নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সারা বাংলাদেশটা শান্তিতে ভরে যাক

রেদওয়ান কাদের

রেদওয়ান কাদের › বিস্তারিত পোস্টঃ

শফি হুজুরের যে দাবীকে সর্বসম্মতিক্রমে গ্রহন করা যায়

৩০ শে মে, ২০১৬ রাত ১০:৫৮

'হেফাজতে ইসলাম' বাংলাদেশের বর্তমান রাজনীতির একটি গুরুত্বপূর্ন অংশ বলা যায়। কারন যে কোন দলই তাকে কাছে পেতে আগ্রহী। যে দল যত অপকর্মই করুক তারা জানে ইসলাম এ দেশের রাজনীতির মূল চালিকা শক্তি। তাই ঘুরে ফিরে ইসলামী দলকে কাছে রাখতেই হবে তাদের। তবে হেফাজতে ইসলাম এর প্রধান শফি হুজুর বাংলাদেশের শান্তির জন্য সম্প্রতি একটি গুরুত্বপূর্ন কথা বলেছেন আর তা হলো-

‘দেশের সবাই শান্তি চায়’ মন্তব্য করে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি বলেছেন, ‘মানুষ যখন নামাজ প্রতিষ্ঠা করবে, তখনই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।’ -সূত্র-এখানে

এই দাবীটির সাথে সকল ধর্মপ্রান মুসলিম একমত হবেন বলে আমি মনে করি। কারন যখন সত্যিকার (পূর্ণ বিশ্বাস নিয়ে) নামাজ মানুষ পড়বে তখন কোন অনৈতিক কাজ করতে পারবে না। তাই শফি হুজুরের এই দাবীকে পূর্ণ সমর্থন করা যায়।

ইসলামে রাজনীতি আছে সেটা সত্য কিন্তু হেফাজতে ইসলাম কোন রাজনীতি করেনা বলে জানা যায়।

রাজনীতি কেন করেনা তা অজানা!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৬ রাত ১১:৪৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: সহমত ভ্রাতা! ++

৩১ শে মে, ২০১৬ রাত ৯:১১

রেদওয়ান কাদের বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ৩০ শে মে, ২০১৬ রাত ১১:৫১

রায়ান মুন্সী বলেছেন: তারা রাজনীতি না করলে রাজনৈতিক প্রতিহিংসারর শিকার হয় কিভাবে! সব ভন্ডের দল

৩১ শে মে, ২০১৬ রাত ৯:২১

রেদওয়ান কাদের বলেছেন: তারা রাজনীতি করলে নির্বাচন করেনা কেন? আর ভন্ড হলো ঐসকল মানুষ যারা ধর্মকে প্রয়োজনে সুবিধামত ব্যবহার করে আবার প্রয়োজন শেষে ধর্মকে নিয়ে আজেবাজে কথা বলে থাকে। যেটা নির্বাচনে বেশি দেখা যায় বহুরুপি মানুষকে। বর্তমানে অবশ্য নেই কারন সুষ্ঠু নির্বাচন নাই! সুষ্ঠু নির্বাচন হলেই প্রার্থীদের বহুরুপি লেবাস দেখা যায় আমাদের দেশে।

৩| ৩১ শে মে, ২০১৬ রাত ১২:১৯

কানিজ রিনা বলেছেন: হেপাজত রাজনীতি হবে খেপা জোট।

৩১ শে মে, ২০১৬ রাত ৯:৩৯

রেদওয়ান কাদের বলেছেন: হেফাজতে ইসলামকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা বন্ধ করতে হবে!
ধন্যবাদ।

৪| ৩১ শে মে, ২০১৬ রাত ১২:১৯

কানিজ রিনা বলেছেন: হেপাজত রাজনীতি হবে খেপা জোট।

৫| ৩১ শে মে, ২০১৬ রাত ১২:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শফি হুজুরকে কেন বলতে হবে? মুসলমান মাত্রই জানে সে কথা। নিজের ঘর থেকেই শুরু করুন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.