![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
: অই, কইরে, কই গেলি ?
: জ্বে ভাই।
: তোকে না পত্রিকা কিনে আনতে বললাম ?
: আনতেইতো গেছিলামই, কিন্তু গিয়া ভাবলাম, পত্রিকা কিনা হুদাহুদি টাকা ফালাইয়া লাভ কি? এরচে ভালা পত্রিকাডা পইড়া লই, তারপর ঘরে আইসা আপনারে সব ফরফরাইয়া কমু ।
: ফরফরাইয়া ? ঠিক আছে বল ।
: দাঁড়ান কইতাছি, "হাটিরঝিলে বিজিএমএ ভবন ভাইঙা ফালাবো এই জন্যে ফেরদৌসরে ইন্ডিয়া থিকা খেদাইয়া দিছে, আর এইডা হুইন্না তাসকিনে হমানে কানতাছে ।"
: আমার হকি স্টিকটা কইরে ?
: কেন ভাই ?
: তাসিকিনের কান্না থামাতাম।
: বুঝছি, কান্দন থামান লাগতো না, পত্রিকা আইন্না দিতাছি, এহনই আনতাছি।
১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪১
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।
২| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: বাস্তব বুঝতে হবে তাসকিন।
ফেরদৌস বুদ্ধি খাটিয়ে চলতে হবে।
১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
রাজু সিদ্দিক বলেছেন: ঠিক বলেছেন, ধন্যবাদ, ভাল থাকবেন।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।
১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫০
অজ্ঞ বালক বলেছেন: হা হা হা। এমন পেপার রীডার ঘরে ঘরে দরকার।