![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
: যা বলছেন, সুস্থ মস্তিষ্কে বলছেন তো ?
: জ্বী আমি সুস্থ মস্তিষ্কেই বলছি ।
: আপনার ছেলে প্যাথেদ্রিন ইউজার, আর আপনি তাকে বাইক কিনে দিতে চাচ্ছেন ?
: কেন কিনে দিতে চাই বুঝেন না ? মেয়ের বয়স ৩০ হয়ে যাচ্ছে, বিয়ে দিতে পারছি না, সবাই বলে নেশাখোরের বোন । সমাজে মুখ দেখাতে পারি না, সবাই বাঁকা চোখে তাকায় । সন্তান তো, নিজ হাতে মারতে পারি না । তাই, বাইক কিনে দিলে এক্সিডেন্ট করে যদি মারা যায় !
এটা এক নেশাগ্রস্থর বাবার করুন গল্প।
এ দেশে এরকম ৭০ লক্ষের বেশি নেশাগ্রস্থ আছে । প্রতিদিন আরও ৫০০০ জন নতুন করে নেশায় আশক্ত হচ্ছে ।
( উপরের কথাগুলো আরিফ আর হোসেনের স্টেটাসে রাজ বাবুর কমেন্ট )
আমি ভাবি - এই ৭০ লক্ষ ক্রেতার হাতে নেশা পণ্য পৌঁছে দেয়ার মূলে কতজন গডফাদার আছে ? ৭০ জন, না তারও কম ?
আচ্ছা, আপনারা কেউ কি মাসুদ রানার অফিসের এড্রেস জানেন, যার লাসেন্স টু কিল আছে ?
২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯
তারেক ফাহিম বলেছেন: ভিত্তিহীন বাবার স্বপ্ন।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
তার ছিড়া আমি বলেছেন: মন্দ নয়।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৬
রাজীব নুর বলেছেন: অফিস নয় বাসা। শুনেছি মাদারটেক বা বাসাবো ওইদিকে---
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২
কালীদাস বলেছেন:
আপনের "ফরিসংকান":
পোস্ট করেছি: ১১০টি
মন্তব্য করেছি: ১০০টি
মন্তব্য পেয়েছি: ২৬৫টি
ব্লগ লিখেছি: ৪ বছর ১ সপ্তাহ
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ৭ জন
আপনের যেই ভাব। স্বয়ং মাসুদ রানায় আপনেরে কিছু জিগাইলেও উত্তর দিবেন কিনা সন্দেহ
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০০
মানিজার বলেছেন:
কালীদাসের সুত্র ধরে কই- এই বা* মার্কা ব্লগিং না করলে হয় না ?
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৮
রাজু সিদ্দিক বলেছেন: শাহিন ৯৯, আমি এতটা হতাশ নই, তারপরেও আপনাকে ধন্যবাদ, ভাল থাকবেন ।
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪১
রাজু সিদ্দিক বলেছেন: ফাহিম, বাবার স্বপ্নটা দেখলেন, কষ্টটা দেখলেন ননা, ধন্যবাদ, ভাল থাকবেন ।
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২
রাজু সিদ্দিক বলেছেন: তার ছিড়া ? ধন্যবাদ, ভাল থাকবেন ।
১০| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৫
রাজু সিদ্দিক বলেছেন: রাজীবনূর,ধন্যবাদে, একটা ঠিকানাতো পাওয়া গেলো !
১১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫০
রাজু সিদ্দিক বলেছেন: কালীদাস, ধন্যবাদ, এই পরিসংখ্যা আমার জানা ছিল না । না ভাই আমার এত ভাব নাই, আপনি কিছু জানতে চাইলে বলুন, উত্তর দিচ্ছি। আবারও ধন্যবাদ, ভাল থকবেন।
১২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৫
রাজু সিদ্দিক বলেছেন: মনিজার, আপনার মন্তব্য আপনার শিক্ষা, রুচি ও আপনার পারিবারিক ঐতিহ্য প্রকাশ করে। ধন্যবাদ, ভাল থকবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪
শাহিন-৯৯ বলেছেন: এদেশের মাসুদ রানারা হয় ঘুষখোর নাহয় নেশাখোর।