নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

কে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করেছে। জানতে হলে কি করবেন?

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৫০

সর্বপ্রথম মজিলা বাদে আপনি গুগল ক্রম অথবা ইন্টারনেট এক্সপ্লোরার এ গিয়ে গিয়ে আপনার ফেসবুক পেজ ওপেন করুন।

- তারপর আপনার ফেসবুক পেইজের বাম দিকে মাউস রেখে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স এ যান।



- ভিউ পেজ সোর্স এ যাওয়ার পর এরকম কোড লেখা একটা পেজ আসবে



- এরপর আপনি কিবোর্ড এ থেকে কন্ট্রোল প্লাস এফ বাটনে ক্লিক করুন। দেখবেন একটা বক্সের মতন চলে এসেছে। আপনি বক্সের মধ্যে InitialChatFriendsList এই কি ওয়ার্ডটি লিখুন



- লেখার পর দেখবেন পেইজ এর নিচে চলে এসেছেন এবং InitialChatFriendsList এর পাশে লিস্ট এর সাথে অনেক নাম্বার শো করছে। এই নাম্বারগুলা হল ফেসবুকের এক একটা ইউজার আইডি । সর্বপ্রথম যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি হল আপনার প্রোফাইল সবচেয়ে বেশী ভিজিট করেছে। আর একটা জিনিশ মনে রাখতে হবে নাম্বার কপি করার সময় নাম্বারের পাশে থাকা -১, -২, -৩, -৪ এই সংখ্যাগুলো কপি করবেন না।



- এখন ফেইসবুক ডট কম লিখে পাশে স্লাশ দিয়ে নাম্বারটি বসিয়ে ইন্টার বাটনে চাপ দিন দেখতে পাবেন কে আপনার প্রোফাইল ভিজিট করেছে।





ধন্যবাদ।



মন্তব্য ৫৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:১৩

মাহমুদ০০৭ বলেছেন: বাহ ! চমৎকার । প্রিয়তে ।

ভাল থাকবেন ।

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:২৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই।

২| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:১৬

অপু তানভীর বলেছেন: কে বেশি বার ভিজিট করেছে নাকি সম্প্রতি কে কে ভিজিট করেছে ??

কারন পরীক্ষা করে দেখলাম । তিন নাম্বারে যার নাম আসে সে কোন ভাবেই ভাবেই আমার প্রোফাইল ভিজিট করে না । সে সম্ভবত আজকেই আমাকে চিনতো কিনা সন্দেহ আছে !

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:২৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ব্রাদার আমি যে ভিডিউ টা দেখলাম। ওইখানে সবচেয়ে বেশির কথা বলছে। যাহোক কালকে সকালে আর একবার দেখবো। ভুল হলে এডিট করে নিব। ধন্যবাদ

৩| ২১ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭

হেল্পফুল হাব বলেছেন: যারা বেশি বেশি ভিজিট করেছে তাদের নয়, এই পদ্ধতির মাধ্যমে সর্বশেষ যারা যারা আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করেছে শুধু তাদের নামগুলো দেখাবে।
সূত্রঃ এই একই পদ্ধতি এখানেও দেওয়া আছে। বর্ণনার ক্ষেত্রে সামান্য ভিন্ন হলেও কাজ একই।

২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমি যে লিংকটা দেখেছিলাম ওইখানে যারা বেশি ভিজিট করেছে তাদের কথা বলা হয়েছে। কিন্তু এই পোস্ট দেওয়ার পর আপনি সহ কিছু ব্লগার ভাই আপনার কথাই বলছেন। তাই হেডিং পরিবর্তন করে দিলাম।

ধন্যবাদ ভ্রাতা।

৪| ২১ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০০

শায়মা বলেছেন: যার ইচ্ছা সে ভিজিট করুক এত কষ্ট করার কি দরকার ভাইয়া!!! :P

২১ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বোন আমরা তো সব এখন ফেবু কেন্দ্রিক হয়ে গেছি। আজকাল দেশের বড় বড় পত্রিকা গুলা ফেবু নিয়ে হরহামেশা নিউজ দিচ্ছে তাই আমিও একটা দেওয়ার দিয়ে দিলাম।

ধন্যবাদ।

৫| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০০

 বলেছেন: ++++++

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:৪৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধন্যবাদ।

২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আপনাকেও।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

ঢাকাবাসী বলেছেন: ভাল জিনিস শেখানোর জন্য অনেক ধন্যবাদ।

২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ঢাকাবাসী ভাই কেমন আছেন।

৮| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৫

খেলাঘর বলেছেন:



আমার ফেইসবুক নেই, জানার সমস্যাও নেই

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: খেলাঘর ভাই একটা ফেসবুক আইডি কইরা ফালান। মাগার ছবি দিয়েন না।

৯| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৬

আবু শাকিল বলেছেন: ট্রাই মাইরা দেক্তাছি...

