নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সারা বাংলাদেশটা শান্তিতে ভরে যাক

রেদওয়ান কাদের

রেদওয়ান কাদের › বিস্তারিত পোস্টঃ

ড. ডালিয়া মুজাহিদের পর্দা করা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তর

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৪

-ড. ডালিয়া মুজাহিদ

মার্কিন প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা ড. ডালিয়া মুজাহিদের বক্তব্যটি বেশ গুরুত্বপূর্ণ। ইসলামি হিজাব ও শালীন পোশাক পরিধান করার কারণে সাংবাদিকরা তাকে গভীর বিস্ময়ে জিজ্ঞাসা করেছিলো, আপনার বেশ-ভূষা ও পোশাক পরিচ্ছদের মধ্যে আপনার উচ্চ শিক্ষা ও জ্ঞানের গভীরতা প্রকাশ পাচ্ছে না।

তাদের ধারণা ছিলো, হিজাব অনগ্রসরতা, মূর্খতা ও সেকেলে ধ্যান-ধারণার প্রতীক।

উত্তরে তিনি বললেন, আদিম যুগে মানুষ ছিল প্রায় নগ্ন। শিক্ষা ও জ্ঞান চর্চার উন্নতির সঙ্গে সঙ্গে পোশাক পরিধান করে সভ্যতার উচ্চ শিখরে আরোহণ করতে থাকে। আমি যে পোশাক পরিধান করেছি, তা শিক্ষা ও চিন্তাশীলতায় উন্নতি ও সভ্যতার চূড়ান্ত বহিঃপ্রকাশ। নগ্নতা ও উলঙ্গপনাই যদি উন্নত শিক্ষা ও সভ্যতার চিহ্ন হতো, তাহলে বনের পশুরাই হতো পৃথিবীর সবচেয়ে সুসভ্য ও সুশিক্ষিত।

ডালিয়ার জন্ম মিশরের কায়রোতে ১৯৭৪ সালে। চার বছর বয়সে তিনি আমেরিকায় চলে আসেন। কেমিক্যাল ইন্জিনিয়ারিংএ তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন উইসকনসিন বিশ্ববিদ্যালয় থেকে। এরপর তিনি যোগদেন Procter & Gamble-এ মার্কেটিং রিসার্সার হিসেবে। পরে এমবিএ করেন University of Pittsburgh থেকে।

মুসলিম নারীদের হিজাব তথা পর্দা ফরজ। যা কোরআন-সুন্নাহ দ্বারা প্রমাণিত। হিজাব শব্দটি আরবি। বাংলা হলো পর্দা। আভিধানিক অর্থ আবরণ, আচ্ছাদন, অন্তরাল বা ঢেকে রাখা। ইসলামি পরিভাষায় প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ প্রত্যেকের জন্য নির্দিষ্ট অঙ্গ-প্রত্যঙ্গ আচ্ছাদিত করা পর্দা বা হিজাবের অন্তর্ভুক্ত। সাধারণ অর্থে পর্দা বলতে বেগানা পুরুষ বা বেগানা নারী থেকে নিজের মনমানসিকতা, চোখ, কান, জবানকে হেফাজত করে যৌন জীবনকে পবিত্র রাখা বোঝায়।

ইসলামি অনুশাসনে প্রত্যেক নারী-পুরুষ সবার জন্য পর্দা করা ফরজ। কেননা পর্দা অশ্লীলতা ও বেহায়াপনার পথ বন্ধ করে সমাজকে কলুষমুক্ত রাখে। পর্দা ব্যভিচারের পথ বন্ধ করে দেয়। পক্ষান্তরে সমাজে পর্দা প্রতিষ্ঠিত না থাকার কারণে ব্যভিচার পথ খুলে যায়। অথচ আল্লাহতায়ালা বলেন, তোমরা ব্যভিচারের ধারে-কাছেও যেও না। কোরআনের অন্যত্র মহান আল্লাহতায়ালা আরও বলেন,


পবিত্র কোরআনের অন্য আয়াতে আরও উল্লেখ করা হয়েছে, আর হে নবী! মোমিন স্ত্রীলোকদের বলুন, তারা যেন নিজেদের চোখকে নিম্নগামী রাখে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে ও নিজেদের সাজসজ্জা না দেখায়; কেবল সেসব জিনিস ছাড়া যা আপনা থেকে প্রকাশিত হয়ে পড়ে এবং নিজেদের বুকের ওপর ওড়নার আঁচল ফেলে রাখে। -সূরা আন নূর : ৩১

সূরা আরাফের ২৬ নম্বর আয়াতে আল্লাহতায়ালা বলেন,
হে আদম সন্তান! আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি যেন তোমাদের দেহের লজ্জাস্থান ঢাকতে পার। এটা তোমাদের জন্য দেহের আচ্ছাদন ও শোভাবর্ধনের উপায়, সর্বোত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক।



