![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
: উস্তাদ, ঈদতো শেষ, এহন কামে নাইমা পড়ি ?
: নামবি ? আচ্ছা নাম । তয় যা করার আপসে করবি, ঠেকঠুক দিস না, কাওর ঈদের খুশি মাটি করিস না ।
: না, না ঠেকঠুক দিমু না, খালি পায়ে ধইরা ছালাম কইরা ছালামি চামু ।
: যদি ছালামি না দেয় ?
: আবার ছালাম করুম।
: যদি আবার ছালামি না দেয় ?
: আবারও পায়ে ছালাম করুম ।
: এরপরেও যদি না দেয় ?
: হের জুতা দুইডা লইয়া দৌড় দিমু ।
: সাবাস ! যা নাইমা পর ।
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৭
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ঈদ মোবারক ।
২| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
তাও ভাল- জুতার উপ্রে দিয়া গ্যাছে
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৮
রাজু সিদ্দিক বলেছেন: হ্যাঁ, ছালামি না দেয়ার জন্য ।
ধন্যবাদ, ঈদ মোবারক ।
৩| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: তারপরও নিলো ।
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৭
রাজু সিদ্দিক বলেছেন: আর একটালোক আপনাকে তিনবার ছালাম করার পরও আপনি ছালামি দিলেন না, এটা ?
ধন্যবাদ, ঈদ মোবারক ।
৪| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৮
ওমেরা বলেছেন: আমাকে ও কেউ সালামি দেয় নাই অবশ্য কাউকে পায়ে ধরে সালাম ও করি নাই ।
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৯
রাজু সিদ্দিক বলেছেন: যাক, শোধবোদ ।
ধন্যবাদ, ঈদ মোবারক ।
৫| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ২:১৪
sif afrin বলেছেন: যদি খালি পায়ে আসে? :-D
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৩
বিজন রয় বলেছেন: : হের জুতা দুইডা লইয়া দৌড় দিমু ।
হা হা হা ................ কিছু একটি তো হলো!!!!