলোর একই কালো ঝাঁক
কি ওড়ে বার বার?
আর যেখানে স্থানের শেষ
সেটাই কি মৃত্যু নাকি অনন্ত?...
/এতদিন/কোথায়//ছিলেন/
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৬
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আপু একটু ব্যাস্ত ছিলাম। তাই বেশী একটা আসা হয় নাই। আর ব্লগ গুলাতেও লগইন করিনি। আপনার খবর কি?
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৩
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ তনিমা আপনাকেও। আমি শুধু নেরুদার বই থেকে কপি করে তুলে দিয়েছি মাত্র। সব ধন্যবাদ নেরুদার জন্য। ভালো থাকবেন।
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
নেরুদা বেশ লাগলো। অনেকদিন পর নেরুদা পড়লাম।
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৪
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: দুর্জয় ভাই@ বইটা এবার বইমেলা থেকে কিনেছিলাম।
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৮
হরিণা-১৯৭১ বলেছেন:
এ ধরণের কয়েক পংক্তি কোন ধারণা দেয় না।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ঠিক
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১২
এমএম মিন্টু বলেছেন: দারুন লাগলো +
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৬
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আপনার ভাললাগা নেরুদার কাছে পৌঁছে দিলাম।
১০| ০৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২২
একলা ফড়িং বলেছেন: ভালো লাগল! শেয়ার জন্য থ্যাঙ্কস।
ঈদ মোবারক
০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৪
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আপনাকেও ধন্যবান।এত কষ্ট করে পড়ার ও কমেন্ট করার জন্য। ভালো থাকবেন। ঈদ মোবারাক।
১১| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫২
খেলাঘর বলেছেন:
এমন সব কবিতার জন্য উনি প্রসিদ্ধ?
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৫
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হ্যাঁ খেলাঘর ভাই।
কেমন আছেন আপনি?
১২| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
কেমন আছেন ভাইডি ?
০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভালো আছিরে ভাই চলে যাচ্ছে দিন কোনমতে। আপনি কেমন আছেন।
সরি ভাই আপনার এই মেসেজের নোটিফিকেশন আমি পাই নাই। আজকে চেক করে দেখলাম অদেখা মন্তব্যর মধ্যে আরো চারটা মেসেজ আছে। কিছু মনে কইরেন না।
১৩| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আরে ধুর ভাইডি !!!
০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৬
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: দিনকাল কেমন যাচ্ছে ভাইজান।
১৪| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৪২
আরজু মুন জারিন বলেছেন: রথী ভাই কি খবর ?
১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মুন আপু বেঁচে আছি। আপনার খবর কি?
১৫| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০
আমি ময়ূরাক্ষী বলেছেন: খুব ভালো লাগলো।
১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনি।
১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭
এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে রথি ভাই
শুভেচ্ছা নেবেন।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৮
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কাশেম ভাই কেমন আছেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৮
আরজু পনি বলেছেন:
প্রশ্নগুলোতেই উত্তর আছে...