পর্দায় থাকার সুবিধা সম্পর্কে আল্লাহতায়ালা বলেন, ‘হে নবী! আপনার স্ত্রীরা, কন্যা এবং মোমিন মহিলাদের বলে দিন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের ওপর টেনে নেয়, এতে তাদের চিনতে পারা যায়। ফলে তাদের সহজে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু’। -সূরা : আল আহজাব : ৫৯


- এতসুন্দর ছবি শুধু সত্যিকার ইসলামেই সম্ভব

তথ্যসূত্র: ১. উইকিপিডিয়া
২. সিটিজি নিউজ
৩. মাসিক মহিলাকন্ঠ, অক্টোবর ২০১৩।
৪. newsbd71.com

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫১

রাফা বলেছেন: চমৎকার ...এই ইসলাম কি মেনে চলি আমরা.! পৃথিবীতে আমরাই বোধহয় আমাদের সুবিদামত ধর্মের ব্যাখ্যা দিয়ে থাকি।

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩

রেদওয়ান কাদের বলেছেন: ঠিকি বলেছেন আমরা ইসলাম ধর্মকে নিজেদের সুবিধামত ব্যবহার করছি আর সেজন্যই আমাদের সমস্যার শেষ নেই।
ধন্যবাদ।

২| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫

উদাসী স্বপ্ন বলেছেন: সাক্ষাৎকারের উৎস খুজতে রেফারেন্সে ক্লিক করলাম। উইকিতে সাক্ষাৎকারের নাম গন্ধ নাই। এর পর গেলাম সিটিজি নিউজে। ঐ লিংকে গিয়া ১০ মিনিট হাসলাম। কিজন্য হাসলাম তার স্নাপশটও দিলাম!





বাকী দুইটা এমুনই রেফারেন্স বাংলাদেশে ঐ এলাকায় গেলে দুই দিন পর মনে পত্রিকার অফিসেরই খুজ পামু না, পত্রিকা তো দূর কি বাত!

হুজুর ভাইয়েরা, আপনেরা পারেনও! ইদানিং আপনেরা মনে হয় পাগল হইয়া গেছেন। ঘরে বিসা হাদিস বানান, কোরান থিকা প্লেন বানানির সূত্র দিয়া বোম বানাইয়া মাদ্রাসার হোস্টেলের রুম উড়ায় ফেলান। এখন নাছারাগো দেশের এক হিজাবীর সাক্ষাৎকারও পয়দা করলেন!

আগাইয়া যান, দেহেন কতদূর যাইতে পারেন

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২১

রেদওয়ান কাদের বলেছেন: আপনি নিজের মত সবাইকে মনে করেন কেন? আপনারা ইসলাম ধর্ম নিয়ে মনগড়া আর মিথ্যা কথা বলে বিজ্ঞানমনষ্ক হতে চান। অথচ আপনার বিজ্ঞানের 'ব' টাও বোঝেন না। যখন শুনি কোন মিডিয়াতে বিজ্ঞানমনষ্ক নিয়ে কথা হয় তখন শুধু হাসি পায়। আর আপনার সন্দেহের লিংকটা ক্লিক করে নিশ্চিত হয়ে নিন।

মিথ্যা আর মনগড়া কথা বলা যাদের অভ্যাস তাদের থেকে ভাল কিছু আশা করা যায়না।

আপনার জন্য আরো কিছূ লিংক দিলাম:
১. ফ্যাশন দাঁড়িয়ে গেছে যে ধর্মের বিরুদ্ধে লিখলেই তারা হয়ে গেলো মুক্তচিন্তা : প্রধানমন্ত্রী -বিবিসি বাংলা
২. ধর্মকে আঘাত মুক্তচিন্তা নয়, নোরাংমি: শেখ হাসিনা -বিডিপ্রেস

৩| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৩

উদাসী স্বপ্ন বলেছেন: কিন্তু ডালিয়া আপুর সাক্ষৎকারের লিংক কই?

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১০

রেদওয়ান কাদের বলেছেন: যে লিংকে গিয়া ১০ মিনিট হাসলেন বললেন, সেটা একটু ভাল করে নিজের চোখ দিয়ে দেখেন দাদা! আপনার মত এতবড় বিজ্ঞানমনস্ক মানুষদের এত বলে দিতে হয় নাকি?

