![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
: উস্তাদ ১০ নম্বর মোরার সময়ও ঢাকা আছিল ফকফকা,
আর কি ২ নম্বর না ৩ নম্বর দিছে - এতেই ঝরতে আছে ঝরতেই আছে,
থামার কুনু নাম গন্ধই নাই ! ঘটনাডাতো বুঝতাছি না ।
: আরে বেহুব, অই ১০ নম্বর মোরার সংকেত আছিল না,
আছিল মূর্তির সংকেত, মুর্তির, থেমিস মূর্তির সংকেত ।
: কন কী ?
: হ, দেহছ না, মোরা থামছে, মূর্তি নিয়া হাউকাউও থামছে।
: উস্তাদ, হেগো মগজেতো অনেক ব্রেন ! কেমনে একটা দিয়া আরেকটারে চাপা দেয় ?
২| ১৩ ই জুন, ২০১৭ রাত ১:২৫
সচেতনহ্যাপী বলেছেন: থেমিসের সংকেতও ভূয়া!!
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৭ রাত ১১:২৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: হুম,তাদের মগজে অনেক ব্রেন,একটা দিয়ে আরেকটা ভালোই চাপা দিতে পারে,মানলাম
তবে,মোরার সংকেত ১০নম্বর এটি সঠিক ছিলো।