নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সারা বাংলাদেশটা শান্তিতে ভরে যাক

রেদওয়ান কাদের

রেদওয়ান কাদের › বিস্তারিত পোস্টঃ

পাষন্ড হত্যাকারীর স্বীকারোক্তি: ‘তর্ক করছিল তাই পিষে মেরেছি’

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩



বাসের সঙ্গে অটোরিকশা লাগায় জরিমানা চেয়েছিল অটোরিকশা চালক । গাড়ির সমানে পথ আগলে ছিল অটোরিকশা চালক । এটাই তার দোষ। এজন্যই অটোরিকশা চালকে প্রান দিতে হলো নির্মমভাবে।

যে পাষন্ড বাসচালক তাকে হত্যা করেছে সে বলেছে- ‘ওই সিএনজিচালক আমার সঙ্গে তর্ক করছিল। আমার বাসের সঙ্গে তার অটোরিকশা লাগায় জরিমানা চেয়েছিল। তাই তাকে পিষে দিয়েছি। ‘সর, নইলে পিষে দেব’ এমন ঘোষণা দিয়েই চালক আব্দুল মজিদ সিএনজি চালক ফারুককে চাপা দিয়ে টেনে হিঁচড়ে ২০-২৫ গজ নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এভাবেই নির্লিপ্ত ও স্বাভাবিক ভঙ্গিতে সিএনজি অটোরিকশাচালক ফারুককে পাষণ্ড চালক আবদুল মজিদ নিজের বাসের চাকায় পিষে মেরেছে । হত্যা করার পরও নিজের ভুলতো স্বীকার করেইনি বরং বাসচালকের দম্ভ আরো বেড়েছে। মনে হয়েছে যেন অটোরিকশাচাকলই কোন বড় ভুল করে ফেলেছে।

পাষন্ড বাস চালকের উপযুক্ত দৃষ্টান্ত মূলক সর্বোচ্চ শাস্তি কামনা করি।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

কল্লোল পথিক বলেছেন: তর্ক করছিল তাই পিষে মেরেছি’হায়রে মানুষ!

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

রেদওয়ান কাদের বলেছেন: আমরা দিন দিন অধ:পতনের দিকে যাচ্ছি।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

রানা আমান বলেছেন: ঐ পাষন্ড বাস চালকের উপযুক্ত অনুপযুক্ত সর্বোচ্চ বা সর্বনিম্ম কোন শাস্তিই হবেনা । তাদের সংগঠনের নেতা এখন মন্ত্রি , মানণীয় মন্ত্রি সবই সামাল দেবেন ।

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭

রেদওয়ান কাদের বলেছেন: হয়তোবা আপনার কথায় ঠিক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.