নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সারা বাংলাদেশটা শান্তিতে ভরে যাক

রেদওয়ান কাদের

রেদওয়ান কাদের › বিস্তারিত পোস্টঃ

আবারও ইসরাইলের মেন্ডি সাফাদিকে ঘুষ দেবার চেষ্টা!

১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩৭



ইসরাইলের লিকুদ পার্টির প্রভাবশালী নেতা ও মোসাদ এজেন্ট মেন্দি এন সাফাদিকে আওয়ামী লীগ নেতা এবং বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ঘুষ প্রদান করতে গিয়েছিল বলে সংবাদ পরিবেশন করেছে ইসরাইলের ‘জেরুজালেম অনলাইন।’

ইসরাইলের প্রভাবশালী এই পত্রিকায় 'Bangladeshi Minister Attempts to Bribe Israeli Official in Zurich' - শিরোনামে প্রকাশিত ছবিসহ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের পক্ষে সমর্থন করতে এবং সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক তৎপরতা বন্ধে সাফাদিকে অনুরোধ জানায় বাংলাদেশের এ প্রতিমন্ত্রী।

তবে মেন্দি সাফাদি তা প্রত্যাখ্যান করেছেন এবং বৈঠকে বীরেন শিকদারের সাথে একজন উপদেষ্টাও উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জেরুজালেম অনলাইনকে মেন্দি সাফাদি জানায়, "এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদও আমাকে কনভিন্স করতে চেয়েছেন এবং বিনিময়ে উপঢৌকনও দিতে চেয়েছেন।" ড: তুহিন মালিক তার এক ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন এসব কথা।


ইসরাইল পৃথিবীর সবাচাইতে ঘৃনিত একটি দেশ। তাদের কাছে সাহায্য চাওয়া মানে নিজেদেরকে অপমানিত করা। কারন তারাই বিশ্ব অশান্তির মূল কারন। তাই তাদেরকে যারা সাহায্য করে বা তাদের কাছে যারা সাহায্য চায় উভয় ইসরাইলের মত সমান অপরাধি। আবার যেসব বিষয়ে সাহায্য চাওয়া হয়েছে তাও অনেক সেনসেটিভ বিষয়। এসকল বিষয় বাংলাদেশের ব্যর্থতা প্রমান করে নি:সন্দেহে!

নিউজ সূত্র: (https://goo.gl/T14zbA)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩২

এই আমি রবীন বলেছেন: "ইসরাইল পৃথিবীর সবাচাইতে ঘৃনিত একটি দেশ। ..........." কারণ তারা কাফের।
তারা মুরতাদ।
" ........ কারন তারাই বিশ্ব অশান্তির মূল কারন।" - আহ্হা! কি হাচা কথাটাই না বললেন। আপনার জন্য নোবেল ্ও যথেষ্ট না।
টুইন টা্ওয়ারে হামলা করছে কে ? - ইঞুদি
আইসিস চালায় কে ? - ইঞুদি
প্যারিস হামলা করছে কে ? - ইঞুদি
শোলাকিয়া হামলা করছে কে? -ইঞুদি
বোকো হারাম, তালেবান, হিজবুল্লা এগুলি কি? -ইঞুদিদের স্কুল।

দুনিয়তে একটাই শান্তির পায়রা। আর বাকিরা আকামের কাউয়া!

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৯

রেদওয়ান কাদের বলেছেন: ও আচ্ছা আপনি তো আবার 'র' এর লোক! আপনার কাচে এরকম মন্তব্য আসাই স্বাভাবিক কারন ইসরাইল আর ইন্ডিয়াতো একই মাল।

২| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় অন্ধ আওয়ামী সমর্থক!!!!!!

বিএনপির নেতা মিটিংয়ে আশেপাশে থাকলেও তোলপাড় তুলে ফেলে- আর নিজেরা যখন কট খায়- পুরাই উল।টা সুর!!!!!!

পারেও বটে!!! =p~ =p~ =p~
কিন্তু আখেরে নিজেরাই নি:স্ব হয়ে যাচ্ছে বুঝতেছে না!
মানুষ একবারই ঠকে! তারপর কিন্তু ঠকে না!

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪১

রেদওয়ান কাদের বলেছেন: কি আর করবেন, নীতিহীন থাকলে যা হয়!
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.