নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সারা বাংলাদেশটা শান্তিতে ভরে যাক

রেদওয়ান কাদের

রেদওয়ান কাদের › বিস্তারিত পোস্টঃ

নিজেদের মর্যাদা বাড়াতে নারীদের যা করা উচিত

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৫



বাজারের পাকা কলার দোকানদার কেন যে পূর্নাঙ্গ কলার পাশাপাশি ছেলা কলা বিক্রয় করেনা বুঝিনা। কারন আমাদের দেশে ছেলা কলার অনেক কাষ্টমার আছে! এখন কথা হলো কারা ছেলা কলার কাস্টমার?

ছেলা কলার কাস্টমার তারাই যাদের পূর্নাঙ্গ কলা খেলে এলার্জি হয়! তবে সমস্যা হলো ছেলা কলা আবার ময়লা আবর্জনার মশা, মাছির খুব পছন্দ। তাই তারা এসে সবার আগে সেখানে বসে সেই ছেলা কলার স্বাদ গ্রহন করে। আহ্ কি মজা দেখতে যেমন, খেতেও তেমন সেই ময়লা আবর্জনার মশা, মাছির কাছে।

তাহলে ভাল কলার কাস্টমার কি তাহলে বাজারে নেই! আছে, নিশ্চয় আছে। কিন্তু তাদেরকে আবার ময়লা আবর্জনার মশা, মাছিরা খুব সহজে ধরতে পারেনা। তাই তাদের মজাও নিতে পারেনা।

হ্যাঁ হিজাব পড়া আর হিজাব ছাড়া নারীর পর্থক্য এখানেই। যদিও এখন অনেকেই স্টাইল করেও হিজাব পড়ছে। তবে স্টাইল আর প্রকৃত হিজাব পরিধানকারীর পার্থক্য দেখলেই বোঝা যায়। অনেকে আবার নিরাপত্তার জন্যও পড়ে।

একজন নারী হিজাব পড়া মানে এই নয় যে সে নিজেকে লুকিয়ে রাখছে ; হিজাব পড়া মানে সে আল্লাহ কে ভয় করে হিজাবের মাধ্যমে শইতানের চক্ষুগুলো থেকে নিজে হেফাজত করে আল্লাহ'র হুকুম পালন করতেছে । এতে করে আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে উপযুক্ত সম্মানে সম্মানিত করবেন । মহান আল্লাহ প্রকৃত মুসলিম নারীদেরকে সত্যিকার পর্দা করার তৌফিক দান করুন।



নোট: ছবিটি রুপক অর্থে ব্যবহার করা হয়েছে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৪

আরইউ বলেছেন: দোয়া করে দিলাম, পোস্ট হিট হবে!! ফু ঊঊঊঊঊঊ...

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৪

রেদওয়ান কাদের বলেছেন: বুঝছি আপনি ফু দেওয়া কবিরাজ....

২| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৮

আরজু পনি বলেছেন:
১৩ লাইনের পোস্ট (সম্ভবত)। ছবিটা দেখে লেখাগুলো পড়তে ক্লান্ত লাগছে /:)

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮

রেদওয়ান কাদের বলেছেন: এত ক্লান্তির পর আবার মন্তব্য.....

৩| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:০২

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: মশা মাছি খুলতে জানে না, কিন্তু মানুষ খুলতে জানে। কাপড় তো আর পাথর নয়, গিট খুলে দিলেই গড়িয়ে পড়ে। তাই আপনার এ যুক্তির কোন মূল্য নেই।

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২১

রেদওয়ান কাদের বলেছেন: যে শ্রেনীর মানুষ ধর্ষন করে তারা কীট পতঙ্গের চেয়েও নিকৃষ্ট!

৪| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৭

বিপরীত বাক বলেছেন: তার মানে নারীদের আপনি লেবেনচুষ বা ললিপপের সাথে তুলনা করছেন?

হট। ভেরি হট।

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৩

রেদওয়ান কাদের বলেছেন: নারীদেরকে কোন কিছুর সাথে তুলনা করলে মন খারাপ করেন, কিন্তু নারীদেরকে নিরাপত্তা দিতে পেরেছেন কতখানি?

৫| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:২২

নতুন বলেছেন: নারী আর পুরুষের জন্য একই ধরনের বোরকার ব্যবস্তা করলে কেমন হয়...

নারীরা কালো আর পুরুষেরা সাদা পরবে....

পুরুষের ও পদার দরকার আছে তাইনা।

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৫

রেদওয়ান কাদের বলেছেন: পুরুষদের নজরকে সংযত রাখা কর্তব্য সবসময়।

৬| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৩:৫৭

কলাবাগান১ বলেছেন: কেউ বলে তেতুল আর কেউ বলে চকলেট। সবই ধর্মান্ধ

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৯

রেদওয়ান কাদের বলেছেন: এসব তুলনা দেখে যদি ধর্মান্ধ মনে হয়। তাহলে নারীরা যে পতিতা বৃত্তি করে আর তাকে যারা সমর্থন করে তাদেরকে কি বলবেন? পতিতাবৃত্তির পেশাটা সমাজে নারীকে সবচাইতে বেশী নীচে নামিয়ে দিয়েছে। এখান থেকে নারিদেরকে বের করে নিয়ে আসতে হবে।

৭| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৩:৫৯

সায়েল বলেছেন: আপনি আসলে কি?

৮| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩২

বাংলার জামিনদার বলেছেন: নিজের লকলকে জিহবা সামলান। না হলে কেটে ফেলুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.