নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথাই তুমি...? উঁহু! পেলাম না তো।
অন্তত এবার মিথ্যে বোলনা।
বোলনা শুধু তোমারি আছি।
আমি নিশ্চিত এই বিদায়ে অনেক দূর যাবে,
ঐ অনাকাঙ্ক্ষিত হলদে পাখির মত।
কুরে কুরে খাবে ভালোবাসার ঘুনপোকা।
তবু ডাকবো না ঈশ্বর। থাকবেনা রক্তজালা।
হেরে যাব প্রতিনিয়ত রবার্ট ব্রুসের মত
বহুবার...শতবার... কিমবা তার বেশি।
কাপুরুষ ভাবছ? ভেবে নাও...
সাথে ভাবনা গুলোও নিয়ে যাও।
আমিতো বলছিনা আজ আমাকে নিয়ে ভাবতে।
কিমবা বলেছি কি কখনো...
কেনই বা গ্রীষ্মের মাটিতে বৃষ্টি ছুঁয়ে শরতের আকাশ দেখাতে চেয়েছিলে ?
জিজ্ঞেস করিনি কখনো, আরো অনেক কথায় বলিনি হয়তো.।.।.।
তবু আমি মেঘ ছোঁবো, শরতের জন্য অপেক্ষায় রব...
সাদা মেঘ চাই আমার... ধবধবে সাদা... যে মেঘে বৃষ্টি হয়না !!
১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০
Rehan বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৫৪
নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর লিখেছেন । ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২
পালক পালক বলেছেন: খুব সুন্দর লাগল। শরতের সাদা মেঘে মন ভাল করা অনুভূতি থাকে সত্যি।