নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ দিয়ে গল্প দেখি। মন দিয়ে গল্প লিখি। অলস আমি। :-)

Rehan

অপ্রত্যাশিত মানুষ।

Rehan › বিস্তারিত পোস্টঃ

উপেক্ষা…

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪০

হিসেবের শুরুটা হয় মেলানোর অপেক্ষায়।
আর শেষটাতে অমিল গুলি রয়ে যায় উপেক্ষায়।

ইট কাঠের ভিড়ে ছুঁড়ে ফেলে সেই অনুভূতি।
অনেকটা ছুঁড়ে ফেলা জারজ শিশুর মতো।
এভাবেই তিলে তিলে জমে হিসেবের অমিলগুলো।
ভরা পূর্ণিমায় একা কখনো অমিলগুলি সব যোগ করে দেখো,
নির্বাক ভালোবাসা পাবে।
হয়তো বর্ণহীন, স্বাদহীন তবুও যেন অনেক রঙিন।

মনে আছে তোমার?
বিশাল বালি ভূমিতে হাত ধরেছিলাম তোমার সেদিন।
বালিকনা সাক্ষী রেখে চিৎকার করে বলতে চেয়েছিলাম...
'হে আকাশ শুধু তুমিই নও আমার ভালাওবাসার আর একজন আছে,
তুমি তো নিষ্ঠুর, থাক অনেক দূরে কিন্তু দেখ সে আমার পাশে।'
সময়ের স্রোতে কথাগুলো আর বলা হয়নি কখনো।
একটি করে দুটি করে আজ আমারও অনেক হিসেবের অমিল জমেছে।
মুছে দিতে শিখেছি সব হিসেবের অমিলগুলো।
ঠিক যেভাবে হিসেবের শুরুতে ছিলে তুমি।
আর শেষটাতে যেন অমিলের উপেক্ষা।


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৬

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: কবিতা দারুণ হয়েছে।শুভ কামনা।(হইত বর্ণহীন=হয়তো, বলা হইনি কখনো=বলা হয়নি)
শুভ নববর্ষ।ভাল থাকুন।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:১৭

Rehan বলেছেন: ধন্যবাদ!! সত্যি আমি বাংলায় কাঁচা ...

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৮

নূর-ই-হাফসা বলেছেন: অনেক সুন্দর কথা গুলো । শুরু টা খুব ভালো লাগলো ।

০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৯

Rehan বলেছেন: ধন্যবাদ !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.