নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বিচার তুমি করো তব আপন করে।

রাতু০১

রাতু০১ › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত আঁধার এক-জীবনানন্দ দাশ

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৫


অদ্ভুত আঁধার এক-জীবনানন্দ দাশ



অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই-প্রীতি নেই-করুনার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি,
এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়
মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১

শামীম সরদার নিশু বলেছেন: ভালো লাগল।

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৩

রাতু০১ বলেছেন: ধন্যবাদ।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৬

শামীম সরদার নিশু বলেছেন: আমার ব্লগবাড়ী থেকে ঘুড়ে আসবেন।

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৪

রাতু০১ বলেছেন: :D :D

৩| ২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৫

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা।

০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

রাতু০১ বলেছেন: ধন্যবাদ।

৪| ০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

জুন বলেছেন: যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি
মনে হয়না রাতু ০১ । আর থাকলেও সে সংখ্যা খুবই সীমিত ।
তবে কবিতাটি ভালোলাগলো অনেক ।
+

০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

রাতু০১ বলেছেন: ভাল বলার বাতিক হল আশাবাদ, সেটা না থাকলে তো সবই অর্থহীন।
ধন্যবাদ।

৫| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:১৯

দীপান্বিতা বলেছেন: যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই-প্রীতি নেই-করুনার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া

আজ বড়ই বাস্তব! :(

৬| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আবার পড়ে গেলাম। আবারও খুব ভাল লাগলো।
কবিতায় ভাল লাগা + +

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৯

রাতু০১ বলেছেন: স্যার আপনার জন্য শুভকামনা।

৭| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: আমার প্রিয় একটি কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.