![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
: বুঝছেন ভাই, এই দিবসফিবস পালন করা খারাপ না, ভালই।
: কি বলেন, সবাইতো এসবের বিরুদ্ধে কথা বলে। বলে, সারা বছর খোঁজ নাই, একদিনের ঢং !
: শুনেন ভাই, আমার বউ মরছে তিন বছর হয় কিন্তু শাশুড়ি বাইচা আছে । মাঝে মধ্যে যাই, খোঁজ খবর নেই, এইটা সেইটা কিনা দেই। পরশু রাইতে গিয়া আইছি, আবার কাইল সকালে ফোন দিয়া জিগাই, কেমন আছেন ?
বুড়িতো আকাশ থিকা পড়ছে,কয়, "রাইতে না দেইখা গেলা !"
আমি কই,"না আইজ মা দিবস, এই জন্যে ফোন দিলাম।"
শুইনা বুড়ি হাইসা কুটিকুটি। হাসি আর থামে না ।
বুঝছেন ১৬ কোটি মাইনষের মন্দ কথা এক করলেও অই হাসি ঢাকন যাইব না ?
২| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৭
মৌরি হক দোলা বলেছেন:
সুন্দর লেখনী!
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: সহমত।