নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সারা বাংলাদেশটা শান্তিতে ভরে যাক

রেদওয়ান কাদের

রেদওয়ান কাদের › বিস্তারিত পোস্টঃ

\'১৩১৯\' দিন কারাভোগের পর \'মুক্তি\' পেলেন

২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮



মুক্তি পেয়েছেন ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় নিয়ে বিচারপতির কথোপকথন-সংক্রান্ত স্কাইপ কেলেঙ্কারির ঘটনা পত্রিকায় প্রকাশ করায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়। একই বছর ১১ এপ্রিল দৈনিক আমার দেশ কার্যালয় থেকে তাঁকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়।

৩১ অক্টোবর সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন। এরপর ২৩ দিন লাগল মুক্তি পেতে! যাই হোক মাহমুদুর রহমানের বিরুদ্ধে গত কয়েক বছরে ৭০ এর অধিক মামলা হয়। যে মামলার কারনে তিনি ১৩১৯ দিন কারা ভোগের পর জামিনে মুক্ত হলেন আজ। অবশ্য ডেলি স্টার সম্পাদক আনাম সাহেব কয়েকদিনে প্রায় ৯০টার মত মামলা খেয়েছেন তবে সুখের বিষয় হলো তাকে এক দিনও কারাভোগ করতে হয়নি!

এটাই আমাদের দেশের বর্তমান নিয়ম। মানুষ ভিন্ন, নিয়ম ভিন্ন।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২০

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: ১৩১৯ দিন! অনেক সময় জীবন থেকে চলে গেলো। তবে আশা করা যায় সময়গুলো তিনি অযথা নষ্ট করেন নি। জ্ঞান অর্জন কিংবা চিন্তা-ভাবনার সমৃদ্ধকরণে সময়গুলোকে কাজে লাগিয়েছেন। জেলে ১৩১৯ দিন নামে আমরা একটি আত্মকথাও অচিরেই পেতে পারি।

২| ২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩

আহা রুবন বলেছেন: অনেক বড় নেতা হয়ে গেলেন

৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


ওকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে, কিংবা ব্লগারদের 'নাস্তিক' ডাকার কারণে ওর ফাঁসী হবে; সে ওবেগম জিয়া ব্লগারদের নাস্তিক ডাকায়, এত বেশী ব্লগারকে প্রাণ হারায়েছেন; এই শয়তানের ফাঁসী হবে।

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

রেদওয়ান কাদের বলেছেন: কি আর করবেন ঐ মাহমুদুর রহমানকে বাংলাদেশের সাধারন মানুষ বেশী পছন্দ করে, মনে রাখবেন সাধারন মানুষ, মানুষ চিনতে ভুল করে না । আপনি তো ব্লগার- আপনি কোন ধর্মে বিশ্বাস করেন একটু বলবেন নাকি? আমি কিন্তু ইসলাম ধর্মে বিশ্বাসী ব্লগার।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাৎসানায় সময়ের স্বাক্ষ্য হয়ে রইলেন.

মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধের ১৩১৯ দিন!

৫| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপি-জামাত জোট সরকারের সাবেক জালানি উপদেষ্টা এবং বিশিষ্ট সাংবাদিক।
আসলে সাংবাদিক তো দূরের কথা, কোন কালে কোন সংবাদপত্রে এক কলম লিখেছিলেন কি না সন্দেহ।
ছিলেন প্রকৌশলী, দুর্নিতীবাজ সরকারি আমলা। পরে এরশাদের নিষ্ঠাবান চামচা।
জামাই সুত্রে ঢুকেছিলেন মুন্নু পরিবারে, পরে ... এটি পড়ুন। view this link

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩০

রেদওয়ান কাদের বলেছেন: আপনার আজগুবি গল্প খারাপ না নিজেকে সান্তনা দেওয়ার জন্য। মাহমুদুর রহমানকে যারা সাংবাদিক মনে করেন না তার হলেন আপনার গল্পের সেই থাবা বাবার মত মানুষেরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.