![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে । সেটা যে কোন সময়ই হতে পারে ।
হিজাব কেন জরুরী ?
ইদানিং কলেজ ভার্সিটিতে কিছু মেয়েদের হিজাব পরিধান করতে দেখা যায় ? এর সংখ্যা প্রতিদিনই বাড়ছে ! কিন্তু কেন?
ধর্মীয় চিন্তা থেকে নাকি হিজাব করে যা ইচ্ছা তাই করা যায় সেই জন্য ?
মেয়ে বড় হচ্ছে তাকে হিজাব করার তাগিদ রাস্তার মানুষ দিবে না এটা বাবা মাকেই দিতে হবে। কিন্তু হিজাবের তাগিদটা বাবা মায়েরা কখন বোঝে??
ছোট বেলা থেকে জিন্স, শর্টস, টাইট পোশাক নিয়ে ঢং ঢং করে বাইরে যাওয়া মেয়েটা একদিন যখন বাইরে থেকে এসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদে বাবা মা জিজ্ঞেস করে কি হয়েছে, উত্তরে মেয়ে জানাবে, “অমুক অমুক রাস্তায় আজে বাজে কথা বলেছে”।
তখনই বাবা মা মার্কেটে ছুটে গিয়ে কিনে আনে একটা কালো বোরখা। মেয়ের নিরাপত্তার বলয়। এই বলয় এতদিন কোথায় ছিল??
উন্মাতাল যৌবনের রঙিন ঘুড়ি ইচ্ছেমত উড়ানো এই মেয়েগুলো তাই পর্দা শিখে না শিখে গায়ে একটা কালো বোরখা চাপাতে।
এই বোরখা তাকে ছেলে বন্ধুর সাথে মাখামাখি থেকে বিরত রাখতে পারেনা, পার্কের বেন্সে বসে ডলাডলি থেকে বিরত রাখতে পারেনা, সাইবার ক্যাফের একটু আড়ালেই চারপাশের মানুষের সামনেই ছেলে বন্ধুর চাহিদা পূরণ করতে এই বোরখা নিমিষেই গড়িয়ে পড়ে...
এতকিছু আমাদের বাবা মায়েরা জানেনা তারা শুধু জানে মেয়ে নিরাপদ, পর্দার ভেতর আছে। দুর্ভাগা বাবা মায়েদের হুঁশ ফিরে যখন আদরের মেয়েটা ধর্ষিত হয় তার বন্ধুদের হাতেই, আদরের মেয়ের সাথে বাবা মায়েরাও চোখের পানি ফেলে যখন কয়েক মিনিটের একটা ভিডিও কিংবা কয়েকটা স্থিরচিত্র মানুষের মোবাইলে মোবাইলে শোভাবর্ধন করে।
কালো বোরখা আপনাদের মেয়েদের রক্ষা করতে পারেনি আপনাদের জবাবদিহিতা থেকেও রক্ষা করতে পারবে না প্রিয় বাবা মা।
সন্তানের অন্তরে যান, জীবনের শুরু থেকেই তার অন্তরের পরিচর্যা করুন। তাকে শেখান আত্মসম্মানবোধ, তাকে শেখান ইসলামের আখলাক, তাকে শেখান পর্দা |
(আংশিক সংগৃহীত)
২| ১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫১
নীল আকাশ ২০১৩ বলেছেন: ব্যক্তিত্ব মেয়েদের একটি অমূল্য সম্পদ, একটি মেয়ে তার আশপাশের পুরুষদের কাছ থেকে কি ব্যবহার পাবে, তা অনেকাংশে নির্ভর করে তার ব্যক্তিত্বের ওপর। এই ব্যক্তিত্বের ট্রেনিং মেয়েরা সিংহভাগই পেয়ে থাকে পরিবার থেকে। বোরখা যখন মেয়েরা ব্যবহার করে বয়ফ্রেন্ডের সাথে ঢলাঢলি করার নিরাপদ আড়াল হিসেবে, তখন ঘৃণাটা বোরখার উপরে নয় - ঐ মেয়ের দুর্বল ব্যক্তিত্বের ওপরেই আসে।
আমার ব্যক্তিগত মতামত হল, একটা বেনামাজী, ইসলামী জ্ঞান সম্পর্কে কপর্দকহীন এক হিজাবী মেয়ের চেয়ে ব্যক্তিত্ববান, নামাজী এবং ইসলামী জ্ঞানধারী শালীন পোশাকধারী আমার কাছে অনেক সম্মানের পাত্রী। এরকম কোন মেয়ে যদি হিজাব ধারণ করে, তবে তাকে আমি বলতে বাধ্যঃ
"আসসালামু আলাইকুম অয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!"
৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৭
রিয়ান৯১১ বলেছেন: সুন্দর পোস্ট।
৪| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৭
নীল জোসনা বলেছেন: ভালো লিখেছেন ।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৬
তানভীরএফওয়ান বলেছেন: hummmmmmmmmmmmmmmmmmmmm.............right