![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি এই দেশ, এই দেশের মাটি ও মানুষকে। আমি মুক্তিযোদ্ধার সন্তান এটা আমার গর্ব।
খুব কষ্ট হচ্ছে , মেনে নিতে পারছি না, বিশ্বাস হচ্ছে না, কিছুতেই মনকে বুঝাতে পারছি না....আমার কলেজ লাইফের অন্যতম কাছের বন্ধু প্রিন্স আর এই পৃথিবীতে নেই....। কেন এমন হল? মানুষের জীবনটা কী? এত অল্প বয়সে...না আর ভাবতে পারছি না...আজ শুধু ওর সংগে কাটানো সেই দিনগুলোর কথা মনে পড়ছে...আজ সবই স্মৃতি, ওর সংগে আর জীবনেও দেখা হবেনা...ওর সংগে শেষ কথা হয়েছিল মার্চ মাসে..আর শেষ দেখা হয়েছিল অনেক আগে..মানুষের জীবন কেন এমন?...যারা এই পৃথিবীতে সবসময় মানষকে আনন্দে রাখে, হাসি ঠাট্টায় জমিয়ে রাখতে পারে সারাটা সময় তারা কেন এত সহজে চলে যায়?..." হা্য় জীবন এত ছোট কেনে এই ভুবনে??? বন্ধু প্রিন্স যেখানেই থাকিস ভালো থাকিসরে...আর যদি পারিস এই অধমকে ক্ষমা করে দিস...............
©somewhere in net ltd.