![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
বঙ্গবন্ধুর মত নেতা হাজার বছরে একবারই জন্মায় । উনার ৭ মার্চের ভাষণের উপরই ডজনখানেক থিসিস করা যায়। কিন্তু কেউ থিসিস করেছে কিনা আমার জানা নেই ।
৭ মার্চের ভাষণে ১৩০-এর অধিক বাক্য তিনি উচ্চারণ করেন। ভাষণে সম্ভাষণের পর প্রথম বাক্যে উনি নিজের মানসিক অবস্থার কথা বলেন । তারপর দ্বিতীয় বাক্যর প্রথমেই, "আপনারা সবই জানেন এবং বোঝেন..." বলে তিনি স্বীকার করেন আমজনতার কাছে কিছুই অজানা নেই বা থাকে না !
কিন্তু ৪৯ বছর পর তথ্য প্রযুক্তির এই যুগে যখন প্রতিটা মোবাইলই এক একটা বিশ্ব তথ্য ভাণ্ডার। তখন আমাদের নেতারা ভাবেন, আমরা আমজনতা কিছুই বুঝিনা, জানি না। উনারা যা বুঝাবেন আমরা তাই বুঝব, উনারা যা বিশ্বাস করতে বলবেন, আমরা তাই বিশ্বাস করব ?
আসলে বঙ্গবন্ধু থেকে কেউ কিছু শিখে নাই। কোন রাজনীতিবিদ না, কোন নেতা না, এমন কি উনার বংশধররাও না !
২| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: সত্যি কেউ কিছু শিখে নাই।
৩| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৪
রাজীব নুর বলেছেন: ঠিকই বলেছেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৭
এস এম ইসমাঈল বলেছেন: অবশেষে বাংগালী জাতি পেল তাঁর যথাযোগ্য সম্মান

ধণ্য তুমি হে পিতা!বংগবন্ধু শেখ মুজিবুর রহমান
বিশ্ব সভায় তোমার জন্য আসন হলো সুনিশ্চিত
৭ মার্চের অমর ভাষণ, বজ্র কণ্ঠ হলো স্বীকৃ্ত।
ইউনেস্কো’র স্বীকৃ্তি বাঙ্গালী জাতির জন্য অনন্য গৌরব
যুগে যুগে হে পিতা!হে প্রিয় বংগবন্ধু তুমি ছড়াবে সৌরভ।
অবশেষে বাংগালী জাতি পেল তাঁর যথাযোগ্য সম্মান
ধণ্য তুমি হে পিতা!বংগবন্ধু শেখ মুজিবুর রহমান
বিশ্ব সভায় তোমার জন্য আসন হলো সুনিশ্চিত
৭ মার্চের অমর ভাষণ, বজ্র কণ্ঠ হলো স্বীকৃ্ত।
ইউনেস্কো’র স্বীকৃ্তি বাঙ্গালী জাতির জন্য অনন্য গৌরব
যুগে যুগে হে পিতা!হে প্রিয় বংগবন্ধু তুমি ছড়াবে সৌরভ।