নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন পরিপূর্ণ মানুষ হতে চাওয়া নকল মানুষ। নিজ ধর্মে বিশ্বাসী ধার্মিক। নিজ কাজে নির্ভরশীল শ্রমিক। দেশকে ভালবাসা এক দেশপ্রেমিক।মানুষে মানুষে সচেতনতা বাড়ুক, দেশ হোক উন্নত, সমৃদ্ধশালী। মানবতা আশ্রয় নিক হৃদয়ে।

রিফ্রাক্শন

আমি ঠিক আমার মতো। আমার ভাবনার মত। ভাবনাগুলোর যুক্তির মত। আমি যেগুলো তে বিশ্বাস করি সেই বিশ্বাস এর মত। আমি আমার রচিত সংবিধানের মত। আমি প্রেমিকা পাগল প্রেমিকের মত। কাজ পাগল শ্রমিকের মত। দায়িত্ব নিতে চাওয়া নেতার মত। অবশেষও আমি মানুষ আপনাদের মতই, আপনাদের মধ্যেই একজন।

রিফ্রাক্শন › বিস্তারিত পোস্টঃ

শ্রদ্ধা !

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯

ঘুমিয়ে ছিলাম। হঠাৎ রুমের মধ্যে একটা হুলুস্থুল ব্যাপার। ঘুম ভেঙে গেলো। ততক্ষণে বাজে রাত ১১ টা মত। উঠে দেখি আমার বন্ধু কি যেন খুঁজছে, এক কানে আবার ফোন ধরে আছে.....কথা শুনলাম.....

-মা, এবার আসার সময় তুমি আমার কালো পাঞ্জাবি টা দিবা না?
(আন্টির কোন কথা শুনি নি)
-আহা, আমি কি মনে করে নি আসবো, তুমি দিয়ে দিবা না, কি মনে থাকে তোমার?
-
-এখন আমি কী পড়ে শহিদ মিনারে যাব?

লাইন টা কেটে দিল। আমি একটু অভিনয় করলাম:

-কি হইছে রে স্বচ্ছ?
-ধুর বা*, কালো পাঞ্জাবি নাই।
-কী হবে?
-আরে কাল ২১ শে ফ্রেব্রুয়ারি না? শহিদ মিনারে যাব নাহ?
-কালো পান্জাবি ছাড়া কি যাওয়া যায় না?
-আরে, একটা ব্যাপার আছে না, ফুল দিব তারপর ছবি তুলব, আপলোড দিব, মানুষকে জানাতে হবে না, শ্রদ্ধা বলে একটা কিছু আছে তো.....নেতা দের দেখাতে হবে.....
ইত্যাদি.......

আমি আর কিছু না বলে বন্ধুর মন খারাপ চেহারা দেখতে ছিলাম। আহা, এরকম মন খরাপ যদি পান্জাবির জন্য না সেইদিনের শহিদদের প্রতি হত!

কিছুক্ষন পর আমি আমার একটা কালো চাদর দিলাম। ও খুশি হয়ে ফেসবুকে একটা স্টাটাস দিল যেখানে ভাষা' বানান টা ভাসা' হয়ে ভেসে গেছে। (আমার লেখাতেও বানান ভুল আছে, প্রতিকী হিসেবে দেখবেন)।

বন্ধু আবার তার আরেক বন্ধু (ডিএসএলআর ওয়ালা) কে ফোন দিয়ে ওর ক্যামেরা আনার কথা বলতে বলতে বের হয়ে গেল।

ফুল দিয়ে রুমে ফিরলাম। ভাবলাম একটু ফেসবুক দেখি। শুধু স্ক্রল করি......

এক পত্রিকায় দেখলাম ২১ উপলক্ষে খাওয়ার আইটেম দেওয়া হয়েছে। আবার আগামী দিনে কি ভাবে সাজবেন? ইত্যাদি....

কিছুক্ষন পর স্বচ্ছর কথা শুনতে পেলাম, "বাবু, কাল আমি গায়ে কালো শাল পড়ব, তুমি পড়বা কালো শাড়ি, চোখে আইলানার, সাথে কালো টিপ, কাল শোকদিবস তাই সব হবে কালোময়।"

আমি লেপের মধ্যে মাথা ঢেকে ভাবছি, ২১ শে ফেব্রুয়ারি কিসের জন্য?
আমার মত ভাষা বা বানান ভুল করে স্ট্যাটাস দেওয়ার জন্য?
শহিদ মিনারে ফুল হাতে কালো পান্জাবি পড়ে ছবি তুলার জন্য?
বাবু কে ডেটিং করার নতুন একটা দিন বানানো? কস্টিউম দিয়ে শোক বোঝানো?

যতই বলি, ভাষা দিবস হয়ত থেকে যাবে যুগ-যুগান্তর কিন্তু মূল্যবোধ থাকবে না।

তবুও আমরা কথায় কথায় ইংরেজি ব্যবহার করে স্মার্ট হব! ইংলিশ মিডিয়ামের পোলাপান কে স্মার্ট ভাববো!

যাই হোক,
তাঁদের প্রতি শ্রদ্ধা আসুক মন থেকে,
মূল্যবোধ জাগ্রত থাকুক প্রাণ থেকে।

শ্রদ্ধা সকল শহিদের প্রতি।

মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লিখেছেন।

০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:১৮

রিফ্রাক্শন বলেছেন: ধন্যবাদ

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২১

মা.হাসান বলেছেন: বরাবরই আপনি ভাল লেখেন। পড়ে ভালো লাগলো। অল্প কথায় খুব সুন্দর করে লিখেছেন। ইচ্ছে করে করা বানাল ভুলটা আমার চোখেও পরেছে।

০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:১৯

রিফ্রাক্শন বলেছেন: বানান ভুল করলে আসলেই নিজের আছে কেমন লাগে। তবুও কিছু থেকে যায় অজ্ঞতা এবং চোখে পড়ে না এজন্যই।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২১

রাজীব নুর বলেছেন: লোক দেখানো কিছুই ভালো নয়।
দেশকে ভালোবাসতে হয় মন থেকে।

০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:২১

রিফ্রাক্শন বলেছেন: দেশপ্রেম জাগ্রত হোক ভেতরে, লোক দেখানো নয়।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫১

নীল আকাশ বলেছেন: আসলে গোড়ায় গলদ থাকলে যা হয় সেটাই হয়েছে। একুশে ফেব্রুয়ারী কোথা থেকে এসে হাজির হলো? এত আন্দোলন আর মৃত্যু ৮ই ফাল্গুনকে কেন্দ্র করে, আর এখন সবাই পালন করে একুশে ফেব্রুয়ারী? কি তাজ্জব ব্যাপার!!!
লেখার থীম ভালো হয়েছে। চমৎকার।

০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:২০

রিফ্রাক্শন বলেছেন: ধন্যবাদ।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার এই ঘটনা থেকে বহু বছর আগের একটা গল্পের কথা মনে পড়ে গেল। প্রায় ১৭/১৮ বছর আগে লিখেছিলাম, কোথায় হারিয়েছি, জানি না। খুঁজে পেলে পোস্ট দিতাম। বড়উ অদ্ভুত হয়ে যাচ্ছে আমাদের অনুভূতির প্রকাশগুলো।

০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:২০

রিফ্রাক্শন বলেছেন: একদম। অনুভূতিরা ফিরে পাক আসল গন্তব্য।

৬| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: সবই লোক দেখানো........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.