![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
: ভাই এমন কুনু ঔষুধ নাই, যেইডা খাইলে এক টানা ১০ বছর ঘুমান যায় ?
: কেন, একটানা দশ বছর ঘুমাতে চাস কেন ?
: না মানে, ঘুমাইলাম বাংলাদেশে আর উঠলাম গিয়া আমেরিকায় !
.....
না, মন্ত্রী সাব কইলেনতো,"দশ বছরে বাংলাদেশ আমেরিকারে ছাড়াইয়া যাইব।" তাই কইলাম আর কি ?
.....
ঠিক আছে, ঔষধ লাগতো না, আমি প্রত্তেইক দিন স্বপ্নে স্বপ্নেই আমেরিকা যাম।
......
না, ঠিক আছে, আমি আমেরিকাই যাইতাম না,
দূরো ছাতা ! আমি ঘুমাইতামই না !
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৮
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ সিগন্যাস, আপনার পরামর্শ মনে রাখব । ভাল থাকবেন ।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬
এস এম ইসমাঈল বলেছেন: মজাদার পোষ্টের জন্য ধন্যবদ, ভালো থাকবেন জনাব।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৯
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ ইসমাঈল, আপনিও ভাল থাকবেন ।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৭
এস এম ইসমাঈল বলেছেন: নারে ভাই, আমি আমার একমাত্র বউডারে ফালাইয়া কুনুহানে যাইতাম না। আরে মিয়া যান, আমারে একটু শান্তিমত ঘুমাইবার দেন,সকালে আবার কাজে যাওন লাগব।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২০
রাজু সিদ্দিক বলেছেন: ঠিক আছে আপনেরে থুইয়াই আমরা যাম গা ।
ভাল থাকবেন।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০২
রাজীব নুর বলেছেন: মজার।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২১
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ রাজীব নুর, ভাল থাকবেন ।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫
কাওছার আজাদ বলেছেন: হাহাহা মুন্ত্রি ছাব ধারুন অইচে কিন্থু।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫
সিগন্যাস বলেছেন: দারুণ লিখেছেন। এমনটা হলে মন্দ হতোনা। উচু বিল্ডিং থেকে লাফ দিয়ে দেখতে পারেন। যদি মারা না যান তবে কয়েকবছরের জন্য কোমায় চলে যাবেন।যখন উঠবেন তখন বাংলাদেশ কানাডা হয়ে যাবে।