নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন পরিপূর্ণ মানুষ হতে চাওয়া নকল মানুষ। নিজ ধর্মে বিশ্বাসী ধার্মিক। নিজ কাজে নির্ভরশীল শ্রমিক। দেশকে ভালবাসা এক দেশপ্রেমিক।মানুষে মানুষে সচেতনতা বাড়ুক, দেশ হোক উন্নত, সমৃদ্ধশালী। মানবতা আশ্রয় নিক হৃদয়ে।

রিফ্রাক্শন

আমি ঠিক আমার মতো। আমার ভাবনার মত। ভাবনাগুলোর যুক্তির মত। আমি যেগুলো তে বিশ্বাস করি সেই বিশ্বাস এর মত। আমি আমার রচিত সংবিধানের মত। আমি প্রেমিকা পাগল প্রেমিকের মত। কাজ পাগল শ্রমিকের মত। দায়িত্ব নিতে চাওয়া নেতার মত। অবশেষও আমি মানুষ আপনাদের মতই, আপনাদের মধ্যেই একজন।

রিফ্রাক্শন › বিস্তারিত পোস্টঃ

নন্দিনী

০৫ ই মে, ২০১৮ রাত ১২:৪৩

প্রিয় নন্দিনী,

মনে আছে ? প্রথম দেখা হওয়ার কথা?
ক্যাম্পাসের ফাঁকা লাইব্রেরীতে, আমি ছিলাম ফেলুদায় মগ্ন
হঠাত তুমি বসলে বেশ শব্দ করে, মনোযোগ হারিয়ে দৃষ্টি কারলে তুমি,
উড়তে থাকা তোমার খোলা চুল, রহস্য জমে ওঠা সে চোখ, হাতে সমরেশ
মুহূর্তে খুন হলাম আমি,
যে খুনের কোন সমাধান নেই সত্যজিতের কোন লেখায়
এমন খুন আমি হতে চেয়েছিলাম,একবার নয়, অনেকবার।

মনে আছে? প্রতিটি শীতের সকালের কথা?
ঘুম জড়ানো চোখে, গলির মোড়ে
ধোঁয়া ওঠা চায়ের কাপে, শব্দ করে চুমুক এঁটে
শুরু হত আমাদের পথচলা, সাথে কিছু স্বপ্ন,
আমাদের বেঁচে থাকার স্বপ্ন কিছু তার রঙ্গিন, কিছু সাদামাটা।

মনে আছে, তোমার অভিমানের দিনে,
বা- পকেটে ক্ষানিক হ্রদয় নিংরানো ভালোবাসা কিংবা
হিপ পকেটে তোমার প্রিয় রঙের গোলাপ নিয়ে,
আমি তুমি নির্বাক, সমান্তরালে হেঁটে যাওয়া দীর্ঘপথ,
তারপর তোমার পৃথিবী কিছুটা শ্রান্ত হলে ,
পরিচিত সে ঠোঁটে উষ্ণতায় গলে যেত অভিমান ।

প্রিয়তমা, চল ফিরে যাই আমাদের দিন গুলোতে
যেখানে আছে আমাদের স্বপ্ন , আর তোমার কিছু অভিমান।


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.