![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
: চাচা মিয়া আপনের চশমায় দেখি সর্দি ভইরা রইছে ?
: ফালাইছে জানি কোন খাচ্চোরটা।
: সর্দিতো শুকাইয়া খটখটা !
: খাচ্চোরটা ফালাইছে জানি তিন চাইর দিন আগে ?
প্রশ্ন : যে সর্দি ফেলেছে সে খাচ্চোর হলে, তিন,চার দিন ধরে চশমায় সর্দি নিয়ে যে ঘুরে বেড়াচ্ছেন সে কী ?
উত্তর : স্যার, হে হীরক রাজার ক্রিকেট কমিটির সভাপতি, চশমা ধুইবও না, কোচ খুঁইজ্জা পাইবোও না। এদিকে দল হুদাই হারতাছে !
: উত্তর সঠিক ! দশে দশ ।
২| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যাদরেল প্রশ্ন,
আর কঠিন উত্তর !!
খাপে খাপ
ময়নার বাপ!!
৩| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:২৪
মাজুবিবি বলেছেন: উত্তর জটিল! তয় সর্দির প্রসংগে আমার নিজস্ব কুটি বেলার দুস্টমির কথা মনে পড়ল। আমার ছোট কাকা বাড়ির পাশের হাসান খাঁ-এর ছোট মেয়েকে বিয়া করছে। তো প্রতিদিন ফজরের নামাজ পড়ে হাসান খাঁ লাঠি ভর করে মেয়েকে দেখতে আসত। আর চা নাস্তা না খেয়ে যেত না। আমরা ভাই বোন রা মিলে ছোট চাচীকে একদিন বললাম- চোট্ট বউ তোমার বাপের কী আল্লাহর ত্রিশ দিন তোমারে দেখতে আসতে হবে? তাতেও কাজ হলো না। একদিন আমার চাচাত বোন কে নিয়া রাস্তার পাশেই আম গাছে বসে থাকলাম বুইড়া কখন আসে। যথাসময়ে বুইড়া যখন আম গাছে নিচ থেকে যাচ্ছিল আমরা উনার মাথায় থুথু ফেল্লাম। আর বুইড়া ঘরে ঢোকার সাথে সাথে আমরাও দৌড়ে গেলাম এবং বল্লাম ওও ছোট্ট বউ তোমার বাপের মাথায় কি? নানা মাথায় হাত দিয়া বল্লো ওয়াক্ থুথু কোন খাচ্চর জানি এই কাম করছে।
৪| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৫
লিংকন১১৫ বলেছেন: খচ্চর টা করছে কি
৫| ০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
মুরাদ পাভেল বলেছেন: যথাযথ উত্তর
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: ওয়াক ওয়াক!!!