![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
: মেয়ের স্বভাবচরিত্র তো ভাল ঠেকনাতাছে না।
: সামান্য লঘুচাপ দেইখাই যে দৌড়ে পাড়ে, তার আর স্বভাব !
: গেছিল কার কাছে ?
: আর কার কাছে, অই সাগইরার কাছে।
: আর এ দিকে দেশ শুদ্ধা সবাই তাতাইয়া উঠছে !
: হুদা তাতাইয়া, পরনের কাপড় মাথায় তুইল্লা গাইল পাড়ছে।
: যাক, শেষ পর্যন্ত বাড়ির মাইয়া বাড়ি ফিরছে।
: হ।
( ‘বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে নাকি সব মেঘ বঙ্গোপসাগরে চলে গিয়েছিল, আমাদের এখনকার (ঢাকার) মেঘের ফোকাসটাও ছিল ওই জায়গায়। এটাই নাকি গত কদিনের গরমের কারণ। এখন আবার মেঘ ফিরে আসেছে )
: আলহামদুলিল্লাহ
২| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: পোষ্ট টি আমার ভালো লাগে নি।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৩
ফেনা বলেছেন: হুম___ ভাল।