![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
পোশাক রপ্তানীতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়,
মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ,
মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশ ঈর্ষনীয়,
চারদিকে উন্নতি তাধিন্ তাধিন্ ধিন্।
আর তখনই খবর আসে এ দেশের ও দেশের
জঙ্গলে দক্ষিণ পাড়ার জয়নালদের কংকাল !
ট্রলারে ভাসে শত শত আলাল দুলালের হাহাকার !
তখন ইচ্ছে করে বলি -
লাত্থি মারি তোর প্রথম আর দ্বিতীয়য়ে
‘ওয়াক থু’ তোর উন্নয়নের জোয়ারে
আমি তুমি তারা চোরা পথে ঘর ছাড়ি খাবারের সন্ধানে
আর তুই বসে হিসেব কষিস হলি কত -
এ সূচকে আর অই সূচকে ?
২| ১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হিসেবের হালখাতায়
পরিসংখ্যানের প্যাচে বাড়ে সূচক
রিজার্ভ ফান্ডের সর্বোচ্চ রেকর্ড
কেরানীর কলমে মূূল্যস্ফিতির খেরো খাতা
ভূমধ্যসাগরে লাশ থাই জঙ্গলে লাশ
কে জানে কখন বলে বসে বিরোধীদের ষড়যন্ত্র!
হায় ক্ষমতার খেলা
হায় রাজনীতি নামে মিথ্যা প্রহসনের শোষকেরা!
৩| ১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
মোঃ শিলন রেজা বলেছেন: নীরব প্রবিবাদি মুলক পোস্ট। আমার খুব ভাল লেগেছে। তবে আরও বারাতে পারলে ভাল হত।