৪| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৩

সিদ্ধার্থ. বলেছেন: বোন্ ডালিয়া মুজাহিদ যেন জান্নাত পান ।

চারিদিকের অর্ধ উলঙ্গ নারী পুরুষ দেখে দেখে আমাদের চোখ এখন ক্লান্ত ।ডালিয়া মুজাহিদ যেন সেখানে এক শান্ত শীতল বাতাস ।

আল্লাহ আমাদের কে যেন ইসলাম বুঝবার তৌফিক দান করেন । আমীন ।

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১১

রেদওয়ান কাদের বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন। আপনার সাথে একমত।
ধন্যবাদ।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২২

মাসূদ রানা বলেছেন: খুব ভালো লাগলো লেখাটি ...... +
জাজাকাল্লাহ খায়ের ভাই ।

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২০

রেদওয়ান কাদের বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

সোজোন বাদিয়া বলেছেন: লিংক কেলেঙ্কারীতে বোঝা গেল যে অমন কোনো সাক্ষাৎকার ইহলোকে ঘটে নাই। কথা দেখেও বোঝা যায় যে ডাহা মিথ্যা। ওবামার কোনো উপদেষ্টা আমেরিকায় বসে বসে এই কথা বললে, "নগ্নতা ও উলঙ্গপনাই যদি উন্নত শিক্ষা ও সভ্যতার চিহ্ন হতো, তাহলে বনের পশুরাই হতো পৃথিবীর সবচেয়ে সুসভ্য ও সুশিক্ষিত।" এর পরেই যে প্রশ্নটি করা হতো, 'আপনি নগ্নতা ও উলঙ্গপনার দেশে আছেন কেন? আছেন তো আছেন আবার এমন একটা সরকার প্রধানের উপদেষ্টা হলেন কোন আক্কেলে?'

হুজুর, আপনার যুক্তি মেনে আরও একটা প্রশ্ন করি - আবরনই যদি উন্নত সভ্যতার চিহ্ন হয়ে থাকে, তাহলে আপনিই বা বোরখা পরছেন না কেন?

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২

রেদওয়ান কাদের বলেছেন: আপনার তো অনেক জ্ঞানরে বাই, তবে আপনি এখন পর্যন্ত কারো উপদেষ্টা হতে পারেননি কেন?

"নগ্নতা ও উলঙ্গপনাই যদি উন্নত শিক্ষা ও সভ্যতার চিহ্ন হতো, তাহলে বনের পশুরাই হতো পৃথিবীর সবচেয়ে সুসভ্য ও সুশিক্ষিত।" - এই সুন্দর কথাগুলো আপনাদের অনেক কষ্ট দেয় তাই না?

৭| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯

সুলতানা সালমা বলেছেন: মা~শাললাহ।জাজাকাল্লাহ খায়ের ভাই ।
সাক্ষাৎকারের লিংক পেলে ভাল হত। :)

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৭

রেদওয়ান কাদের বলেছেন: দুই নম্বর লিংকটা চেক করুন আপা। ধন্যবাদ।

৮| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭

মোঃ আলামিন বলেছেন: ' সোজোন বাদিয়া ' এবং ' উদাসী স্বপ্ন" যে এই ব্লগে সব সময়ই ইসলাম বিরোধী মন্তব্য করে সেটা সবাই যানে তাই তাদের সাথে তর্ক করার ইচ্ছা না । আর ' উদাসী স্বপ্ন" যে একটা আবাল তা উয়পরের মন্তব্য দেখে বোঝা যায় কারণ সিটি জি নিউজের লিংক কাজ করছে তার পরো উনি কোথাকে অই স্ক্রিন সট নিলো সেটা আমার বোধগম্য নয় ।

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮

রেদওয়ান কাদের বলেছেন: যারা নিজেদেরকে বেশী জ্ঞানী মনে করে তারই যে আসল অজ্ঞ তা তারা জানেনা।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

৯| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭

মোঃ আলামিন বলেছেন: ' সোজোন বাদিয়া ' এবং ' উদাসী স্বপ্ন" যে এই ব্লগে সব সময়ই ইসলাম বিরোধী মন্তব্য করে সেটা সবাই যানে তাই তাদের সাথে তর্ক করার ইচ্ছা না । আর ' উদাসী স্বপ্ন" যে একটা আবাল তা উয়পরের মন্তব্য দেখে বোঝা যায় কারণ সিটি জি নিউজের লিংক কাজ করছে তার পরো উনি কোথাকে অই স্ক্রিন সট নিলো সেটা আমার বোধগম্য নয় ।

১০| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭

সুলতানা সালমা বলেছেন: ' সোজোন বাদিয়া ' এবং ' উদাসী স্বপ্ন" TED এ এটা নিয়ে উনার একটা speech আছে, ইউটিউব এ গেলে পাবেন।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪

রেদওয়ান কাদের বলেছেন: এখানে ড: ডালিয়া মুজাহিদ এর বক্তব্যের অনেকগুলো লিংক একসংগে দেওয়া হলো। যে কেউ প্রয়োজন হলে দেখে নিতে পারেন।

ধন্যবাদ সালমা আপাকে।

১১| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩

রাজু বলেছেন: ১ম এবং ২য় নিউজ লিংকতো ঠিকেই আছে(লিংকে খবরটা সত্যই আছে)!! তারপরও #সোজোন-বাদিয়া এবং #উদাসী স্বপ্ন বাউ মিথ্যা কইলো ক্যান বুঝলাম...!!??

সুন্দর একটা খবর সবাইকে জানানোর জন্য লেখকে ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.