![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
ভারতের পশ্চিমবঙ্গ সরকার প্রদেশের নাম পালটে "বাংলা" রাখতে চায়। কিন্তু পশিমবঙ্গের এই উদ্যোগে চতুর্থ বারের মত কেন্দ্রীয় সরকার আপত্তি জানিয়েছে, জানিয়েছে বিজেপির চাপে।
যাক, এ যাত্রাও রবীদার সম্মানটা রক্ষা পেল।
যেদিন পশ্চিমবঙ্গ তার নাম পালটে "বাংলা" রাখবে, সেদিন থেকে আমাদের জাতীয় সংগীত পরিবর্তনের আন্দোলনে নামবো।
কেননা প্রতিবার জাতীয় সংগীত গাইবার সময় পার্শ্ববর্তী দেশের একটা প্রদেশকে, যে প্রদেশটা আমাদের লাগোয়া, আবার যে প্রদেশের কিছু মানুষ চায় আমাদের স্বাধীন দেশটাকে তাদের সাথে মিলে যাক ?? তাকে ভালবাসি এটা বলতে পারবো না -
'আমার সোনার "বাংলা"
আমি তোমায় ভালবাসি।'
( প্রয়োজনে রবীদার অন্য কোন গান বেছে নিব, তবুও "আমার সোনার বাংলা" না।)
২| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৭
নতুন বলেছেন: নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চান
৩| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: উফফ !!!
৪| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৭
কে ত ন বলেছেন: আমি 'ধনধান্য পুষ্পে ভরা গানটির' ব্যাপারে প্রস্তাব করছি, পক্ষে থাকলে হা বলুন।
৫| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৮
জসীম অসীম বলেছেন: সব মিলিয়ে মর্মান্তিক বিষয়।
৬| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩১
আঁধার রাত বলেছেন: আজ হোক আর কাল হোক। পশ্চিম বাংলার নাম বাংলা হবে বলেই আমার মনে হয়। চলেন আগাম প্রস্তুতি গ্রহন করি। জাতীয় সংগীত কি নতুন করে লেখা হবে নাকি আগেরই কোন সংগীত রে মনোনয়ন দিবেন? যদি নতুন করে লেখা হয় তবে কাকে লেখার দায়িত্বটা কে পেতে পারে?
না হ মাথাটা আওলায়ে গেছে।
৭| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
সাইন বোর্ড বলেছেন: এটা কি থ্রেট ?
৮| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৫
শোভ বলেছেন: আমি সারা বাংলা কে ভালবাসি কোনটা ভারতের বাংলা আর কোনটা বাংলাদেশের বাংলা সেটা নিয়ে ভাবিনা , মন ভরে গাই আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ....................যাকে বলে ইউনাটেড বাংলা যত বাংলা ভাষা ভাষি দেশ আছে ।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩১
নতুন নকিব বলেছেন:
প্রতিবাদের সুন্দর আইডিয়া। আপনার অনুভূতির প্রতি সম্মান জানাচ্ছি।