![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-১
-২
-৩
-৪
-৫
-৬
-৭
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। যেখানে সামাজিক বা ব্যক্তিগত অনেক কিছু উঠে আসে আমাদের সামনে। মাঝে মাঝে এমন কিছু দু:খজনক কুরুচিপূর্ণ ছবি দেখা যায় যা হীন চরিত্রের প্রকাশ করে।
একজন ডাক্তার কিভাবে তার অপারেশন থিয়েটারে হাসতে হাসতে রোগীর পাশে সেলফি তুলে সেই ছবি আবার ফেসবুকে পোষ্ট করে? সে কি আসলে তার পেশার গুরুত্ব বোঝে! এসকল চিকিৎসক কখনো সেবক হতে পারবে বলে মনে হয়না।
এছাড়াও দেখা যাচ্ছে কেউ কবর খোড়ার সময় সেলফি তুলেছে, কেউ মৃত লাশের সাথে সেলফি তুলছে আবার কেউবা অসুস্থ রুগীর পাশে সেলফি তুলছে। এসকল শিক্ষা যদি কেউ পরিবার থেকে না পায় তবে তারা এর চেয়ে ভাল কিছু কখনই করতে পারবে না।
এসব দেখে মনেহয় আমাদের দেশের মানুষের মানষিকতা খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে!
ছবি উৎস: সকল ছবি ফেসবুক থেকে পাওয়া।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৬
মোঃ মঈনুদ্দিন বলেছেন: সেলফি এখন একটা ম্যানিয়া। এটা মানুষকে ম্যানিয়াকে পরিণত করেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এক্কেবারে বরবাদ গেছে সেলফি ব্যারামে পড়ে। ছবিগুলো একদম অসামাজিক আর ডিসগাস্টিং।
চমৎকার পোস্ট। ভালো লাগলো।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৬
তাজবীর আহােমদ খান বলেছেন: ভাই,
এইগুলা মানসিক বিকারগ্রস্ততারি লক্ষণ। ধন্যবাদ পোস্ট এর জন্ন
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৮
শেয়াল বলেছেন: এইগুলা সবডিরে ট্রাকে তুইল্লা হেমায়েতপুর পাঠান লাগব
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩১
সাহসী সন্তান বলেছেন: আপনার পোস্টে উল্লেখিত প্রথম ছবিটা নিয়ে গতকাল তানজির (ব্লগার) ভাইয়ের সাথে আলোচনা করছিলাম। আমার কথা ছিল প্রথম ছবিটা সম্ভাবত শিক্ষানবিশ শিক্ষার্থীদের কোন এক্সপেরিমেন্টের পরে তোলা সেলফি হবে! কেননা যতদূর জানি আইসিইউ অথবা ওটিতে মোবাইল ফোন ব্যবহার করা যায় না!
আর গেলেও সেলফি তোলাটা অসম্ভব (এ ব্যাপারে ডাক্তাররা ভাল বলতে পারবেন)! তবে উনার বক্তব্যটা ছিল ভিন্ন! তিনি মনে করেন, এটা হয়তো নতুন ডাক্তারদের কোন সফল অপারেশনের পরে তোলা খুশির চিহ্ন!
সে যাহোক, তবে এই ধরনের মানুষিকতাকে কখনোই সাপোর্ট করা যায় না! অসুস্থ রুগীকে টেবিলে শুইয়ে (তাই হোক না সেটা কোন অপারেশনের পরের ছবি), যে ডাক্তাররা সেলফি তোলার কাজে মননিবেশ করে তাদেরকে আর যাই হোক, অন্তত দ্বায়িত্বশীল মানুষ বলা যায় না!
পোস্টের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!