![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি এই দেশ, এই দেশের মাটি ও মানুষকে। আমি মুক্তিযোদ্ধার সন্তান এটা আমার গর্ব।
ঢাকায় বসে বেকার জীবন কাটাচ্ছি...আরে হরতালে ভার্সিটি বন্ধ কবে থেকে ক্লাস নেই, তাইতো আমরা যারা স্টুডেন্ট তারা তো বেকারই..কারণ নিয়মিত ক্লাস, পরীক্ষা, পড়াশুনায় তো আমাদের আসল জব..আর যারা আমদের এই জব নিয়ে ছিনিমিনি খেলছে...তাদের নিয়েও কি আমাদের ভাববার সময় আসেনি ???..আমরা কি পারিনা আমাদের এই বিশাল স্টুডেন্ট সমাজকে নিয়ে এই খেলার বিরুদ্ধে দাঁড়াতে...হরতাল হলে দেশের বিশাল অর্থনৈতিক ক্ষতি হয় তার খতিয়ান অনেককেই বলতে ও দিতে দেখা যায়, কিন্তু আমাদের ছাত্র-ছাত্রীদের যে অপরিসীম ক্ষতি হচ্ছে তার খতিয়ান কে দেবে????
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৭
অন্য পুরুষ বলেছেন: হরতাল এ কাজ খুঁজে না পেলে পিকেটিং অথবা হরতাল বিরোধী মিছিলে যোগ দেন। যে পক্ষেই যান মানি কিন্তু শিওর।
+টিভিতে মাগনা চেহারা দেখানোর সুযোগও মিলে যেতে পারে।
সহমত।