![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিম রেজিষ্ট্রেশনের সমস্যা থাকছেই। আঙ্গুলের ছাপ মিলছে না অজুহাতে বারবার বায়োমেট্রিক নিয়ে রিটেইলাররা একাধিক সিম নিবন্ধন করছে। এই অবস্থায় আমার আঙ্গুলের ছাপ দিয়ে কার সিম রেজিষ্ট্রেশন হচ্ছে তা আমি জানতে পারছি না। যদি কোন দুষ্কৃতির সিম আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে রেজিষ্ট্রেশন হয় তবে তার দুষ্কর্মের ভার আমাকেই নিতে হবে!
বিটিআরসি মহাপরিচালক জানিয়েছেন নিবন্ধনের সময় গ্রাহকরা যতবার আঙ্গুলের ছাপ দিচ্ছেন ততবার যে নম্বরগুলোকে রেজিস্ট্রেশন করা হচ্ছে তা যাচাই করে নিতে হবে। কারণ নিবন্ধনের সময় মেসেজ দিয়ে গ্রাহককে বিষয়টি নিশ্চিত করা হয়। সুতরাং এটি যাচাই করা খুব একটা কঠিন নয়। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে গ্রাহকের অজান্তে একাধিক সিম নিবন্ধনের ঘটনাও ঘটেছে। -Bangla Mail
একাধিক সিম ব্যবহারকারী একই ব্যক্তি একটি অপারেটরে পুনঃনিবন্ধনের পর অন্য সিম পুনঃনিবন্ধন করতে গিয়ে আঙ্গুলের ছাপ না মেলার মতো বিড়ম্বনায় পড়ছেন। বিনামূল্যে নিবন্ধনের করানোর কথা থাকলেও প্রায় সব রিটেইলারই গ্রাহকদের কাছ থেকে টাকা নিচ্ছেন।
যদি সত্যিই এই পদ্ধতিতে একজনের নামে অন্যের সিম রেজিস্ট্রেশন হয় তবে তার জন্য যথাযথ কর্তৃপক্ষকেই এর জন্য দায় নিতে হবে। এমনিতেই সাধারন জনগনের ভোগান্তির শেষ নেই, তার উপর অন্যের ঝামেলা নিজরে ঘাড়ে আসলে তো আর কথায় নেই। জীবন পুরোটায় শেষ হয়ে যাবে।
২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
রেদওয়ান কাদের বলেছেন: না একমত নই। কারন সম্ভব দুই রকম হয় একটা ভাল আরেকটা খারাপ। ভালটা ঘটলে ভাল হতো কিন্তু তা কতটা হয়?
ধন্যবাদ।
২| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:৫৪
বিজন রয় বলেছেন: তাহলে এখন কি বলবে?
২৮ শে মে, ২০১৬ দুপুর ১:৪২
রেদওয়ান কাদের বলেছেন: সময়ই সব বলে দেবে! মাহান আল্লাহ অসহায় মানুষের সহায় হোন।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৬ রাত ১০:৪৯
বাংলা গান শুনুন বলেছেন: সব সম্ভবের দেশ বলে কথা।