নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সারা বাংলাদেশটা শান্তিতে ভরে যাক

রেদওয়ান কাদের

রেদওয়ান কাদের › বিস্তারিত পোস্টঃ

সৌদি আরবে ‘নিষিদ্ধ ৫০ নাম\' আপনারটাও আছে কি?

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪১



সৌদি আরব মানুষের ৫০ (পঞ্চাশ) টি নাম নিষিদ্ধ করেছে। যেগুলো আর ব্যবহার করা যাবে না। যদি কেউ সেই নামগুলো পূর্বে রেখে থাকে তবুও তা আর ব্যবহার করা যাবে না। নামগুলো দেখে নিন আপনারটা কি তার মধ্যে আছে কি না?

ধরা যাক, আপনার নাম লিন্ডা, আমির কিংবা নবী। তাহলে সৌদি আরবে কেউ আপনাকে এই নামে ডাকতে পারবে না। কারণ এসব নাম দেশটিতে নিষিদ্ধ।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রীতিমতো প্রজ্ঞাপনের মাধ্যমে ৫০টি নামের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আর এর ফলে এসব নাম কেউ তাঁদের পরিবারের কোনো সদস্যের জন্য রাখতে পারবেন না। আগে থেকে এসব নাম রেখে থাকলেও আর সেই নামে ডাকা যাবে না।

গালফ নিউজ জানিয়েছে, দেশটির নাগরিক বিষয়ক বিভাগ থেকে নিষিদ্ধ ঘোষিত এই ৫০টি নামের তালিকাও প্রকাশ করা হয়েছে।

যেসব নাম নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হলো :

মালাক,
আবদুল আতি,
আবদুল নাসের,
আবদুল মুসলেহ,
বেনিয়ামিন,
নারিস,
ইয়ারা,
সিটাভ,
লল্যান্ড,
তিতাজ,
বাররাহ,
আবদুন নবী,
আবদুর রসুল,
সুমোও,
আল মামলাকা,
মালিকা,
মামলাকা,
তবারক,
নারদীন,
স্যান্ডি,
রাম,
মালিন,
ইলায়েন,
ইনার,
মালিকতিনা,
মায়া,
লিন্ডা,
রান্ডা,
বাসমালা,
জিব্রাইল,
আবদুল মুঈন,
আবরার,
ইমান,
বায়ান,
বাসিল,
উইরিলাম,
নবী,
নবীয়া,
আমির,
তালিন,
আরাম,
নারিজ,
রিতাল,
এলিস,
লারিন,
কিবরিয়াল ও
লরেন।

বেঞ্জামিন নামটিকে আরবিতে উচ্চারণ করা হয় বেনিয়ামিন। ইসলাম ধর্মের নবী হজরত ইয়াকুব (আ.)-এর ছেলের নাম ছিল বনি আমিন। তবে এটাও ঠিক যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নামও বেনিয়ামিন নেতানিয়াহু।

এ ছাড়া তালিকায় থাকা কিছু নাম ইসলামপন্থী নয় বা ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক বলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সেই সঙ্গে রাজপরিবারের সদস্য নির্দেশিত হতে পারে এমন কিছু নামও নিষিদ্ধ করা হয়েছে। যেমন মালিক যার অর্থ রাজা, মালিকা যার অর্থ রানি।

সূত্র: এনটিভি নিউজ

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভন্ড সউদরা এইসব ছাড়া আর কি করতেই বা পারে!!!!

ধ্বংস হোক সউদ গং এবং যারা সাহায্যকারী। ইসলামের পবিত্র স্থান সমূহ মুক্ত হোক ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

রেদওয়ান কাদের বলেছেন: ধ্বংস হোক সউদ গং এবং যারা সাহায্যকারী। ইসলামের পবিত্র স্থান সমূহ মুক্ত হোক । -একমত।

ধন্যবাদ।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার নাম তালিকায় নেই।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০১

রেদওয়ান কাদের বলেছেন: আপনিতো বহুত ভাগ্যবান ফরিদ ভাই।
ধন্যবাদ।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২০

বনসাই বলেছেন: আমার নাম নাই তবে আপনার ভাবীর নাম আছে। :(

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৭

রেদওয়ান কাদের বলেছেন: তাহলে এখন কি করবেন? নতুন কোন চিন্তা করছেন নাকি............. B-)

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩

বিজন রয় বলেছেন: আমারটা থাকবার কথা নয়।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৩

রেদওয়ান কাদের বলেছেন: সেজন্য খুঝে সময় নষ্ট করে লাভ নেই!

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৩

রেদওয়ান কাদের বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: আমার নাম নাই :D

০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০১

রেদওয়ান কাদের বলেছেন: তাহলে তো বেঁচেই গেলেন....... B-)

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১০

অনিন্দ্য অবনী বলেছেন: টাসকিত হইলাম ,, এবং নিজের নাম খানা সহি সালামত দেখিয়া যারপরনাই আনন্দিত হইলাম।।।:-D

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সৌদি সরকার এই নামগুলো নিষিদ্ধ করেছে তাদের দেশের জন্য। তাদের এই নিষেধাজ্ঞায় অন্য দেশের কী যায় আসে?

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

আলগা কপাল বলেছেন: আমার নামখানা সহি সালামতে বহাল তবিয়তে অক্ষত অবস্থায় নির্ভেজাল নির্ঝঞ্ঝাটে কোনো রকম নিষেধাজ্ঞা ছাড়াই বর্তমান আছে। অবশ্য সউদির নাম-নিষেধাজ্ঞায় আমার কিছু যায় আসে না।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৮

এডওয়ার্ড মায়া বলেছেন: সৌদিরা শালারা দুনিয়ার আজিব চিজ :)

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৪

ডেভী জোন্স লকার বলেছেন: হেতেরা "সোনামনিদের সুন্দর সুন্দর নাম" টাইপ কোন বই বেঁচে না ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.