![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
একদিন হযরত মুসা (আঃ) আল্লাহকে জিজ্ঞাসা করলেন,‘হে পরওয়ারদিগার ! তুমি, যখন একটি দেশের প্রতি তোমার বরকত ও রহমত অবারিত করতে চাও তখন সেখানে কী ঘটে ?’
আল্লাহ বললেন, ‘আমি রহমত প্রাপ্ত দেশ, জনপদ ও গোষ্ঠিকে প্রথমেই একজন উত্তম শাসক দান করি । তারপর সেখানে যথা সময়ে বৃষ্টি বর্ষণ করাই এবং ধনীদেরকে উদার, দানশীল এবং দয়াবান বানিয়ে দেই।’
এবার মুসা (আঃ) জানতে চাইলেন,‘আর যখন তুমি কোন জনপদের জনগোষ্ঠির ওপর ত্রোধান্বিত হও তখন সেখানে কী ঘটে ?’
এবার আল্লাহতালা বললেন, ‘আমি বেকুব লোকদের হাতে নেতৃত্ব দিয়ে দেই । কৃপনদের নিকট ধনসম্পদ দেই এবং অকালে বারী বর্ষণ ঘটাই ।’
তথ্যসূত্র : গোলাম মাওলা রনির স্টেটাস ।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ :
মুসা (আঃ) ঘটনার সাথে কেউ যদি নিজের জনপদকে গুলিয়ে ফেলেন ? নিজ দায়িত্বে গোলাবেন।
এর দায় কোন ভাবেই মুসা (আঃ), গোলাম মাওলা রনি বা লেখকের উপর বর্তাবে না ।
০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:২৫
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ।
২| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:২৫
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ।
৩| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:১৩
ব্লগ সার্চম্যান বলেছেন:
৪| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:২৫
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ।
৫| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৩২
বারিধারা বলেছেন: রনির স্ট্যাটাস অনুযায়ী আমাদের দেশে আল্লাহ তায়াল রহমত ও বরকত অবারিত করতে চান, কারণ,
- শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ের মহাসড়কে দৌড়ে চলেছে, সিঙ্গাপুর হয়ে গেল বলে।
- আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টিতে যেভাবে রাস্তায় নৌকা চলে, পৌষ মাঘে তো কই এরকম বৃষ্টি দেখা যায়না।
- ধনীরা উদার ও দয়াশীল বলেই তাদের সমস্ত সম্পদ নির্বাচনে ব্যয় করে জনগনের সেবা করার জন্য।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: