নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছবি

রায়হান মোহাম্মাদ খান

নিজের সম্পর্কে জানাতে চাই।দেশ সম্পর্কে জানতে চাই।

রায়হান মোহাম্মাদ খান › বিস্তারিত পোস্টঃ

তামাশা !!!

৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩৭

ফায়ার সার্ভিসের Ladder আছে ১৪ তলা পর্যন্ত আর বিল্ডি বানানের অনুমোদন দেন ২০-৩০ তলা পর্যন্ত। কেন রে ভাই, তামাশা নাকি! আগুন জ্বলাও দেখতে হবে ভীর করে,তামাশা নাকি! বাঁচতে চাওয়া হয়তো অপরাধ সেজন্য এভাবে মারবে, তামাশা নাকি! আগুন নেভানোর পরে আবার আরেক তামাশা। অগ্নিকাণ্ডে ২৫ জন মারা গেছে তো কি হইছে, একটা পিচ্চি তো পানির পাইপের ফুটা চেপে ধরেছে। শতাধিক আহত হইছে তো কি হইছে, একটা পিচ্চি তো পানির পাইপের ফুটা চেপে ধরেছে। আরে নুরু ( ঢাকসুর ভিপি) কত্ত খারাপ সে ছবি তুলতে বনানী গেছে আর একটা পিচ্চি গেছে পানির পাইপের ফুটা চেপে ধরতে। ফায়ার সার্ভিস একটানা কাজ করেছে তো কি হইছে একটা পিচ্চির মতন তো আর পানির পাইপের ফুটা চেপে ধরেনাই। আহারে আবেগী জাতি আমাদের চেতনা আর সচেতনতা আজো বুঝলাম না। শুধু তামাশা আর তামাশা ..

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫০

কলাবাগান১ বলেছেন: দুবাই তে দেখিছিলাম ১২৫ তলার বিল্ডিং এর অনুমোদন দেওয়ার সময় ১২৫ তলার উচু মই বানানোর পরেই অনুমোদন দিয়েছিল...আমেরিকাতে ও ১২৫ তলার জন্য ১২৫ তলার সমান মই বানিয়েছে
আপনার অবস্হা তো ঐ পিচ্চির থেকেও খারাপ..। এট লিস্ট ঐ পিচ্চির মাঝে মহানুভবাতা দেখেছি যেটা হাজার হাজার লুজার যারা ছবি তুলতে গিয়েছিল ইনক্লডিং নুরু তাদের থেকেও অনেক বেশী।

২| ৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৪১

রায়হান মোহাম্মাদ খান বলেছেন: জী ভাই। আসলেই আমার অবস্থা খারাপ। কারণ এতো ইমোশোন আমার নাই। যেখানে প্রশাসন আছে আঙুল চুষার জন্য সেখানে পিচ্ছীর কাজটা এতো মহত্ত্ব টাইপের কিছু হয় নাই। হ্যাঁ তার কাজটা প্রশংসনীয় ছিল বটে।

৩| ৩০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: হাইস্যকর।

৪| ৩০ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: এই দেশে সব কিছু সম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.