নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ দিয়ে গল্প দেখি। মন দিয়ে গল্প লিখি। অলস আমি। :-)

Rehan

অপ্রত্যাশিত মানুষ।

Rehan › বিস্তারিত পোস্টঃ

প্রিপেইড বনাম পোস্টপেইড

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২২

ধরুন আপনার বাপ ভাই নানা কাকা কেউ নাই, একদম খালি হাতে এসেছেন আপনি ঢাকায় চাকরি করতে|
চাকরি না পেলে তো অন্য হিসাব, আর ধরুন একটা পেয়েও গেছেন চাপা কিংবা চিপার জোরে...
এইবারই শুরু হলো পোস্টপেইড আর প্রিপেইড এর খেলা |
থাকার জায়গা লাগবে সেটা ম্যান্ডাটরি প্রিপেইড সিস্টেম, এক মাসের, দু মাসের এমনকি তিন মাসের ও প্রিপে হতে পারে ...
ধরুন, লামসাম 20 হাজার টাকা লাগবে বাসস্থান বন্দোবস্ত করতে |
এর পর শুরু দৈনিক যাতায়াত, বাস কিংবা রিক্সা (CNG ..থাক বাদ দেন ) সব এ প্রিপেইড এবং তাদের ঐচ্ছিক দাবি অনুযায়ী পরিশোধ অবশ্যক|
ধরুন, লামসাম 3 হাজার টাকা লাগবে যাতায়াত বন্দোবস্ত করতে |
এরপরতো খাওয়াদাওয়া আছেই, বিয়ার গ্রিলের স্লোগান সত্য করে 'আমাদের বেঁচে থাকতে হবে '
যা দিবে হোটেল সমিতি বা বুয়া সমিতি মুখ বুজে নগদ দিয়ে আসতে হবে|
ধরুন, লামসাম 4 হাজার টাকা লাগবে খাইদাই বন্দোবস্ত করতে |
আরো 3 হাজার ধরুন গেলো ফর্মাল পোশাক আসাকের পিছনে....
আড্ডাবাজি বা ঘোরাঘুরিতে খরচ ?? সময় কৈ ?? (জী ঠিক ধরেছেন টাকা কৈ !!)

এইবার দেনা ছেড়ে পাওনাতে আসুন আই মিন আপনার স্যালারি ... ওটা কিন্তু পোস্টপেইড !! এমনকি ওটা মাসের চার, পাঁচ কিংবা দশ তারিখেও হতে পারে.. এতে কবি নীরব থাকায় ভালো , আওয়াজ দিলেই বিপদ, চাকরি যেতে পারে |


এবার ধরুন আপনি বিবাহিত ... ব্যাস আর কিচ্ছু করা লাগবেনা, উপরের সব খরচ গুলি যোগ দিয়ে যা ইচ্ছা তাই দিয়ে গুন্ করে দিন, অবস্থা বুঝে যাবেন|

এই শহরে জীবন ব্যাবসায় ডেবিট এবং ক্রেডিট এর সামঞ্জস্য করাটা হাস্যকর !!
বেঁচে থাকাটাই যেখানে একমাত্র প্রফিট |

[ কাল্পনিক চরিত্র ]

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: জীবনে টিকে থাকতে হলে পোষ্ট আর প্রিপেইডের সামঞ্জস্যটাই মূল।।

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৫

Rehan বলেছেন: জী.। অসামঞ্জস্য টাই সমস্যা। ধন্যবাদ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: আসলেই বেঁচে থাকাটাই বড় এই শহরে।
কত মানুষ যে শুধু টিকে থাকার জন্য লড়াই করে যাচ্ছে।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০

মোস্তফা সোহেল বলেছেন: জীবন চালানোয় এখন কঠিন হয়ে পড়েছে।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬

আবু মুহাম্মদ বলেছেন: সামান্য প্রফিট আছে বলেই কাজ করতে হয়।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৯

প্রামানিক বলেছেন: আয়ইনকাম পোষ্টপেইড বাজার খরচ প্রিপেইড। মাঝে মাঝে পোষ্টপেইডে টান পড়ে।

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৯

Rehan বলেছেন: আর টান পরলেই বিবেক কাজ করা বন্ধ করে দেয় মাঝে মাঝে.।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৫

জাহিদ অনিক বলেছেন:
ঠিকই বলেছেন, বেঁচে থাকাটাই বেনিফিট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.