নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছবি

রায়হান মোহাম্মাদ খান

নিজের সম্পর্কে জানাতে চাই।দেশ সম্পর্কে জানতে চাই।

রায়হান মোহাম্মাদ খান › বিস্তারিত পোস্টঃ

বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান !!!!!!!!!!!!!!

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০০

অবশেষে গ্রেফতার হলেন ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটূক্তিকারীরা। আমি বূঝীণা যে মানুষ কতটা বুদ্ধিমান বা বেকুব হলে নিজ ধর্ম নিয়া খারাপ কথা বলে( অন্য ধর্মের কথা না হয় নাই বললাম) আমি সৃষ্টিকর্তার কাছে ঋণী কারণ আমি বিচার করিনা যে আমি পুরুষ না নারী, ধনী না গরীব, বিকলাঙ্গ না সক্ষম, অভাগা নাকি সোনায় সোহাগা আমি চিরঋণী যে তিনি আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। যেই ধর্মের অর্থ শান্তি। যেটা মানবতার ধর্ম। যে ধর্মে কোন ভেদাভেদ নাই। আর সেই ঘরে জন্ম নিয়ে সেই ধর্মের বিরুদ্ধে লেখা যে কী অন্যায়ের তা ভাবতেই পারি না। তারা নিজেদের মানবতাবাদী ধর্মের ধারক মনে করে। আসলেই কোণ বেকুবের সমাজে আছি আমরা। নিজস্ব মত প্রকাশের স্বাধীনতার নামে ধর্মকে যাচ্ছেতাই বলে যাওয়াটা কোন সুস্থ মানুষের পক্ষে মাণায় না। ণীজেকে আল্লাহ দাবী করা তো (ণাঊজূবীল্লাহ) শেড়োক করা যা সৃষ্টিকর্তা কোনদিন ক্ষমা করেন না। যাই হোক চোর না শুনে ধর্মের কাহিনী। ধর্মকে অবমাননা করে যারা নিজেদের কিংবদন্তি মনে করেছিল তারা বুঝুক ঠ্যালা। কত ধানে কত চাল। শুধু ইসলাম কেন হিন্দুদের মন্দির ভাঙ্গা, বোধ্যদের প্যাগোডা ভাঙ্গা পাপ। জামাত অপরাধী। ইসলামী দলগুলো বলেছে যে জামাতে ইসলামী ইসলামের নিয়ম মেনে চলে না। জামাত অপরাধী কিন্তু ইসলাম নয়। জামাত কে ঠেকানো আমাদের দায়িত্ব কিন্তু ইসলাম রক্ষা করা আমাদের জন্য ফরজ। সরকার তার ঠিক দায়িত্ব পালন করবে আশা করি। কারণ সবার মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু ধর্ম নিয়া বাজে কথা বলার অধিকার নাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

জিয়াউল ২০১১ বলেছেন: Setai, shadinota r secchacharita ek jinis na.

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৭

রায়হান মোহাম্মাদ খান বলেছেন: মারও একই কথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.