![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইকোনমিক টাইমস একটি প্রতিবেদনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা কে কত বেতন পান সেটি প্রকাশ করেছে৷ ঐ প্রতিবেদনে উল্লেখ থাকছে শুধুমাত্র তাদের বাৎসরিক বেতনের পরিমাণ৷ এর আলোকে বাংলাদেশসহ বিশ্বের ৯টি দেশের রাষ্ট্রপ্রধানের বেতন (মার্কিন ডলারে) উল্লেখ করা হলঃ
বারাক ওবামা (ইউএসএ):
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বছরে বেতন পান ৪ লাখ ডলার করে৷
জাস্টিন ট্রুডো (কানাডা):
ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাৎসরিক বেতনের পরিমান পান ২ লাখ ৬০ হাজার ডলার৷
আঙ্গেলা ম্যার্কেল (জার্মানি):
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বছরে বেতন পান ২ লাখ ৩৪ হাজার ৪০০ মার্কিন ডলার৷
রেচেপ তাইয়েপ এর্দোয়ান (তুরস্ক):
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানের বছরে বেতন ১ লাখ ৯৭ হাজার ডলার৷
ফ্রাঁসোয়া ওলঁদ (ফ্রান্স):
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলঁদের বেতন বছরে ১ লাখ ৯৪ হাজার মার্কিন ডলার৷
থেরেসা মে (ইউকে):
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বাৎসরিক বেতন পান ১ লাখ ৭৮ হাজার ২৫০ ডলার।
ভ্লাদিমির পুতিন (রাশিয়া):
রাশিয়ার প্রেসিডেন্ট বেতনের হিসাবে অন্যান্যদের চেয়ে পিছিয়ে। তিনি বছরে বেতন পান ১ লাখ ৩৬ হাজার মার্কিন ডলার৷
নরেন্দ্র মোদী (ভারত):
দক্ষিণ এশিয়ার প্রভাবশালী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরে ৩০ হাজার ৩০০ মার্কিন ডলার বেতন পান৷
শেখ হাসিনা (বাংলাদেশ):
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাৎসরিক বেতন ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার যা টাকার হিসাবে ১৩ লাখ ৮০ হাজার টাকা৷
ইসলামের খলিফা হযরত ওমর (রা) এর মাসিক বেতন: হজরত ওমর ফারুক (রা.)-এর জীবনযাত্রা নির্বাহের প্রধান অবলম্বন ছিল মাসিক মাত্র ১৩০ মুদ্রা সরকারি ভাতা। তিনি ও তাঁর পরিবারের সদস্যরা সামান্য আহার গ্রহণ করতেন। এগুলো মোটা আটার রুটি, গোশত ও জয়তুন ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ পৃথিবীর মহান খলিফা হয়েও তিনি খেজুর পাতার মসজিদ ঘরে বসে বিশাল সাম্রাজ্য পরিচালনা করেছেন এবং প্রহরীবিহীন সাদামাটা ঘরে দিনযাপন করতেন।
এই তুলনা থেকে বোঝা যায়, আসলে সাধারন মানুষের শান্তিময় জীবন যাত্রার জন্য সঠিক ইসলামের বিকল্প নেই।
বেতন তথ্য-গো-নিউজ২৪/বিএস
০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৪
রেদওয়ান কাদের বলেছেন: সময় পেলে হযরত ওমর (রা) জীব্নী পড়ে নিবেন তাহলেই জানতে পারবেন সে সময়ের ১৩০ মুদ্রার বর্তমান মূল্য কত ছিল।
ধন্যবাদ।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩
পুকু বলেছেন: I agree with mr. devnath.ha ha ha!!!! that was eye wash for common people like the present blog writer. he thinks 130 murda means 130 taka !!!
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনার নিজের বাৎসরিক ইনকাম কতো বা বেতন কতো.....মোটা রুটিতে কি চলবে??
০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫০
রেদওয়ান কাদের বলেছেন: ভুলে যাবেন না সকল ধরনের জনগনের টাকায় কিন্তু তাদের বেতন হয়!-ধন্যবাদ।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
হাসান মাহবুব বলেছেন: হাহাহা!
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
"ইসলামের খলিফা হযরত ওমর (রা) এর মাসিক বেতন: হজরত ওমর ফারুক (রা.)-এর জীবনযাত্রা নির্বাহের প্রধান অবলম্বন ছিল মাসিক মাত্র ১৩০ মুদ্রা সরকারি ভাতা। "
-আপনি কিসের সাথে কি তুলনা করছেন? ওবামার তুলনায় খলীফা ওমর ছিল ভেঁড়ার খামারের মালিক, উনার তো বেতন থাকার কথা নয়!
০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩২
রেদওয়ান কাদের বলেছেন: একমূখী রাজনীতির পাশাপাশি ইসলাম নিয়ে কিছু পড়াশুনা করেন গাজী ভাই পরকালে এটাই কাজে লাগবে। কি হবে রাজনীতির পেছনে সময় ব্যয় করে?
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৭
নূর আলম হিরণ বলেছেন: এই টাকা জমিয়ে অবসরের পর ওবামা আর পুতিন খেলাফত প্রতিষ্ঠায় কাজ করবে বলে উইকিলিকস নথি ফাঁস করেছে!
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৯
প্রণব দেবনাথ বলেছেন: ওই সময়ের ১৩০ মুদ্রা এই সময়ের মূল্যে কত হয় হিসেব আছে ? মুর্খদের মত পরিসংখ্যান না দিয়ে বুদ্ধি দিয়ে বিবেচনা করুন দেখবেন তাতে ক্ষতি হবে না আপনার ধর্মের লাভ ই হবে ।