![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুটির নাম রামেশ দর্জ্জী, বয়স ১১, দেশ-নেপাল। সে যে রোগে ভুগছে তার নাম ইকথিয়োসিস (Ichthyosis). যার চিকিৎসা অনেক ব্যয়বহুল। দুনিয়াতে যে কত রোগ আছে তার শেষ নেই। এই শিশুর শরীর অল্প অল্প করে যেন পাথরে পরিণত হচ্ছে ।
রামেশের মা যখন তাকে জন্ম দিয়েছিলেন তখন তার কাছে কোনো কিছু অস্বাভাবিক লাগেনি। তবে ১৫ দিন পার হবার পর থেকে তিনি রামেশের শরীরের বাইরে কিছু একটি পরিবর্তন দেখতে পান। রামেশের শরীরে দিন দিন মোটা কালো কি যেন বাসা বাঁধছে। আস্তে আস্তে সেগুলো পাথরের মতো শক্ত বস্তুতে রূপ নিতে থাকে। ছেলেকে এভাবে পাথর হয়ে যেতে দেখে চিন্তিত হয়ে পরেন রামেশের বাবা নানদাও।
রামেশ জন্ম নেওয়ার ১৫ দিন পর থেকে তার শরীরের চামড়ায় আমরা কিছু পরিবর্তন লক্ষ্য করি। এ সময় তার শরীর ছোট ছোট পুরু পাথরের মতো রূপ নিতে থাকে। যখন তার বয়স পাঁচ তখন সে আমাদের বলে তার হাঁটা চলায় সমস্যা হচ্ছে। রামেশের যখন ক্ষুধা লাগতো বা টয়লেট লাগতো তখন সে শুধু আমাদের ইশারা দিয়ে জানাতে পারতো।
কোনো শিশু রামেশকে দেখলেই ভয় পেয়ে যেতো। এমনকি তারা কেঁদে দিতো।
বর্তমানে সে নেপালে চিকিৎসাধীন। ডাক্তারের আশা সে খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে। আর হ্যাঁ তার চিকিৎসায় একজন নেপালী সংগিত শিল্পি এগিয়ে এসেছেন!
-বাবার সাথে রামেশ
-মায়ের সাথে রামেশ
মহান আল্লাহ এরকম রোগ যেন আর কাউকে না দেন।
সূত্র: ডেইলি মেইল অনলাইন-UK
১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৭
রেদওয়ান কাদের বলেছেন: ধন্যবাদ।
২| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আল্লাহ সবাই রক্ষা করুক.... আমিন
১২ ই জুন, ২০১৬ বিকাল ৪:২০
রেদওয়ান কাদের বলেছেন: ঠিক বলেছেন।
ধন্যবাদ।
৩| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫০
কল্লোল পথিক বলেছেন:
মহান আল্লাহ এরকম রোগ যেন আর কাউকে না দেন।
আমিন।
১২ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৪
রেদওয়ান কাদের বলেছেন: ধন্যবাদ।
৪| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৭
তানভীরএফওয়ান বলেছেন: আল্লাহ সবাকে রক্ষা করুক.... আমিন
১২ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪২
রেদওয়ান কাদের বলেছেন: ধন্যবাদ।
৫| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৮
শায়মা বলেছেন: এই বাচ্চাকে আল্লাহ তাড়াতাড়ি ভালো করে দিন।
১২ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৯
রেদওয়ান কাদের বলেছেন: আমিন।
৬| ১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
সুমন কর বলেছেন: মহান আল্লাহ এরকম রোগ যেন আর কাউকে না দেন।
১৮ ই জুন, ২০১৬ সকাল ১১:২৯
রেদওয়ান কাদের বলেছেন: আমিন।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের ট্রি-ম্যানতো নাকি এখন আরোগ্যের পথে।
আসলেই পৃথিবীতে বি্সমেয়র েশষ নেই!!!
মহান আল্লাহ এরকম রোগ যেন আর কাউকে না দেন। +++