![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
আড়াই টাকার জিনিষে হাজার টাকার ফায়দা !
বলে এক মোবাইল কোম্পানী ২.৫০ টাকায় ৩ MB ইন্টারনেট অফার করছে।
একবার কি ভেবেছেন এই রেটে এক GB বিক্রি করছে কত টাকায় ?
মাত্র - ৮৩৩.৩৩ টাকায় !
এবার অন্য একটা বিজ্ঞাপনের কথা বলি -
বিজ্ঞাপনটা দুই জমজবোনের। একজন শাড়ি পরা বাঙ্গালী কালচার, অন্যজন প্যান্টসার্ট পরা ভিনদেশী কালচার। ভিনদেশী টাকা চায়, বাঙ্গালী দিতে রাজি হয় না। তখন ভিনদেশী বাঙ্গালীর পার্স থেকে জোর করে টাকা নিয়ে নেয়। পরবর্তীতে দেখা যায় সেই ভিনদেশী বাঙ্গালীকে লিফট দিচ্ছে।
"কিছু দেবেন আর কিছু পাবেন না তা কি হয় ? নিজেদের মাঝে বিষয়টাই আলাদা।" -
তবে কি এভাবে নিজেদের মানুষ দাবি করে তারা প্রতিমুহূর্তে আমাদের মানিব্যাগ আর পার্স খালি করছে ?
হায়রে আমাদের মগেরমুল্লুক !
০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
রাজু সিদ্দিক বলেছেন: সুমাইয়া. ঘুম থেকে জাগতে হবে। কড়া না নাড়লে কখনো দরজা খুলবে না, আপনাকে কড়া নাড়ত হবে।
২| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ভালেই লিখেছেন।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ
৩| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
ঢাকাবাসী বলেছেন: বোঝা গেলনা, আরো পরিষ্কার করে লিখুন।
০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
রাজু সিদ্দিক বলেছেন: ঢাকাবাসী পরিষ্কার করে বললে বলতে হয় - ওরা আমাদের ঠকাচ্ছে।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৮
সুমাইয়া আলো বলেছেন: তো কি করতে হবে জনাব???