![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে । সেটা যে কোন সময়ই হতে পারে ।
যে হত্যাকান্ড নিয়ে অনেক নাটক হলো কিন্তু কোন কূল কিনারা হলো না তার নাম রানা প্লাজা হত্যাকান্ড! সে কথা মনে করলেই শরীরেল লোম শিউরে উঠে । আমাদের বাংলাদেশে এরকম ঘটনা যেন আর কোন দিন ফিরেনা আসে । বিশ্ব ইতিহাসের তৃতীয় ও বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমিক হত্যাকাণ্ডের এই মামলার চার্জশিট আজও দিতে পারল না তদন্তকারী সংস্থা। আর চার্জশিট দিলেইবা কি হবে? যেখানে সমগ্র দেশবাসী এই ঘৃণিত হত্যাকারীদের ফাঁসির দাবি করেছে সেখানে রানার বিরুদ্ধে মামলা করা হয়েছে দণ্ডবিধির ৩০৪(ক) ধারায় 'অবহেলাজনিত দুর্ঘটনার'। যেখানে সর্বোচ্চ শাস্তির বিধানই আছে পাঁচ বছরের জেল। হাজারো দরিদ্র নারী শ্রমিকের লাশের সঙ্গে এ যেন পুলিশের এক নির্মম রসিকতা! এত সস্তা জীবন আর এত সস্তায় জীবনের মূল্য পরিশোধ বোধহয় একমাত্র এদেশেই সম্ভব। এদেশের সাধারণ গরিবের লাশ এখানে 'দুর্ঘটনা'। এমনকি গণহত্যা হলেও এটা হত্যা নয় বরং নিছক দুর্ঘটনা। এটা শুধু গার্মেন্ট শ্রমিকদের ক্ষেত্রেই একা নয়।
এরকম ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি চাই !
যদি আমরা তা না করতে পারি তবে এরকম ঘটনার পুনরাবৃত্তি পূনরায় ঘটবে ততে কোন সন্দেহ নেই!
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০০
ভাইটামিন বদি বলেছেন: হতাস আমি!