নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন পরিপূর্ণ মানুষ হতে চাওয়া নকল মানুষ। নিজ ধর্মে বিশ্বাসী ধার্মিক। নিজ কাজে নির্ভরশীল শ্রমিক। দেশকে ভালবাসা এক দেশপ্রেমিক।মানুষে মানুষে সচেতনতা বাড়ুক, দেশ হোক উন্নত, সমৃদ্ধশালী। মানবতা আশ্রয় নিক হৃদয়ে।

রিফ্রাক্শন

আমি ঠিক আমার মতো। আমার ভাবনার মত। ভাবনাগুলোর যুক্তির মত। আমি যেগুলো তে বিশ্বাস করি সেই বিশ্বাস এর মত। আমি আমার রচিত সংবিধানের মত। আমি প্রেমিকা পাগল প্রেমিকের মত। কাজ পাগল শ্রমিকের মত। দায়িত্ব নিতে চাওয়া নেতার মত। অবশেষও আমি মানুষ আপনাদের মতই, আপনাদের মধ্যেই একজন।

রিফ্রাক্শন › বিস্তারিত পোস্টঃ

আমাদের বৈশাখ

১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৩

প্রিয়তমা,
আমাদের ও একদিন বৈশাখ আসবে।

'বৈশাখ' এ তোমাকে কিছু দেব না বলে
'বৈশাখ' এর আগে আমাদের অভিমান হবে
তুমি আমাকে না জানিয়ে পাঞ্জাবি কিনে রাখবে
আমাকে মানাবে তাতে, রং টা সাদা হলে।

তারপর,
চৈত্র সংক্রান্তির রাতে, একটি ব্যাগ নিয়ে হব হাজির
ব্যাগে থাকবে,
লাল-সাদা রঙের চুড়ি
টকটকে লালের মাঝে সাদা রঙের শাড়ি
কপালের টিপ
লিপস্টিক টা পছন্দ না বলে কেনা হবে না
তুমি নিশ্চয় আবার রাগ করবে নাহ!

তারপর,
পহেলা বৈশাখের দিন
খুব সকালে ভাঙবে ঘুম
যাব পদ্মা নদীর তীরে
কোন মাঝি যদি বিক্রি করে ইলিশ অল্প দামে
সাথে তার ঘরের আউশ চালের খাটি পান্তা
খাওয়া শেষে আসব পাকশী স্টেশনে
আসার পথে বকুল ফুলের গাছ থাকলে
মালা বানিয়ে পড়িয়ে দেব
সূর্য উঠার আগে জড়িয়ে ধরে হাত
হাটবো প্লাটফরমে
রবীন্দ্রনাথের কোন কবিতা যদি মনে পরে তোমার
আবৃতি করে শোনাবে আমায়
ওটা তুমি ভালোই পারো।

সূয্যি মামা দেখা দিলে, প্রস্থান নেব আমরা
তারপর শহরের কোথাও মেলা বসবে
সাংস্কৃতিক দল গুলো গান শোনাবে
নাচ দেখাবে।

তারপর, বিকেল হলে
দুরে কোথাও পালিবো
আলো হারিয়ে সন্ধ্য নামলে
বছরের মত 'বৈশাখ' হারাবে
অপেক্ষ শুরু হবে
আবার কবে 'বৈশাখ' আসবে!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩২

অতঃপর হৃদয় বলেছেন: ভালোই।

পহেলা বৈশাখের শুভেচ্ছা রইলো

২| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৪

সৈয়দ হাসান ওমর বলেছেন: বৈশাখী শুভেচ্ছা রইল

৩| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৩

ধ্রুবক আলো বলেছেন: বৈশাখ আসবে শীঘ্রই, অপেক্ষা আশা পূরণ হোক। কবিতায় +


শুভ হোক নববর্ষ

৪| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২২

রিয়াজ দ্বীন নূর বলেছেন: উত্তম

১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৬

রিফ্রাক্শন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.