নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কখনো মেঘ কখনো বৃষ্টি

যা কিছু সত্য, সুন্দর তার সাথেই আমি

রিয়েলহযাপি

ভালোবাসি এই দেশ, এই দেশের মাটি ও মানুষকে। আমি মুক্তিযোদ্ধার সন্তান এটা আমার গর্ব।

রিয়েলহযাপি › বিস্তারিত পোস্টঃ

তাইতো রাতজাগা খারাপ কিসের ??? ভালইতো......।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

রাত জাগা পাখি আমি, তাইতো ঘুম আসেনা দুচোখে, কি করা তাই জেগে থাকাই শ্রেয়....রাতজাগা অভ্যাস আমার ছিল এইতো কলেজে পড়ার সময়ও রাত জেগে না পড়ার জন্য কত বকা খেয়েছি, আর এখন বাসায় গিয়ে রাত জাগার জন্য বকা খায়, একেই বলে নিয়তি!!! যার কাছ থেকে রাত জাগা স্বভাবটা পেয়েছি তাকে ধন্যবাদই দিতে হয় কারণ আমি তা উপভোগ করি....এই স্বভাবটা পেয়েছি বলেইতো এখন...জোসনা ভেজান রাতকে উপভোগ করতে পারি, চারিদিকে যখন সুনশান নিরবতা তখন নিজের পছন্দের গানগুলো গাইতে ও শুনতে পারি, ভালবাসার মানুষগুলোর আবেগে ভেসে দুফোঁটা অশ্রু ফেলতে পারি...জীবনের ফেলে আসা দিন গুলোর কথা স্মৃতি পটে ফুটিয়ে তুলতে পারি....নিজের অনাগত ভবিষ্যত নিয়ে ভাবতে পারি....কি পেলাম আর কি পেলামনা তার হিসাব কষতে পারি....আর ফেসবুকে বসে বন্ধুদের সঙ্গে আড্ডাতো আছেই.........তাইতো রাতজাগা খারাপ কিসের ??? ভালইতো......।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.