![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
বেনিফিট আব ডাউট যেখানে সামছুরের পাবার কথা, সেথানে থার্ড আম্পায়ার অনিস, সামছুরকে আউট দিয়ে নিরপেক্ষতার পরিচয় দিয়েছে।
সাবাস !
আচ্ছা সে কী ভেবেছে - আইসিসির আম্পায়ার এলিট প্যানেলে অন্তর্ভূক্ত হতে হলে এরকম কিছু করতে হয় ? নিরপেক্ষ আম্পায়ারিং আর ভুল আম্পায়ারিং যে এক না, এটা কি সে জানেন না, না বুঝে না ?
( উনাকে কিছু বকা দিতে ইচ্ছে করছে, ডট ডট দিয়ে দিলে উনি কিছু মনে করবেন না তো ? ) .................. !!
©somewhere in net ltd.