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: শাকিল ভাই কাম হইছে। দেখতে পারছেন।

১০| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২২

তুষার কাব্য বলেছেন: ভাল জিনিস :D

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: চেক কইরা দেখেন ভাই কাম হয় নাকি। :D

১১| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩২

এনামুল রেজা বলেছেন: বাহ, মজার তো! :)

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: পরীক্ষা করে দেখেছেন রেজা ভাই।

১২| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯

এনামুল রেজা বলেছেন: করেছি, দুপুরের দিকেই.. বিন্দাস কাজ হয় কামরুল ভাই... :)

২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ ভ্রাতা :D

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩১

খেলাঘর বলেছেন:

আমার ফেইস বুক নেই; ফেইস বুকে মানুষ কি লেখে?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: খেলাঘর ভাই একটা ফেসবুক আইডি করে ফেলেন।

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫০

খেলাঘর বলেছেন:


আজও ফেইসবুকে যাওয়া হলো না।

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ফেসবুক মানেই সময়ের অপচয়। শিক্ষণীয় কিছু নেই শুধু ভাঁড়ামি আর ভাঁড়ামি। ব্লগ এর চেয়ে হাজারগুণ ভালো। এখানে অনেক কিছু জানা যায় শেখা যায়। আর আমিও আস্তে আস্তে ফেসবুকে যাওয়া অফ করে দিচ্ছি।

ধন্যবাদ খেলাঘর ভাই আপনার কমেন্টের জন্য।

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১১

সচেতনহ্যাপী বলেছেন: কামরূল ভাই, এতদিন দেশে থাকার জন্য আপনার লেখাটি অগোচরে পড়ে ছিল।। আজ পড়ে জানলাম অনেক কিছুই।। ধন্যবাদ।।

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই কেমন আছেন। অনেকদিন পরে আপনাকে পেলাম। দেশে আছেন না আবার বাহিরে চলে গেছেন।

১৬| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩১

সচেতনহ্যাপী বলেছেন: @কামরূল ৫০দিন র আবার যান্ত্রিক জীবনে।। কেমন আছেন, ভাল তো?? শুভ-কামনা প্রতিনিয়ত আপনার প্রতি।। ব্লগে আমার শুভাকাংক্ষীদে(বোধহয় বানান ভুল) মাঝে আপনিও একটা বিশেষ আসনে আসীন।।

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ হ্যাপি ভাই।

১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২৯

আকিব আরিয়ান বলেছেন: চেক করে দেখলাম, প্রথম বারো জনের মাঝে মেয়ের সংখ্যাই অধিক :-P :-P

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: খুব ভাগ্যবান লোক বলতে হবে আপনাকে। :D

১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

শায়মা বলেছেন: ভাইয়া

আমার চ্যাটবক্স টার্ন অফ থাকলেও কেউ কেউ দেখতে পায় আমি অনলাইন। সেই কেউ কেউকে কি করে চোখে ধুলা বা মরিচগুড়া ছুড়ে মারবো ??? প্লিজ জানা থাকলে বলে দাও ভাইয়ামনি।


আরে বাবা আমি টার্ন অফ মানে কথা বলতে চাইনা তবুও যদি ..........:(:(:(

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আপুমনি আমার অনেক বন্ধু আছে যারা সবসময় ফেসবুকে থাকলেও তাদের চ্যাট অপশন টার্ন অফ করা থাকে। কিন্তু আমিতো জানি আমার এই বন্ধুগুলা সবসময় অনলাইনে থাকে তাই তাদের চ্যাটবক্স টার্ন অফ থাকা সত্ত্বেও আমি তাদেরকে মেসেজ দেই। :D

১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম। সময় মতো ট্রাই মারুম। অনেক দিন হল আপনার পোস্ট ভিজিট করা হয় না। শায়মার জন্যা আজ ভিজিট করা হল। কারণ সে আমার আগে এই পোষ্টে মন্তব্য করেছিল। তাই দেখে আমারও পোস্টটাতে ঢুঁ মারতে ইচ্ছা করলো। :P

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বিদ্রোহী বাঙালী ভ্রাতা কেমন আছেন। অনেকদিন পর আপানাকে দেখলাম।

২০| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮

শায়মা বলেছেন: হা হা বিদ্রোহী বাঙ্গালী ভাইয়া।

বাট আমি যেটা বললাম, আমি যখন চ্যাটবক্স টার্ন অফ রাখবো তখন কেউ যেন বলতে না পারে আমি অনলাইন এটা কি করে করবো????????



বলো এটা।:(

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আচ্ছা আপনি যখন অফলাইনে থাকেন। কেউ আপনাকে মেসেজ দিলে আপনি কি ওই চ্যাট বক্সের উপর ক্লিক করেন? তাহলে কিন্তু অপরপাশের মেসেজদাতা কিন্তু বুঝে যাবে আপনি অনলাইনে আছেন।

২১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৪

শায়মা বলেছেন: না দিলেও বুঝে যায় ভাইয়ামনি!!!!!!!!!!!! :(( :(( :(( :(( :((

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আপুমনি ফেসবুক ব্যাবহার করা বন্ধ করে দাও আর কেউ জালাবেনা। B-)

২২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪০

শায়মা বলেছেন: ঠিক বলেছো!!!!!!!!!! :) :) :)

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ইহা অতি উত্তম কাজ।

২৩| ১১ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১২

প্রামানিক বলেছেন: চমৎকার পোষ্ট। ধন্যবাদ

১১ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ ভাই

২৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৬

ভ্রমরের ডানা বলেছেন: এই পোষ্টের জন্য লাইক, কমেন্ট, প্রিয় সব হবে আরও কিছু হলে ভাল হত। ভাই একটা কফি আপনার পাওনা রইল। খুব ভাল লেগেছে :D

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ ভাই। তবে এখন কাজ করে কিনা তা নিয়ে সন্দেহ আছে।

২৫| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৩

তপ্ত সীসা বলেছেন: ও

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হুম :P

২৬| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ++

২৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

ডিবি আবদুর রহমান বলেছেন: খুব ভালো লাগলো।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.